বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)

Bangladesh Nari Progati Sangha (BNPS)

১৯৮৬ সালে নারী ও মানবাধিকার আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত কয়েকজন সমাজকর্মী নারী বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) প্রতিষ্ঠা করেন। এটি একটি নারী অধিকারভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা। কাজ করে নারী-পুরুষ উভয়ের মধ্যে, গ্রাম ও শহর উভয় পর্যায়ে।

 

বিএনপিএস মহিলা বিষয়ক পরিদপ্তরে নিবন্ধিত হয় ১৯৮৬ সালে এবং এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত হয় ১৯৮৮ সালে। বিএনপিএস জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর বিশেষ স্ট্যাটাসভুক্ত ১৯৯৯ সাল থেকে।

 

বিএনপিএস-এর ভিশন বা স্বপ্ন হলো : সকল ধরনের বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা, যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না। এই স্বপ্ন বাস্তবায়নে সংস্থাটি যে মিশন বা অভীষ্ট অবলম্বন করে তা হলো : সমাজ রূপান্তরের চালিকাশক্তি ও পরিবর্তনের কারিগর হিসেবে নারীর সম্ভাবনা খুঁজে বের করতে সকল ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করা।

 

তিন দশকেরও বেশি সময় ধরে কর্মরত বিএনপিএস বাংলাদেশের উন্নয়ন খাতে কিছু প্রবণতা স্থাপন করেছে, পরবর্তী সময়ে যা অন্য অনেক সংস্থারই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়। এগুলোর মধ্যে আছে : ১. উন্নয়ন খাতের সাথে নাগরিক সমাজের বৃহত্তর অংশ, প্রগতিশীল রাজনৈতিক শক্তি ও গণআন্দোলনের সংযোগ সাধন; ২. মুক্তিযুদ্ধ ও ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত নারীরা কেবল ঘটনার শিকার নয় বরং ছিলেন সাহসী যোদ্ধা, এই সত্যের বিস্তার ঘটানো; ৩. অধিকারভিত্তিক উন্নয়নকে রাজনৈতিক কাজ (দলীয় রাজনীতি নয়) হিসেবে প্রতিষ্ঠা দেওয়া; ৪. শিক্ষাব্যবস্থাকে নারী-পুরুষ সমতার দৃষ্টিতে বিশ্লেষণ এবং পাঠ্যপুস্তক সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন; ৫. স্থানীয় সরকার এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারে নারীর স্বার্থকে গুরুত্বের সাথে বিবেচনা; ৬. জেন্ডার বাজেটিং তথা জাতীয় বাজেটকে নারী-পুরুষ সমতার দৃষ্টিতে বিশ্লেষণ; ৭. নারীর গার্হস্থ্য ও প্রজনন কর্মভারকে নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায় বিবেচনা করে তা লাঘবে কার্যক্রম পরিচালনা; ৮. পুলিশ সদস্য ও অপরাধ সংবাদের সাথে যুক্ত সাংবাদিকদের জেন্ডার প্রশিক্ষণ প্রদান; ৯. নির্বাচনী ব্যবস্থাকে জেন্ডার সংবেদনশীল করায় নির্বাচন কমিশনের সঙ্গে কাজ, প্রভৃতি।   

 

বিএনপিএস-এর কর্মকাণ্ডের দিকনির্দেশক মূলনীতি তিনটি; এগুলো হলো : বৈষম্যহীনতা, বৈচিত্র্যময়তা ও ধর্মনিরপেক্ষতা। সংস্থার সকল কর্মকাণ্ডে এই মূলনীতিসমূহ অনুসরণ করা হয়। পাশাপাশি প্রত্যাশা করা হয়, সংস্থায় কর্মরত সকল কর্মীও এই মূলনীতিসমূহ ধারণ ও চর্চা করবে এবং তার বিস্তারে ভূমিকা রাখবে।

 

বিএনপিএস-এর প্রধান কর্মসূচি চারটি, যার আওতায় তার যাবতীয় প্রকল্পসমূহ বাস্তবায়িত হয়। এগুলো হলো : ক্ষমতায়ন, শিক্ষা, নীতি সংস্কার ও গণউদ্যোগ।

 

বর্তমানে বিএনপিএস সরাসরি কাজ করছে ঢাকা, চট্টগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায়। অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায়। এর বাইরে নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালি, ভোলা, লক্ষীপুর, যশোর, নড়াইল, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দেশের অন্যান্য এলাকায়।

 

বিএনপিএস বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অনেক নেটওয়ার্ক ও ফোরামের সাথে সক্রিয়ভাবে যুক্ত, যার কোনো-কোনোটি প্রতিষ্ঠায় বিএনপিএস-এর অগ্রণী ভূমিকা ছিল। এগুলোর মধ্যে আছে (জাতীয় পর্যায়ে) এডাব, সামাজিক প্রতিরোধ কমিটি, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, বাংলাদেশ ওমেনস হিউম্যানিটারিয়ান প্ল্যাটফর্ম, সিএইচটি ওমেন অ্যাক্টিভিস্ট ফোরাম; এবং (আঞ্চলিক পর্যায়ে) দক্ষিণ এশীয় দারিদ্র্য বিমোচন জোট (স্যাপি), কমিটি ফর এশিয়ান ওমেন, এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স, ওয়াটার অ্যান্ড ডেমোক্রেসি ফোরাম, ইত্যাদি।  

 

একটি প্রথম শ্রেণির জাতীয় প্রতিষ্ঠানের যেসব নীতিমালা ও ম্যানুয়াল থাকা দরকার, বিএনপিএস-এ তার প্রায় সবগুলোই রয়েছে; যেমন, মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ম্যানুয়াল, অর্থ-বিষয়ক ম্যানুয়াল, জেন্ডার নীতিমালা, শিশু সুরক্ষা নীতিমালা, যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা, প্রভৃতি। বিএনপিএস যৌন হয়রানির ঘটনায় শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করে।

 

বিএনপিএস পরিচালিত হয় কেবল নারীদের নিয়ে গঠিত ৩৫ সদস্যবিশিষ্ট সাধারণ কমিটি ও ৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির মাধ্যমে। কার্যকরী কমিটির বর্তমান সভাপ্রধান শহিদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। বিএনপিএস-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী রোকেয়া কবীর, যিনি সংস্থাটির প্রতিষ্ঠাতাদের একজন। সংস্থার বাস্তবায়ন সংক্রান্ত দৈনন্দিন সিদ্ধান্ত প্রণয়ন করে নির্বাহী পরিচালকের নেতৃত্বে সংস্থার ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কমিটি।

 

সংস্থার কেন্দ্রীয় কার্যালয় ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও মাঠকর্ম পরিচালনার জন্য ঢাকার পূর্ব ও পশ্চিমাঞ্চলে আরো দুটো কার্যালয় রয়েছে; যার একটি ঢাকার সিপাহীবাগে ও অন্যটি রায়েরবাজারে। এর বাইরে সংস্থার নিজস্ব অফিস রয়েছে চট্টগ্রাম, সন্দ্বীপ, পটিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, বারহাট্টা ও মোহনগঞ্জে।

১. কর্ম ও জীবনদক্ষতা উন্নয়ন, ২. জীবনমান উন্নয়ন, ৩. কিশোর-কিশোরীবান্ধব যৌন ও প্রজনন এবং সাধারণ স্বাস্থ্যসেবা এবং ৪. নারীবান্ধব পানি ও পয়ঃনিষ্কাশন সেবা

১. প্রোমোটিং রাইটস থ্রু মোবিলাইজেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট (প্রাইম); দাতাসংস্থা : ব্রেড ফর দা ওয়ার্ল্ড

২. অ্যাডভান্সিং ইকুয়ালিটি অব ওমেন অ্যান্ড মারজিনালাইজড পিপল (আওয়াম); দাতাসংস্থা : মিজারিওর

৩. ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর); দাতাসংস্থা : নেদারল্যান্ডস রাজকীয় দূতাবাস

৪. অ্যাডভান্সিং গার্লস পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন ইন স্কুল স্পোর্টস অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিজ; দাতাসংস্থা : ওমেন্স ওয়ার্ল্ড ডে অব প্রেয়ার

৫. ক্রিয়েটিং স্পেসেস টু টেক অ্যাকশন অন ভায়োলেন্স এগেইনস্ট ওমেন অ্যান্ড গার্লস (সিএস); দাতাসংস্থা : অক্সফাম ইন বাংলাদেশ

৬. রেজিলিয়েন্স থ্রু ইকোনমিক এমপাওয়ারমেন্ট, ক্লাইমেট অ্যাডাপটেশন, লাইভলিহুড অ্যান্ড লিডারশিপ (রি-কল); দাতাসংস্থা : অক্সফাম-জিবি

৭. কাউন্টারিং রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন বাংলাদেশ; দাতাসংস্থা : জাতিসংঘ গণতন্ত্র তহবিল

৮. আওয়ার লাইভস, আওয়ার হেলথ, আওয়ার ফিউচারস : এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড ইয়ং ওমেন ইন চিটাগাং হিল ট্র্যাক্স টু লিভ উইথ ডিগনিটি অ্যান্ড উইদাউট ভায়োলেন্স (ওএলএইচএফ); দাতাসংস্থা : সিমাভি

৯. মেনস্ট্রুয়াল হেলথ ম্যানেজমেন্ট (রিতু); দাতাসংস্থা : সিমাভি

১০. কালেকটিভ ইনশিয়েটিভস টু ইম্প্রুভ মেন্সট্রুয়াল হেলথ সিচুয়েশন ইন বাংলাদেশ বাই এনগেজিং এনজিওস, সিভিল সোসাইটি অ্যান্ড প্রাইভেট সেক্টর (এমএইচ): দাতাসংস্থা : অ্যামপ্লিফাইচেঞ্জ

১১. আপহোল্ডিং রাইটস অব মাইনোরিটিজ বিয়ন্ড বর্ডার্স – সাউথ এশিয়া (ইউআরবিবি); দাতাসংস্থা : ইন্টারন্যাশনাল মুভমেন্ট এগেইনস্ট অল ফর্মস অব ডিসক্রিমিনেশন অ্যান্ড রেসিজম

১২. ফ্রি মুভমেন্ট অব ওমেন : ইম্প্রুভিং অপরচিউনিটিজ ফর ওয়ার্কার্স মোবিলিটি; দাতাসংস্থা : আন্তর্জাতিক শ্রম সংস্থা

মশিউর রহমান, কর্মসূচি কর্মকর্তা, ময়মনসিংহ কার্যালয়

কাজী রবিউল আলম, সমন্বয়কারী, কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা

রোকেয়া কবীর (নির্বাহী পরিচালক), শাহনাজ সুমী (উপপরিচালক), মুজিব মেহদী (উপপরিচালক)

ময়মনসিংহ কার্যালয় : প্রোগ্রাম অফিসার; মোবাইল : ০১৭১৮৮৬০২৪৪

কেন্দ্রীয় কার্যালয় : নির্বাহী পরিচালক; ফোন : ৯১৪৩৪৭৭, ৯১৪২১১০

মুজিব মেহদী (০১৭১২৭৮২২৫৯)

ময়মনসিংহ কার্যালয় : ০১৭১৮৮৬০২৪৪; কেন্দ্রীয় কার্যালয় : ০১৭১১৮৭৭০২৩

bnps@bangla.net.bd

www.bnps.org

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (ময়মনসিংহ কার্যালয়) ১৪৯, কালীবাড়ি রোড (দ্বিতীয় তলা), ময়মনসিংহ ২২০০; (কেন্দ্রীয় কার্যালয়) কল্পনা সুন্দর, ১৩/১৪ বাবর রোড, ব্লক বি, মোহাম্মদপুর হাউজিং এস্টেট, ঢাকা ১২০৭