Centre for the Rehabilitation of the Paralysed (CRP) – a project of the Trust for the Rehabilitation of the Paralysed.

স্পাইনাল কর্ড ইনজুরী বা মেরুজ্জুতে আঘাত প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় একীভূত করার লক্ষ্যে ১৯৭৯ সালের ১১ ডিসেম্বর পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) প্রতিষ্ঠা লাভ করে। ড. ভ্যালরি অ্যান টেইলর এর অক্লান্ত প্রচেষ্টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের দুটি পরিত্যক্ত সিমেন্ট গোডাউনে মাত্র চার জন পক্ষাঘাতগ্রস্ত রোগী নিয়ে সিআরপি যাত্রা শুরু করেছিল। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের মূলধারায় একীভূতকরনের প্রচেষ্টার কারনে সিআরপি একটি আন্তর্জাতিকভাবে পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সিআরপি আজ “Service to Sufferers is Service to God” শ্লোগান নিয়ে আশার আলোকবর্তিকা পৌঁছে দিচ্ছে।

সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি) বা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র হলো বাংলাদেশ সরকারের এনজিও (বেসরকারি সংগঠন) বিষয়ক অধিদপ্তর এবং সমাজসেবা বিভাগে নিবন্ধনকৃত একমাত্র অলাভজনক জাতীয় প্রতিষ্ঠান যেটা মেরুজ্জুতে আঘাত, স্নায়ুবিক ও অস্থি-হাড় সংক্রান্ত সমস্যা যুক্ত ব্যক্তিদেরকে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনসেবা প্রদান করে।

বাংলাদেশের দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা এবং পুনর্বাসন সেবা প্রদানের লক্ষ্যে সিআরপি এককভাবে কাজ করে যাচ্ছে। একটি অলাভজনক এবং বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে সিআরপি ধনী-গরীব নির্বিশেষে প্রতিবন্ধী ব্যাক্তিদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে চিকিৎসা ও পুনর্বাসন করে থাকে। চিকিৎসাধীন  সময় এবং পরবর্তীতে রোগীদের শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনীয়তার নিরিখে যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন সেবা দেওয়াই সিআরপি’র লক্ষ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে বাংলাদেশের মোট জনসংখ্যার ১০% প্রতিবন্ধী। এ প্রতিবন্ধী জনগোষ্ঠীর একটি বিরাট অংশ মেরুরজ্জুতে আঘাত পেয়ে শারীরিক প্রতিবন্ধিতার শিকার হয়, যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। প্রতি বছর সিআরপি থেকে প্রায় ৪০০ জন মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত এবং ৮০,০০০ জন রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে থাকে। সিআরপিতে মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত ব্যাক্তিদের পাশাপাশি অন্যান্য অর্থোপেডিক ও নিউরোলজিক্যাল সমস্যারও চিকিৎসা করা হয়। এক্ষেত্রে স্ট্রোক রোগী ও সেরিব্রাল পলসি আক্রান্ত শিশুদের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

লক্ষ্য

সিআরপির মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেক প্রতিবন্ধী মেয়ে ও ছেলে, নারী ও পুরুষকে সমাজের মূল স্রোতধারায় একীভূতকরণ নিশ্চিত করা।

উদ্দেশ্য

এমন একটি পরিবেশ নিশ্চিত করা যেখানে প্রত্যেক প্রতিবন্ধী মেয়ে ও ছেলে, নারী ও পুরুষ তাদের স্বাস্থ্য, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান, বাহ্যিক পরিবেশ এবং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সমান সুযোগ লাভ করে।

সিআরপি’র মৌলিক মূল্যবোধ সমূহ

সিআরপি’র মৌলিক মূল্যবোধ গুলো হলঃ সংবেদনশীলতা (Sensitivity), সহমর্মিতা (Compassion), সম্মান বা শ্রদ্ধাবোধ (Respect), সহযোগিতা (Collaboration), রিস্কার পরিচ্ছন্নতা (Cleanliness) এবংশ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিজ্ঞা বা অঙ্গীকার (Commitment to Excellence)

সিআরপি’র অভিলক্ষ্য সমূহ

১. শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলোকে সামনে রেখে চিকিৎসা, পুনর্বাসন এবং সহযোগিতা প্রদান।

২. প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত দক্ষ পেশাজীবী তৈরী করা।

৩. প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থার সাথে দেশের বিভিন্ন স্থানে শাখা বিস্তার করা।

৪. প্রতিবন্ধীতা প্রতিরোধের জন্য বিভিন্ন প্রতিবন্ধী বিষয়ক সচেতনতামূলক কর্মকান্ড আয়োজন করা।

৫. প্রতিবন্ধী শিশুদের জন্য সচেতনতামূলক ও শিক্ষামূলক কর্মকান্ড আয়োজন করা যার মূল লক্ষ্য হবে প্রতিবন্ধী সনাক্তকরন, পুনর্বাসন এবং একীভূত শিক্ষা।

৬. প্রতিবন্ধিতার উপর এডভোকেসি এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে শারীরিক এবং সামাজিক বাধাগুলোকে অতিক্রম করে সমাজে সমানভাবে অংশগ্রহন নিশ্চিত করা।

৭. প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মদক্ষতা উন্নয়নে সমাজ ভিত্তিক পুনর্বাসন কর্মসূচির (সিবিআর) সাথে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বাড়ানো।

৮. প্রতিবন্ধী মেয়ে এবং মহিলাদের আরো আত্মবিশ্বাসী করে তোলা, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং চাকরি নিশ্চিত করনে সহযোগিতা করা।

৯. জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা মূলক কর্মকান্ড বৃদ্ধি করা।

১০. সিআরপি’র লক্ষ্য এবং উদ্দ্যেশ্য সাধনে নিরন্তর এর উপর নিয়মিত গবেষনা করা।

১১. প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা ও চিত্তবিনোদন মূলক কর্মকান্ড বৃদ্ধি করা।

১. চিকিৎসা ও পুনর্বাসন সেবা (প্রতিষ্ঠান ভিত্তিক)

ক) সিআরপি – সাভারে ১০০ শয্যা বিশিষ্ট মেরুরজ্জুতে আঘাতের পুনর্বাসন ইউনিট ও সিআরপি – মিরপুরে ৪০ শয্যা বিশিষ্ট স্ট্রোক পুনর্বাসন ইউনিট ।

খ) প্রতিবন্ধী শিশুদের জন্য থেরাপী সেবা ও সহায়ক সরঞ্জাম প্রদানকারী ৫১ শয্যার শিশু বিভাগ।

গ) প্রতি বছর ৮০,০০০ রোগীকে বহির্বিভাগ ব্যবস্থায় সেবা প্রদান।

২. সমাজ ভিত্তিক পুনর্বাসন সেবা

ক) দেশব্যাপী ৮২ টি উপজেলায় রোগীদের বাড়িতে গিয়ে দীর্ঘস্থায়ী ফলো-আপ সেবা ও তাদের আত্ম-সহায়ক দল গঠনে সহযোগিতা করা।

৩. দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সৃষ্টি

ক) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও পোষাকশিল্পে কর্মসংস্থান প্রকল্প।

খ) স্বাভাবিক শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।

গ) ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপীতে তিনটি স্নাতক পর্যায় এবং ফিজিওথেরাপী ও রিহ্যাবিলিটেশন সায়েন্স-এ স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়।

ঘ)নার্সিং ও ধাত্রী বিদ্যায় ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ের শিক্ষা প্রদান করা হয়।

ঙ) অর্থোটিক্স এন্ড প্রস্থেটিক্স বিষয়ে ডিপ্লোমা পর্যায়ের শিক্ষা প্রদান করা হয়।

১। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সহায়তায় স্পাইনাল কর্ড ইনজুরি আক্রান্ত ব্যক্তি  ও সেরেব্রাল পালসি আক্রান্ত শিশুদের চিকিৎসা, পুনর্বাসন ও সহায়ক সামগ্রী প্রদান প্রকল্প।

২। সমাজ কল্যান মন্ত্রনালয়ের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা বিষয়ক প্রকল্প।

৩। জার্মান উন্নয়ন কর্পোরেশন (জিআইজেড) এর সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান প্রকল্প।

৪। মানসিক স্বাস্থ্য প্রতিবন্ধী ব্যক্তিদের অকুপেশনাল থেরাপি ডে কেয়ার প্রকল্প।

৫। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহায়তায় প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান প্রকল্প।

৬। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ সংস্থাপন, প্রস্থেসিস ও অর্থোসিস সেবা প্রদান প্রকল্প।

হেড অফিসঃ

১।  ড. ভ্যালরি অ্যান টেইলর, প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী, সিআরপি।

২। ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, সিআরপি।

ময়মনসিংহ অফিসঃ

১। রাফিউল করিম, সেন্টার ম্যানেজার, সিআরপি ময়মনসিংহ – বিএইউ সেন্টার।

সিআরপি এর প্রস্থেটিকস অ্যান্ড অর্থোটিকস ডিপার্টমেন্ট এর সহায়তায় সিআরপি ময়মনসিংহ – বিএইউ সেন্টার এর ২২ জন সেবাগ্রহীতাকে পুনর্বাসন সহায়ক সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
আমেরিকান ফ্রেন্ডস অফ সিআরপি (American Friends of CRP – AFCRP) ফান্ডের আর্থিক সহায়তায় সিআরপি ময়মনসিংহ – বিএইউ সেন্টার এর সন্নিকটে বসবাসরত প্রতিবন্ধী – দরিদ্র ব্যক্তি ও এরূপ সিআরপি এর সেবাগ্রহীতাদের মাঝে বর্তমান করোনাভাইরাস (Covid-19) মহামারীর কারনে উদ্ভুত পরিস্থিতিতে জরুরি শুকনো খাদ্য – দ্রব্য বিতরণ করা হয়।
আমেরিকান ফ্রেন্ডস অফ সিআরপি (American Friends of CRP – AFCRP) ফান্ডের আর্থিক সহায়তায় সিআরপি ময়মনসিংহ – বিএইউ সেন্টার এর সন্নিকটে বসবাসরত প্রতিবন্ধী – দরিদ্র ব্যক্তি ও এরূপ সিআরপি এর সেবাগ্রহীতাদের মাঝে বর্তমান করোনাভাইরাস (Covid-19) মহামারীর কারনে উদ্ভুত পরিস্থিতিতে জরুরি শুকনো খাদ্য – দ্রব্য বিতরণ করা হয়।
সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে সিআরপি ময়মনসিংহ এর চিকিৎসা সেবা কার্যক্রম: ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে সিআরপি ময়মনসিংহ এর চিকিৎসা সেবা কার্যক্রম: ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে সিআরপি ময়মনসিংহ এর চিকিৎসা সেবা কার্যক্রম: ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে বাকৃবি এর নিজস্ব ‘Fab Lab’ তথা ফ্যাবরিকেশন ল্যাবরেটরিতে উৎপাদিত প্রোটোটাইপ ফেইস শিল্ড সিআরপি ময়মনসিংহ বিএইউ সেন্টার এর চিকিৎসা পেশাজীবীদের সুরক্ষায় প্রদান করা হয়
সিআরপি এর প্রস্থেটিকস অ্যান্ড অর্থোটিকস ডিপার্টমেন্ট এর সহায়তায় সিআরপি ময়মনসিংহ – বিএইউ সেন্টার এর ২২ জন সেবাগ্রহীতাকে পুনর্বাসন সহায়ক সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সিআরপি এর প্রস্থেটিকস অ্যান্ড অর্থোটিকস ডিপার্টমেন্ট এর সহায়তায় সিআরপি ময়মনসিংহ – বিএইউ সেন্টার এর ২২ জন সেবাগ্রহীতাকে পুনর্বাসন সহায়ক সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

ট্রাস্টি বোর্ডঃ

১। মুহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

২। ড. ভ্যালরি অ্যান টেইলর, প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড এবং সমন্বয়কারী, সিআরপি।

৩। মুশতাক আহমেদ, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৪। আজরা ফাইজি আহমেদ, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৫। আমিনুল হক, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৬। ইঞ্জিনিয়ার এস এম আনোয়ার হোসেন, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৭। মোঃ মনজুর-উল আলম, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৮। নির্বাহী পরিচালক – সিআরপি,সদস্য সচিব, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

১। মুহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

২। ড. ভ্যালরি অ্যান টেইলর, প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড এবং সমন্বয়কারী, সিআরপি।

৩। মুশতাক আহমেদ, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৪। আজরা ফাইজি আহমেদ, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৫। আমিনুল হক, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৬। ইঞ্জিনিয়ার এস এম আনোয়ার হোসেন, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৭। মোঃ মনজুর-উল আলম, সদস্য, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

৮। নির্বাহী পরিচালক – সিআরপি, সদস্য সচিব, ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড।

হেড অফিসঃ

 সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড (সিআরপি), ডাকঘরঃ সিআরপি – চাপাইন, সাভার, ঢাকা – ১৩৪৩।

ময়মনসিংহ অফিসঃ

সিআরপি ময়মনসিংহ – বিএইউ সেন্টার, সুলতানা রাজিয়া হল এর পেছনে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ – ২২০২।

 রাফিউল করিম, সেন্টার ম্যানেজার, সিআরপি ময়মনসিংহ – বিএইউ কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ – ২২০২।

 

 +8801730059507

 

 mymensingh@crp-bangladesh.org

 

 www.crp-bangladesh.org

 
 
 

 সিআরপি ময়মনসিংহ – বিএইউ কেন্দ্র, সুলতানা রাজিয়া হল এর পেছনে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ – ২২০২।