Grameen Manobic Unnayan Sangstha (GRAMAUS) |
গ্রামীণ দরিদ্র মানুষের মাঝে বাস করে তাদের মানবেতর জীবন-যাপন দেখে, সমবায়ের উপকারিতা অনুধাবন করে মানবতার কল্যাণে নিবেদিত, আদর্শিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কতিপয় নিষ্ঠাবান তরুণ সমাজকর্মী ১৯৮৪ সালে ফুলপুরের অবহেলিত এক গ্রাম- ’চরপাড়া’য় সৃষ্টি করেছিল একটি সংগঠন যার নাম “চরপাড়া তরুণ সংঘ”। “চরপাড়া তরুণ সংঘ”ই কালের বিবর্তনে, সময়ের প্রয়োজনে দীর্ঘ পথ পরিক্রমায় মানবতার কল্যাণে নিবেদিত কর্মীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় “গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)” নামে সংগঠনের আতœপ্রকাশ।
গ্রামীণ দরিদ্র মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, সচেতনতার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা ও ক্ষমতায়ন বৃদ্ধি, ভূমিহীন, প্রান্তিক চাষী, ক্ষুদ্রকৃষক, সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রমের মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণ, দক্ষতা উন্নয়ন এবং পারিবারিক আয়বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলে টেকসই উন্নয়ন সাধনের জন্য গ্রামাউস তার কর্মসূচিসমূহ বাস্তবায়ন করে আসছে।
প্রতিষ্ঠা ঃ ৮ ই জানুয়ারি, ১৯৮৪ সাল
নিবন্ধন ঃ
সমাজ সেবা অধিদপ্তর ম- ০৪৭৮ তাং – ৩১/১২/১৯৮৫ খ্রিঃ
এনজিও বিষয়ক ব্যুরো ঋউজ-৭৯০ তাং – ২৯/১২/১৯৯৩ ইং
মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি ০২৮৩০-০৩২৭৩-০০২০১ তাং – ২৫/০৩/২০০৮ ইং
লক্ষ্য ঃ
দরিদ্র শ্রমজীবী মানুষকে সংগঠিত করে সচেতনতার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন, সমাজে দরিদ্র ও নারীর ক্ষমতায়ন ও সুশাসনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা করা।
সংস্থার আদর্শগত মূল্যবোধ ঃ
- সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা
- পারস্পারিক শ্রদ্ধাবোধ, ঐক্য, শৃংখলা ও সহযোগিতা
- সিদ্ধান্ত গ্রহণে অংশীদারিত্ব, আত্মবিশ্লেষণ ও গঠনমূলক সমালোচনা।
- বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণ ও দান।
কর্মএলাকা ঃ
গ্রামাউস এর কর্মএলাকা বর্তমানে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল এবং গাজিপুর সহ মোট ৫ টি জেলার ১৪ টি উপজেলা, ১৩২ টি ইউনিয়ন ০৬ টি পৌরসভায় বিদ্যমান।
উপকারভোগী ঃ
পুরুষ- ৬২৭২ জন
মহিলা – ২৩৪২০ জন
শিশু – ৮৫৩৬ জন
মোট -৩৮২২৮ জন
স^াস্থ্যসেবা, জরুরী প্রয়োজনে স্বেচ্ছাশ্রম সেবা, রাষ্ট্রিয় ও সামাজিক উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।
গ্রামাউস এর বর্তমানে চলমান কর্মসূচি /প্রকল্পসমূহ ঃ
গ্রামাউস সকল প্রকল্প সমূহ সংস্থার ৩টি মূল কর্মসূচির অধীনে বাস্তবায়ন করে থাকে।
১. কর্মসংস্থান এবং আয়বৃদ্ধিমূলক কার্যক্রম (EIGP)
১.১. গ্রামীণ ক্ষুদ্র ঋণ প্রকল্প-জাগরণ
১.২. ক্ষুদ্র উদ্যোগী ঋণ প্রকল্প-অগ্রসর
১.৩. কৃষিখাত ক্ষুদ্র ঋণ প্রকল্প-সুফলন
১.৪. অতি দরিদ্রদের জন্য ঋণ প্রকল্প-বুনিয়াদ
১.৫. গৃহ নির্মাণ ঋণ প্রকল্প Housing Loan
১.৬. পরিবারভিত্তিক সমন্বিত উদ্যোগ – ENRICH ( সমৃদ্ধি)
২. সামাজিক উন্নয়ন কর্মসূচি (SDP)
২.১. স্বাস্থ্য কর্মসূচি ঃ
২.১.১. স্যানিটেশন স্বাস্থ্য শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহ প্রকল্প।
২.১.২. প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা প্রকল্প।
২.১.৩. জরুরী চিকিৎসা, সাহায্য, ত্রান ও পূর্নবাসন প্রকল্প।
২.২. শিক্ষা কর্মসূচি ঃ
২.২.১. গ্রামাউস মডেল একাডেমী (আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচী)
২.২.২. উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রকল্প (NFPE)
২.২.৩. গ্রামাউস শিশু কানন (উপ-আনুষ্ঠানিক শিক্ষা)
২.২.৪. মৌলিক স্বাক্ষরতা উন্নয়ন প্রকল্প
২.৩. কৃষি ও পরিবেশ উন্নয়ন কর্মসূচি ঃ
২.৩.১. সামাজিক বনায়ন ও বৃক্ষরোপন প্রকল্প
২.৩.২. গ্রামাউস সমন্বিত উন্নয়ন উদ্যোগ (GIDI)
৩. মানবাধিকার ও মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি (HRRDP)
৩.১.১. মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ (THRD)
৩.১.২. আদিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প (LDPT)
৩.১.৩. গ্রামাউস ট্রেনিং সেন্টার (GTC)
৩.১.৪. দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (VGD)
গ্রামাউস এর কর্মরত বর্তমান স্টাফদের বিবরণ:-
পদের নাম পুরুষ মহিলা মোট
নির্বাহী পরিচালক ০১ ০ ০১
পরিচালক ০১ ০ ০১
উপ-পরিচালক ০২ ০ ০২
সহকারী পরিচালক ০১ ০ ০১
প্রধান শিক্ষিকা ০ ০১ ০১
আঞ্চলিক ব্যবস্থাপক ০১ ০ ০১
এরিয়া ব্যবস্থাপক ০২ ০ ০২
প্রকল্প সমন্বয়কারী ০২ ০ ০২
সিনিঃ পাবলিকেশন অফিসার ০১ ০ ০১
আই.টি অফিসার ০১ ০ ০১
সিনিয়র হিসাব রক্ষক ০২ ০ ০১
হিসাব রক্ষক ০১ ০ ০১
শাখা ব্যবস্থাপক ১৩ ০ ১৩
নিরীক্ষক ০১ ০ ০১
ট্রেনিং ম্যানেজার ০১ ০ ০১
স্বাস্থ্য সহকারী ০২ ০ ০২
সহঃ হিসাব রক্ষক ০৮ ০ ০৮
এমই অফিসার ১১ ২ ১৩
প্রোগাম অর্গানাইজার ০৯ ৪ ১৩
কম্পিউটার অপারেটর ০ ০১ ০১
শিক্ষা সুপারভাইজার ০২ ০ ০২
ফিল্ড াফিসার ৭৭ ২১ ৯৮
শিক্ষক (আনুষ্ঠানিক) ১৩ ১২ ২৫
শিক্ষক(উপ-আনুষ্ঠানিক)) ০ ৩২০ ৩২০
স্বাস্থ্যকর্মী ০ ১২ ১৩
সাপোর্ট স্টাফ ১৮ ১৯ ৩৭
সর্বমোট ১৭৪ ৩৯২ ৫৬৬
নির্বাহী পরিচালক ঃ মোঃ আব্দুল খালেক পরিচালক ঃ মোঃ ফজলুর রহমান উপপরিচালক (অর্থ ও প্রশাসন) ঃ মোঃ আবুল কালাম আজাদ উপপরিচালক (কার্যক্রম) ঃ মোঃ হাবিবুর রহমান সহকারী পরিচালক ঃ মোঃ জহুরুল হক |
মোঃ আব্দুল খালেক
নির্বাহী পরিচালক,গ্রামাউস, ময়মনসিংহ
মোবাইল ঃ ০১৭১৩-৫০৮২৩৯
মোঃ আব্দুল খালেক
নির্বাহী পরিচালক,গ্রামাউস, ময়মনসিংহ
মোবাইল ঃ 01713-503982
মোঃ জহুরুল হক সহকারী পরিচালক মোবাইল ঃ ০১৭০১-৬৬১৬৩০ |
01778-055535, 091-62993 |
gramausbd@gmail.com |
www.gramausbd.com |
কানিজ মহল, ১০২ ডি.বি রোড, সেহড়া মুন্সিবাড়ি, ময়মনসিংহ। |