Development Initiative for Social Advancement (DISA)

ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট-দিশা আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি কল্যাণমূখী, অরাজনৈতিক, অলাভজনক বেসরকারী সেচ্ছাসেবী প্রতিষ্ঠান । দিশার মূল লক্ষ্য উন্নয়নমূলক/উৎপাদনমূখী বাস্তবমূখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অনগ্রসর জনগোষ্ঠির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করা । দিশা এই লক্ষ্যে নিম্ন বর্ণিত কার্যক্রমসমূহ এর প্রতিষ্ঠাকাল ১৯৯৩সাল হতে অবিরত কাজ করে চলছে।

দারিদ্র বিমোচনের লক্ষ্যে সংগঠিত উপকারভোগীদের মধ্যে সঞ্চয়ী মনো ভাব গড়ে তোলা, সঞ্চয়ে উদ্ধুদ্ধ করা ও আয় বৃদ্ধিমূলক স্বকর্মসংস্থানের জন্য অর্থনৈতিক সহযোগিতামূলক কর্মসূচী।

সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত দেশীয় কিংবা বিদেশী দাতা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও তহবিল সরবরাহকারী প্রতিষ্ঠান এর নিকট হইতে ঘূর্নায়নমান তহবিল হিসাবে অনুদান/ ঋণ গ্রহণ পূর্বক সরকারের নীতিমালা অনুযায়ী ঋনদান ও সঞ্চয়কার্যক্রম পরিচালনা করা।

কৃষকদের উৎপাদণ বাড়ানোর জন্য প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা করা । ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম চালু করা। সহজশর্তে বিভিন্ন মৌসুমী ঋণ প্রদান করা ও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া । সাধারন, কারিগরী, দক্ষতাবৃদ্ধিমূলক শিক্ষা ও সামাজিক শিক্ষার ব্যাপক বিস্তার ঘটাইবার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ।

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষায় উৎসাহ প্রদান ও ঝরে পড়া রোধে দিশা’র ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের ৮ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী সন্তানদের প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে।

শিশুশিক্ষা, আইন ও নাগরিক দায়িত্ব সচেতনতামূলক শিক্ষা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করে সবার জন্য শিক্ষা আন্দোলন বাস্তবায়ন করা । এই লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ ‘দিশাইন্সটিটিউট অব সাইন্স আ্যন্ড টেকনোলজি-ডিআইএসটি’ প্রতিষ্ঠা ও পরিচালনাকরছে।

শিশুকল্যাণ যেমন : স্কুলমূখীকরা, শিক্ষাদান, শিশুঅধিকার সমুন্নতকরণ ও শিশুনির্যাতন প্রতিরোধ কর্মসূচী ইত্যাদি। যুবকদের কল্যাণ যেমন : বৃত্তিমূলক ও কারিগরিশিক্ষা/ প্রশিক্ষণ দিয়ে তাদের দেশে/বিদেশে কর্মউপযোগী করা। নারীকল্যাণ যেমন : সংগঠিত করা, আয়-বর্ধনমূলশিক্ষা /প্রশিক্ষণ এবং উৎপাদনমূখী উদ্যোগ গ্রহণে অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে নারীর ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ/কর্মসূচী পরিচালনা।

‘জ্ঞানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ’ প্রত্যয়ে আলোঘর কার্যক্রমের আওতায় আলোঘর-জ্ঞান ও তথ্যকেন্দ্র, আলোঘর সবুজদল(শিক্ষার্থীকিশোরদেরসংগঠন), সবুজায়ন ও পুষ্ঠি সমৃদ্ধ জাতি গড়ার লক্ষ্যে আলোঘর-নার্সারি, বইপ্রেমী পাঠকদের জন্য মানসম্মত ও সৃজনশীল বই প্রকাশ এবংতাদের হাতের নাগালে পৌঁছে দেয়ার জন্য আলোঘর প্রকাশনা প্রতিষ্ঠা ও পরিচালনা, এবং মেধাবী ও অপেক্ষাকৃত অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান।

সবার জন্য স্বাস্থ্য আন্দোলন সফল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা যেমন- স্বাস্থ্য শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মা ও শিশু, স্বাস্থ্য কার্যক্রম, পুষ্টি উন্নয়ন কার্যক্রম, নিবিড় টিকাদান কর্মসূচী, পরিবার পরিকল্পনা, এইচআইভি এইডস নিয়ন্ত্রন কার্যক্রম ,যক্ষা নিমূল, চক্ষু শিবির, টিউবয়েল স্থাপন, সেনিটেশন এবংআর্সেনিকমুক্ত ‍নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা ।

পরিবেশ দূষন প্রতিরোধে এবং পরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা যেমন- বৃক্ষরোপন, সামাজিক বনায়ন, বিভিন্ন গবেষনা চালাইয়া পরিবেশ দূষণ তথ্য উদঘাটন, জনমত গঠন, প্রচার কার্যক্রম ইত্যাদি ।

স্থানীয়ভাবে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক বিষয়ের উপর একক বা যৌথ ভাবে সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ আলোচনাসভা অনুষ্ঠিত করা ।

জরুরী দুর্যোগকালীন সময়ে সরকারের পাশাপাশি এবং সরকারি নির্দেশণা অনুযায়ী উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা ।

সরকারি নির্দেশণা অনুযায়ী জনকল্যানমূলক কাজে জনমত সৃষ্টির জন্য প্রচারণা মূলক কাজ ।

অনাথশিশু, বয়স্ক ও অসমর্থ প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূণর্বাসন কার্যক্রম; শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূণর্বাসন কার্যক্রম ।

গবাদি পশু পালন ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিতকরণ ও বাজারজাতকরণে সহযোগিতা প্রদানের জন্য পরিচালিতে হচ্ছে দিশা ডেইরী এন্ড লাইভস্টক প্রজেক্ট।

 

দিশার কার্যক্রমের সাথে সংঙ্পৃক্ত দেশের পূর্ব, পূর্ব -উত্তরাঞ্চলের অগ্রসরমাণ প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উন্নত জাতের গাভি পালন ও অধিক দুগ্ধ উৎপাদনে উদ্বুদ্ধকরণ এবং যথাযথ বাজারজাতকরনের মাধ্যমে এই অঞ্চলকে দুগ্ধ উৎপাদন অঞ্চল হিসেবে গড়ার লক্ষ্যে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। এ লক্ষ্যে খামার ব্যবস্থাপনা ও উন্নতজাতের গাভি পালন, বিশেষায়িত প্রশিক্ষণ এবং চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে গবাদি পশুর স্বাস্থ্যসেবা দেয়া হয়ে থাকে।

 

নারীর সৌন্দর্যে, নারীর মর্যাদায় ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজে নারীর অবস্থান আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে মাতৃভূমি ফ্যাশন।

 

অর্থায়ন, প্রশিক্ষন, স্বাস্থ্যসেবা, শিক্ষাবৃত্তি সংক্রান্ত সেবা, চিকিৎসা সহায়তা

আলোঘর কার্যক্রম, আলোঘর প্রকাশনা, আলোঘর নার্সারী, মাতৃভূমি মিষ্টি, মাতৃভূমি ফ্যাশন, দিশা ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি)

মো. ফরহাদ হোসেন, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), মো. মোশারফ হোসেন, পরিচালক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)

web@disabd.org

মো. আরিফুর রহমান, প্রোগ্রাম অফিসার (স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ)

মোবাইল : ০১৭৩৩২১৯৯০০

info@disabd.org

www.disabd.org

ই/১১, বর্ধিত পল্লবী, মিরপুর-১১.৫, ঢাকা-১২১৬