Association for Prevention of Septic Abortion, Bangladesh (BAPSA)

Safer society ensuring equitable quality sexual and reproductive health care.

গর্ভপাতজনিত সংক্রমণের ভয়াবহতা এবং মাতৃমৃত্যুতে উদ্বিগ্ন হয়ে প্রখ্যাত ধাত্রী ও প্রসূতিবিদ প্রয়াত অধ্যাপিকা সৈয়দা ফিরোজা বেগমের নেতৃতে ¡ কিছুসংখ্যক স্বনামধন্য চিকিৎসক ও সমাজসেবী ১৯৮২ সালে বাপ্সা প্রতিষ্ঠা করেন।
Ÿাপ্সার ভিশনঃ
গর্ভপাতজনিত সংক্রমণের কারণে মাতৃমৃত্যুর হার কমানো, প্রজনন স্বাস্থ্য-সেবার মানোন্নয়ন ।

Ÿাপ্সার মিশনঃ
১. প্রজনন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন।
২. মানসম্মত প্রজনন স্বাস্থ্যেসেবা প্রদান।
৩. অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ এবং গর্ভপাতজনিত জটিলতার চিকিৎসা।
৪. স্বাস্থ্য-শিক্ষার মাধ্যমে জন-সচেতনতা বৃদ্ধি করা।
৫. কিশোর-কিশোরীদের জন্য প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান।

Ÿাপ্সার উদ্দেশ্যঃ
ক্স প্রজনন স্বাস্থ্য সেবার উন্নয়ন;
ক্স গুনগত মানসম্পন্ন প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান;
ক্স অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ এবং গর্ভপাত-পরবর্তী সেবা প্রদান;
ক্স মাঠ-পর্যায়ে স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে জনগোষ্টীর মধ্যে অনিরাপদ গর্ভপাতের ভয়াবহতা এবং প্রজনন অধিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি
ক্স কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধি ও সেবা প্রদান;
ক্স কিশোর-কিশোরীদের যুব-বান্ধব সেবা প্রদান;
ক্স প্রজনন-স্বাস্থ্য, সেপ্টিক অ্যাবরশন এবং প্রাসঙ্গিক বিষয়ে মহিলা এবং সেবা প্রদানকারীদের উপর গবেষণামূলক কার্যক্রম;
ক্স উদ্দেশ্য গুলোকে সামনে রেখে বাপ্সা দীর্ঘদিন ধরে প্রজনন-স্বাস্থ্য, গর্ভপাতজনিত সংক্রমণ, মাতৃ-স্বাস্থ্য এবং সেবা-প্রদানকারীদের সাথে সর্ম্পকিত বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাপ্সার নির্বাহী কমিটিঃ
Ÿাপ্সার রয়েছে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি। নির্বাহী কমিটির দায়িত্ব ও কর্তব্য গুরুত্বপূর্ন বিষয়ে কর্মসূচী ব্যবস্থাপনা এবং পরিচালনার সিদ্বান্ত গ্রহন ও দায়িত্ব পালন ।
বাপ্সার সাধারন কমিটিঃ
Ÿাপ্সার রয়েছে ২৬ সদস্য বিশিষ্ট সাধারন কমিটি। এই কমিটি বছরে একবার সাধারন সভায় মিলিত হয় এবং প্রতিষ্ঠানের নীতি ও কর্মসূচীর প্রতি সমর্থন দান করেন।

 কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যশিক্ষা প্রদান
 এইচআইভি এইডস্ পরামর্শ সেবা
 মাঠকর্মীদের ওরিয়েনন্টেশন প্রদান
 কিশোর-কিশোরী মেলা আয়োজন
 কিশোর কিশোরীদের কাউন্সিলিং সেবা
 অভিভাবক সভা
 উঠান বৈঠক
 এডভোকেসি মিটিং
 জাতীয়/আন্তর্জাতিক দিবস উদযাপন

ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর)
 

বাপসা ইউবিআর প্রকল্প কার্যালয় ঃ
এএএম মাহমুদুল হক সিদ্দিকী, ম্যানেজার
পিংকু পাল, ইয়ুথ অফিসার
আফজাল হোসেন, এডমিন এন্ড একান্টস অফিসার
হাসনা হেনা, কাউন্সিলর

প্রধান কার্যালয় ঃ
ড. আলতাফ হোসেন, নির্বাহী পরিচালক
হেদায়েত উল্লাহ ভ’ইয়া, পরিচালক
বিভাষ কান্তি বিশ্বাস, উপ-পরিচালক, ফিন্যান্স এন্ড একাউন্টস

প্রধান কার্যালয় ঃ বাড়ী নং-৬/৩, বøক-ডি, বড়বাড়, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন : ৯০৩

এএএম মাহমুদুল হক সিদ্দিকী, ম্যানেজার, ইউবিআর প্রকল্প, বাপসা, ময়মনসিংহ।
০১৭৭৭-৫৩২৬৪৬

astittaymahmud@gmail.com

www.bapsa-bd.org


বাপসা ইউবিআর প্রকল্প কার্যালয়
১৯৮/জি, ওয়্যার হাইজ লেন, পাটগুদাম, ময়মনসিংহ।