Damien Foundation |
Indifference kills..Damien foundation heals |
ডমেয়িনে ফাউন্ডশেন-বলেজয়িাম র্কতৃক পরচিালতি একটি বসেরকারী অরাজনতৈকি, অলাভজনক স্বচ্ছোসবেী প্রতষ্ঠিান । এটি ১৬ টি দশেে ( বাংলাদশে, ভারত, নপোল, কঙ্গো, বুরুন্ড,ি রোয়ান্ডা, নাইজরেয়িা, নাইজার, গনিয়িা, মোজাম্বকি, কমেরেুন, সনেগোল, নকিারাগুয়া, বলভিয়িা, গুয়াতমোলা ) তারর্ কাযক্রম চালয়িে যাচ্ছে । ফাদার ডমেয়িনে একজন খ্রস্টিান মশিনারী যার নামে এই প্রতষ্ঠিান, উনি ঊনশি শতাব্দীর দ্বতিীয় ভাগে হাওয়াই দ্বীপপুজ্ঞে নর্বিাসতি কুষ্ঠ রোগীদরে পরর্চিযা করতে করতে নজিইে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে নজি জীবন বলিয়িে দয়িছেলিনে ।উনার এই উৎর্সগ আর সবোর আর্দশে অনুপ্রানতি হয়ইে ডমেয়িনে ফাউন্ডশেন যক্ষা এবং কুষ্ঠ রোগীদরে জন্য নবিদেতি প্রাণ হসিবেের্ কাযক্রম চালয়িে যাচ্ছে । ডমেয়িনে ফাউন্ডশেন বাংলাদশেের্ কাযক্রম শুরু করে ১৯৭২ সালে । প্রথমে শুধু মাত্র কুষ্ঠ রোগীদরে নয়িে কাজ করলওে ১৯৯১ সাল থকেে কুষ্ঠ রোগরে পাশাপাশি যক্ষা রোগ নয়িওে কাজ শুরু করে । ডমেয়িনে ফাউন্ডশেন যক্ষা এবং কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ তথা রোগীদরের্ দুদশা লাঘবে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ এবং জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ র্কমসূচী, স্বাস্থ্য ও পরবিার কল্যাণ মন্ত্রনালয় এবং সরকাররে সাথে খুবই আন্তরকি ভাবে সহযোগীতা করে যাচ্ছে । ডেমিয়েন ফাউন্ডেশন সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সার্বিক তত্বাবধানে পরিচালিত হয় । প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ক্লিনিকের মাধ্যমে কর্তৃপক্ষের পূর্ণসন্তুষ্টিতে যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে । যক্ষা ও কুষ্ঠ রোগের যাবতীয় স্বাস্থ্য সেবা গণপ্রজাতšত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ ও ডেমিয়েন ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে প্রদান করা হয় । ডমেয়িনে ফাউন্ডশেন নানা বধি গবেষণা র্কমকান্ডরে সাথে ওতপ্রোতভাবে জড়তি । ঔষধ প্রতরিোধী যক্ষা রগেীর চকিৎিসার জন্য ডমেয়িনে ফাউন্ডশেন রসর্িাচ স্টাডরি মাধ্যমে ৯ মাসরে স্বল্প ময়োদী রজেমিনে নামে বশ্বি স্বীকৃতি লাভ করছেে । এই রজেমিনে আবষ্কিাররে ফলে ঔষধ সবেন কমছেে এবং এসব রগেীদরে সুস্থতার হারও বড়েছেে । ডমেয়িনে ফাউন্ডশেন এক কথায় সমাজরে যক্ষা এবং কুষ্ঠ রগেীদরে খুঁজে বরে করে তাদরে সঠকি চকিৎিসার আওতায় আনা এবং র্সবোপরি রোগীদরের্ দুদশা কমানোর প্রচষ্টোয় তার জন্মলগ্ন থকেে আন্তরকি ভাবে কাজ করে যাচ্ছে ।ময়মনসংিহ যক্ষা ও কুষ্ঠ নয়িত্রন প্রকল্প ময়মনসংিহরে শম্ভুগঞ্জে ১০০ শয্যা বশিষ্টি হাসপাতালরে মাধ্যমে অপক্ষোকৃত জটলি রোগীদরেকে সম্পুর্ন বিনামূল্যে থাকা খাবার সুবিধাসহ সমস্ত ইনডোর স্বাস্থ্য সবো দচ্ছিে ।
সম্ভাব্য যক্ষা এবং কুষ্ঠ রোগী খুঁজে বরে করা, বনিামূল্যে কফ পরীক্ষা, জীণ-এর্ক্সপাট এবং আনুষঙ্গকি পরীক্ষা নরিীক্ষার ব্যবস্থা, তাদরে মধ্য হতে রোগী সনাক্ত করা, রোগীদরে যথাযথ ভাবে ডট প্রভাইডাররে মাধ্যমে বনিামূল্যে ডট করা, কমউিনটিি স্বাস্থ্য শক্ষিা, আউটডোর স্বাস্থ্য শক্ষিার মাধ্যমে মানুষকে যক্ষা এবং কুষ্ঠ রোগ র্সম্পকে আরও সচতেন করে তোলা, ক্রটিকিাল রগেীদরে আমাদরে হাসপাতালে র্ভতি রখেে চকিৎিসা প্রদান, কুষ্ঠ রগেীদরে বশিষে যত্ন প্রদান এবং কুষ্ঠরোগীদের সামাজিক পুর্নবাসন ও তাদের ছেলেমেয়েদের পড়াশুনা সহ নানাবিধ কার্যক্রম করে যাচ্ছে ।
যক্ষা এবং কুষ্ঠ নয়িন্ত্রন
ডা: অং কাই জায় মং ( দেশীয় পরিচালক), জোস্নারা বগেম ( প্রকল্প পরচিালক ), মো: মোতাকাব্বরে হোসাইন ( ফাইনান্স ডরিক্টের ), ডা: দপিক কুমার বশ্বিাস ( মডেকিলে র্কোডনিটের )
জোস্নারা বগেম, প্রকল্প পরচিালক, ময়মনসংিহ যক্ষা ও কুষ্ঠ নয়িত্রন সবো সমূহ প্রকল্প
০১৭১১-৬১৯৪৯৫
dfmtlcp@gmail.com |
WWW.damienfoundation.bd.com |
ময়মনসংিহ যক্ষা ও কুষ্ঠ নয়িন্ত্রন প্রকল্প, নত্রেকোনা রোড, রঘুরামপুর, শম্ভুগঞ্জ, ময়মনসংিহ-২২০০