পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা

আগুনে পুড়া পরশমনি যার মাধ্যমে গ্রাম গ্রাম বাংলার অবহেলিত দরিদ্র জন গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নতির লক্ষে“লাভের জন্য নহে”(ঘড়ঃ ভড়ৎ ঢ়ৎড়ভরঃ) অরাজনৈতিক (ঘড়হ-চড়ষরঃরপধষ)/ বেসরকারী (ঘড়হ-এড়াবসসবহঃ) প্রতিষ্ঠান হিসাবে ২০০০ সাল থেকে যাত্রা শুরু করে, প্রতিষ্ঠানটির কর্মএলাকা ময়মনসিংহ জেলা ব্যাপি।যার লক্ষ্য-অভীষ্ঠ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন।উদ্দেশ্যঃ সেচ্ছাসেবী সংস্থা হিসাবে সরকারী বেসকারী প্রতিষ্ঠানের সাথে সহযোগী সংস্থা হিসাবে কাজ করে যাওয়া। সংস্থার আওতায়ভ’ক্ত জমিবিহীন,বিত্তহীন জনগোষ্ঠকে সংগঠিত করা এবং শৃঙ্খলা ও সুসংহত করা এবং সম্ভাব্য প্রচেষ্টার মাধ্যমে আয় বৃদ্বিমূলক কর্মসংস্থান সৃষ্টি করা এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ। আয় উপার্জনমূখী কর্মকান্ডে এবং আর্থ সামাজিক উন্নয়নে নারীদের অগ্রাধীকার প্রদান করা।এইডস বিষয়ক কার্যক্রম, যক্ষা বিষয়ক কার্যক্রম,যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কার্যক্রম,প্রতিবন্ধী বিষয়ক কার্যক্রম পরিচালনা করা এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্বি করা।শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নের মাধ্যমে নিরক্ষরতা দুরিকরণ ও সচেতনতাবোধ জাগ্রত করা। জমিহীন-বিত্তহীন,বেকার,প্রতিবন্ধী,জনগোষ্ঠীকে আয় বৃদ্বিমূলক কর্মসূচীতে অর্থ সহায়তা প্রদান করা। স্বাস্থ্য রক্ষার জন্য বিশুদ্ব পানি ও জলাবদ্ব পায়খানা ব্যবহার উদ্ভুদ্বকরণ।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম গ্রহন এবং স্বাস্থ্য ও পুষ্টির জন্য শাক সব্জি ব্যবহার ও চাষাবাদে উদ্ভুদ্ব করা। উন্নত জাতের বীজ উৎপাদন ও সংরক্ষণ, নার্সারী স্থাপনের মাধ্যমে পরিবেশ রক্ষা। সংস্থার কার্যক্রমকে সুন্দর, সুষ্ঠু ও গতিশীল করার উদ্দেশ্যে সরকারী বেসরকারী ও স্বেচছাসেবী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে যাওয়া। জনসাধারণকে,দরিদ্র জনগোষ্ঠিকে,মানব সমাজকে উপযোগীতা মুলক, তাদের হিতকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা । সাধারণ মানুষের(অশিক্ষিতও অর্ধশিক্ষিত) মধ্যে পাঠাগার,পাঠকক্ষ প্রতিষ্ঠা করে পাঠাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা। প্রদর্শনশালা,ভ্র্যম্যমাণ জাদুঘরের মাধ্যমে শিল্পকলা,চিত্রকর্ম প্রদর্শন করা, দেশের মধ্যে হারিয়ে যাওয়া লোকগীতিসহ পুঁথি সংগ্রহ করে তা প্রকাশ করা। জনসাধারণের মধ্যে সাহিত্য বিষয়ক কার্যক্রম প্রচার করা।যান্ত্রিক ও বৈঞ্জানিক নকসা সংগ্রহণ ও সংরক্ষণ করে উহার উপকারিতা সম্পর্কে প্রচার চালানো। ধর্ম,বর্ণ,শ্রেনী ও জেন্ডার সমতাভিত্তিক একটি সমাজ গঠন করা।

দারিদ্র দুরীকরণ/মাদকদব্য প্রচার ও প্রচারণা।

দারিদ্র দুরীকরণ/মাদকদব্য প্রচার ও প্রচারণা।

শিউলী আক্তার-নির্বাহী পরিচালক, মোঃ শহিদুল ইসলাম-একাউন্স অফিসার,মোঃ আতিকুর রহমান কমঃঅপারেটর, মোঃ এখলাছ উদ্দিন খাঁন-ব্যবস্থাপক,মোঃ জহিরুল ইসলাম-ব্যবস্থাপক,মোঃ কামরুজ্জামান-সহকারী ব্যবস্থাপক।

মোঃ নূরুল ইসলাম,মোঃ আশরাফুল আলম, মোস্তাক আহমেদ খাঁন,মোঃ মোস্তফা মিয়া,মোঃ তারেকুল ইসলাম,মোছাঃ রমিজা খাতুন, শিউলি আক্তার।

মোবাইল-০১৭১৬০৮১২৭৪-০১৯৪৫৪২৬৪৪৯-০১৭১২৩৫৩৯২৫-০১৭১১১৪৬৬৩৬-

মোঃ শহিদুল ইসলাম
০১৭১৬০৮১২৭৪-০১৯৪৫৪২৬৪৪৯

porashmoni@gmail.com