Seventh-day Adventist Church of Bangladesh
শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য এন্ড হাইজিন, নারী ও শিশু অধিকার।
সেভেন্থ-ডে এ্যাডভেন্টিষ্ট চার্চ অব বাংলাদেশ এনজিও একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ইহা সেভেন্থ-ডে এ্যাডভেন্টিষ্ট চার্চ কর্তৃক পরিচালিত বিধায় চার্চের নামেই সংস্থাটির নামকরণ করা হয়েছে। যাহার প্রধান কার্যালয়ের ঠিকানা; এ্যাডভেন্টপুর ১৪৯, শাহ্ আলী বাগ, মিরপুর-১, ঢাকা – ১২১৬। ১৯০৬ সাল হইতে সংস্থাটি সুনামের সহিত বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যেমন- প্রাথমিক শিক্ষা, মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা । ইহা ছাড়াও প্রতিষ্ঠা কালাবধি মাদকের বিরোদ্ধে প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ সহ প্রাথমিক স্বাস্থ্য সেবা ও জন সচেতনতা দিয়ে আসছে।
শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, মাদক বিরোধী প্রচার, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা
প্রাথমিক শিক্ষা প্রকল্প, মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম, মাদক বিরোধী প্রচারাভিযান, বাল্য বিবাহ প্রতিরোধ।
পা: দিলীপ হাগিদক-সভাপতি; পা: হেনরী এইচ হাজং-নির্বাহী সচিব; মি: এন্ড্রু নিন্ডুয়ারী-কোষাধক্ষ
পা: শীতল রুরাম, মিসেস জুঁই হাগিদক, পা: ধীরাজ রিচিল, মি: সমর সাংমা
মি: জেরল্ড আজিম
সেভেন্থ-ডে এ্যাডভেন্টিষ্ট চার্চ অব বাংলাদেশ
নর্থ বাংলাদেশ মিশন
৩৮, ঢোলাদিয়া, ময়মনসিংহ-২২০০।
wjerald10@gmail.com