Education and Development Foundation- Educo
এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন- এডুকো একটি বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। বাংলাদেশে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় এবং প্রধান কার্যালয় স্পেনের বার্সেলোনায় অবস্থিত। এডুকোর উদ্দেশ্য হলো দারিদ্র ও অসাম্যের মূল কারণ অনুসন্ধান করা এবং এর প্রতিকারের প্রচেষ্টা চালানো। সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিবার ও সাংগঠনিক দাতাদের অনুদানে এডুকো এদেশে শিশুর শিক্ষা, সূরক্ষা, ন্যায্যতা ও সমতাভিত্বিক সমাজ প্রতিষ্ঠায় নানামূখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এডুকো এশিয়া, লাতিন আমেরিকা, ও আফ্রিকা মহাদেশে কার্যক্রম পরিচালনা করে। এডুকো বাংলাদেশে ১৯৯৯ সাল থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের প্রান্তিক এলাকা, গাজীপুরের কালীগঞ্জ এবং ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় প্রান্তিক ও সুবিধা বঞ্চিত শিশু ও তাদের কমিউনিটির জন্য শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে । এই অঞ্চলগুলোর পাশাপাশি এডুকো সম্প্রতি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় চা বাগান এবং হাওর এলাকায় তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। এছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা কমিউনিটিতে শিশু সুরক্ষা বিষয়ে কাজ শুরু করেছে।
এডুকো শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, বিষয়ে সমন্বিত উন্নয়ন কৌশল পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এলাকায় সামগ্রিক উন্নয়ন সাধিত হয়। এডুকোর প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিশু বিকাশ কেন্দ্র, এডুকো প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা অর্জনে সহায়তা করা, কর্মজীবী শিশুর শিক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়ন, শিশুর অধিকার সংরক্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমন, প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, সুপেয় পানি এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা, জীবন-জীবিকার মানোন্নয়ন এবং অংশগ্রহণ ও জবাবদিহিতামূলক সুশাসন ব্যবস্থার উন্নয়ন।
বাংলাদেশে এডুকো তার নিজস্ব ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাঠামো দ্বারা বিভিন্ন বিভাগের মাধ্যমে কাজ সম্পন্ন করে থাকে। এগুলো হল শিক্ষা, স্বাস্থ্য, লাইভলিহুড, চাইল্ড রাইটস এন্ড প্রটেকশন, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসন, ক্রয়, স্পন্সরশিপ, রিসার্চ ইভালুয়েশন এন্ড লার্নিং ও প্রতিষ্ঠানিক সস্পর্ক।
এডুকো কর্তৃক পরিচালিত বিদ্যালয়গুলোতে অধ্যায়নরত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুরা শিশু অধিকার, শিশু সুরক্ষা এবং সুশাসন কর্মসূচীতে অংশগ্রহণের মাধ্যমে তাদের অধিকারগুলো সম্পর্কে সচেতন হতে পারে। পাশাপাশি শিশুরা ন্যায়সঙ্গত ও জবাদিহিতামূলক সমাজ গঠনে শিক্ষা, আদর্শ ও নৈতিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষার গুরুত্ব সম্পর্কে জ্ঞান ও উপলদ্ধি বৃদ্ধি করার সুযোগ পাচ্ছে। বর্তমানে এডুকো বাংলাদেশ ৭০টি শিশুবিকাশ কেন্দ্র (ইসিডি), ৩৬টি এডুকো পরিচালিত প্রাথমিক বিদ্যালয় (৭টি কর্মজীবি শিশুশিক্ষা প্রতিষ্ঠানসহ), শিশু অধিকার কর্মসূচির আওতায় ৩টি শ্রমজীবি শিশু শিক্ষালয়, ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ, ময়মনসিংহ জেলার ভালুকা এবং ঢাকা ও নারায়নগঞ্জ এবং মৌলভীবাজার এলাকায় পরিচালনা করছে। এছাড়াও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সুরক্ষা প্রদানে ৭টি এডোলেসেন্টস ক্লাব এবং ১১টি কমিউনিটি ভিত্তিক চাইল্ড প্রোটেকশন কমিটির মাধ্যমে কাজ করে থাকে।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় এডুকো ন্যায়সঙ্গত ও জবাদিহিতামূলক সমাজ গঠনে শিক্ষা, আদর্শ ও নৈতিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষার গুরুত্ব সম্পর্কে জ্ঞান ও উপলদ্ধি বৃদ্ধি করার সুযোগ পাচ্ছে। বর্তমানে এডুকো ভালুকা উপজেলায় 39 টি শিশুবিকাশ কেন্দ্র (ইসিডি), 09 টি এডুকো পরিচালিত প্রাথমিক বিদ্যালয় , 49টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মসূচি পরিচালনা করছে। সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুরা শিশু অধিকার, শিশু সুরক্ষা এবং সুশাসন কর্মসূচীতে অংশগ্রহণের মাধ্যমে তাদের অধিকারগুলো সম্পর্কে সচেতন হতে পারেছে|
এডুকো বর্তমানে বাংলাদেশ সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা ও টেকসই মানব উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে। বিশেষভাবে এসডিজি লক্ষ্যমাত্রা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ১০, ১৩, ১৬ এবং ১৭ অর্জনে এডুকো সরকারের সাথে কাজ করে।
মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে এডুকো তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করে। সেগুলো হচ্ছে- শিক্ষা, সুরক্ষা এবং সুশাসন। এই কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য এডুকো স্থানীয় জনগোষ্ঠী ও সরকারকে সম্পৃক্ত করে কাজ করে থাকে। সংস্থাটি তার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও মূল্যবোধকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বদ্ধপরিকর।
এডুকোর দর্শন: শিশুদের জন্য একটি ন্যায় ও সমতাভিত্বিক সমাজ প্রতিষ্ঠা যেখানে প্রতিটা শিশুর পূর্ণ অধিকার ও মঙ্গল নিশ্চিত হবে
এডুকোর রূপকল্প সমূহ: একটি পৃথিবী যেখানে প্রতিটি শিশু তাদের অধিকার পূর্ণভাবে উপভোগ করতে পারে এবং একটি সম্মানসূচক জীবন যাপন করতে পারে
এডুকোর মূল্যবোধ সমূহ:
- সামাজিক দায়বদ্ধতা
- ন্যায়
- সম্মান
এডুকোর নীতি সমূহ:
- অংশগ্রহণমূলক
- বৈষম্যহীনতা
- স্বচ্ছতা
প্রগতিশীল
মানসম্মত শিক্ষার প্রসারে কাজ করা, বিপজ্জনক শিশুশ্রম নিরসনে কাজ করা, গ্রামীণ জনপদে শিশুর প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করা, শিশুবান্ধব শিক্ষার পরিবেশ তৈরী করা, শিশুবান্ধব সমাজ তৈরিতে কাজ করা
প্রকল্পের নাম: ভালুকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার প্রসার
প্রকল্পের লক্ষ্য: শিশু এবং কিশোরদের জন্য ন্যায়সঙ্গত, রূপান্তরিত এবং মানসম্মত শিক্ষার নিশ্চিতকরণের লক্ষ্যে প্রকল্পটি কাজ করে থাকে
প্রকল্পের নাম: নগর অঞ্চলে বিপজ্জনক শিশুশ্রম নিরসন
প্রকল্পের লক্ষ্য: নগর অঞ্চলে বিপজ্জনক শিশুশ্রম হ্রাস এবং শিশুদের উপর সকল প্রকার শোষণ বন্ধে প্রকল্পটি কাজ করে থাকে
প্রকল্পের নাম: গ্রামীণ জনপদে কমিউনিটি ভিত্তিক আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি)
প্রকল্পের লক্ষ্য: স্বাস্থ্যকর, প্রতিরক্ষামূলক এবং উদ্দীপক পরিবেশে শিশুদের শারীরিক, বুদ্ধিগত এবং সামাজিক বিকাশ নিশ্চিত করতে প্রকল্পটি কাজ করে
প্রকল্পের নাম: এডুকো বিদ্যালয়গুলোতে শিশুবান্ধব শিক্ষার পরিবেশ তৈরী করা
প্রকল্পের লক্ষ্য: এডুকো বিদ্যালয়গুলোর শিশুদের জন্য মানসম্মত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অভিগমন নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি কাজ করে
প্রকল্পের নাম: শিশুবান্ধব সমাজের প্রসার করা
প্রকল্পের লক্ষ্য: শিশু এবং জনগোষ্ঠীর সক্রিয় নাগরিকত্ব অনুশীলনের মাধ্যমে শিশুবান্ধব স্থানীয় প্রশাসনের অগ্রগতিতে ভূমিকা রাখা
আমিনুল ইসলাম, অপারেশন কো-অর্ডিনেটর (ভালুকা)
জুলিয়ানা নকরেক, প্রজেক্ট অফিসার (ভালুকা)
বাদল সরকার, প্রজেক্ট অফিসার (ভালুকা)
শাহাদাত হোসেন, প্রজেক্ট অফিসার (ভালুকা)
মোতাহের হোসেন, প্রজেক্ট অফিসার (ভালুকা)
সিরাজুল ইসলাম, প্রজেক্ট অফিসার (ভালুকা)
জনি এম সরকার, কান্ট্রি ডিরেক্টর
মোহাম্মদ নিজামউদ্দীন, ডাইরেক্টর, প্রোগ্রাম সাপোর্ট
আব্দুল হামিদ, ডাইরেক্টর, প্রোগ্রাম অপারেশন
আমিনুল ইসলাম, অপারেশন কো-অর্ডিনেটর (ভালুকা), 01719026624 |
|
০১৮১৯৪৯০৯৬৫ |
„„aminul.islam@educo.org, info.bangladesh@educo.org |
কান্ট্রি অফিস: বাসা- ১২, রোড- ১৩৮, গুলশান- ১, ঢাকা- ১২১২, বাংলাদেশ সাব-অফিস: ভালুকা জাজ ভিলা, হাজীর ভাইটা, ওয়ার্ড নং: ৬, ভালুকা পৌরসভা, ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ |