নোটিশ
ক্লাষ্টারভিত্তিক এনজিও
এনজিও পোর্টাল, ময়মনসিংহ
বেসরকারি সংস্থা ( ইংরেজি: Non-governmental Organizations, বা, Nongovernment Organizations), যা সাধারণতঃ এনজিও (NGOs) হিসাবে পরিচিত, হলো এমন আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা সাধারণত অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক সরাসরিভাবে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাহিরে (যদিও এগুলোতে প্রায়শঃই সরকার কর্তৃক অর্থায়ন করা হয়) মানবতার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনসাধারণের নীতি, সামাজিক, মানবাধিকার, পরিবেশগত এবং অন্যান্য ক্ষেত্রে সক্রিয়ভাবে তাদের লক্ষ্য অনুযায়ী পরিবর্তনে নিয়োজিত। ময়মনসিংহ জেলা এনজিও সমন্বয় কমিটির তালিকায় অন্তুর্ভুক্ত এনজিও’র সংখ্যা ৮৭। এনজিও প্রতিষ্ঠানগুলো এনজিও ব্যুরো, স্থানীয়ভাবে পরিচালিত সমাজসেবা, জয়েন্ট স্টক কোম্পানী ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়ে স্থানীয়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। জেলা প্রশাসক কর্তৃক এনজিওদের সার্বিক কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে প্রতিমাসে জেলা ও উপজেলায় জেলা ও উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া এনজিওর কার্যক্রম সুষ্ঠ মনিটরিং/ তদারকির নিমিত্বে জেলা প্রশাসক , অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং উপজেলা নির্বাহী অফিসারগণ কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন এনজিও পরিদর্শন করা হয়ে থাকে।
0
নিবন্ধিত এনজিও
0
মোট পরিদর্শন
0
এনজিও সভা আয়োজন
এনজিও সংবাদ