শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা |
Shanti Mitra Social Welfare Organization (Friends of Peace) |
Peace Through Dialogue and Creativity |
১. পটভূমি: ২০০৭ খ্রিষ্টাব্দে ময়মনসিংহে বিভিন্ন কলেজে পড়ুয়া কিছু যুবক-যুবতী তেইজে ব্রাদারসদের উদ্যোগে এবং মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ (এম সি সি) এর সহযোগিতায় শান্তি মিত্রের কার্যক্রম শুরু করে। প্রথম থেকেই শান্তি মিত্রের লক্ষ্য ছিলো শান্তি স্থাপন ও দ্বন্দ্ব রুপান্তরের জন্য কাজ করা। যুবক-যুবতীরা ময়মনসিংহ শহরে বিশেষ করে বস্তি এলাকাগুলোতে কাজ করার সিদ্ধান্ত নেয়। প্রথমে শহরের তিনটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের সাথে কাজ করতে শুরু করে। শিশুদের সাথে কাজ করার উদ্দেশ্য ছিল যে- শিশুরা কোমলমতি ও সহজে গ্রহণ করে এবং তারা হচ্ছে ভবিষৎ নেতা। যুবক-যুবতীরা শিশুদের সাথে সৃজনশীল পদ্ধতির (নাটিকা, পুতুল নাচ, গান, গল্প, খেলা ইত্যাদী) মাধ্যমে শান্তি ক্লাশ প্রদান করতে শুরু করে। এই শান্তি ক্লাশের মাধ্যমে শিশুদের শান্তি বিষয়ে ধারণা প্রদান এবং কিভাবে দ্বন্দ্বসমূহ অহিংস পদ্ধতিতে সমাধান করা যায় সে বিষয়ে শিক্ষা প্রদান করে। এছাড়া তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ বৃদ্ধিকরণ ছিল শান্তি ক্লাশের অন্যতম উদ্দেশ্য। এই যুবক-যুবতীরা ছিলেন বিভিন্ন ধর্মের ও জাতির; যারা বিভিন্ন ধর্মের ও জাতির মানুষদের মাঝে যে অবিশ্বাস এবং দুরত্ব আছে তা হ্রাস করার লক্ষ্যে কাজ শুরু করে।
২. শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা একটি বেসরকারি ধর্মনিরপেক্ষ, অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। এটি সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত। রেজিস্ট্রেশন নম্বর- ম০১৮৮৬।
৩. শান্তিমিত্র শান্তি স্থাপন এবং দ্বন্দ্ব রূপান্তরের জন্য কাজ করে। শান্তি মিত্র মূলত শিশু, যুবক-যুবতী ও নারীদের সাথে কাজ করে থাকে। এছাড়া বৃহৎ সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দেবার জন্য বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে থাকে।
৪. স্বপ্ন/দর্শন- শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার স্বপ্ন হচ্ছে এমন একটি সমাজ যেখানে প্রত্যেক মানুষের মর্যাদা স্বীকৃত এবং যেখানে সবাই সক্রিয়ভাবে অহিংসনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে।
৫. মিশন: শান্তিমিত্রের লক্ষ্য হলো অহিংস শিক্ষণ ও অনুশীলন, সৃজনশীল ক্রিয়াকলাপ, দ্বন্দ্ব রূপান্তর এবং মানুষের মধ্যে সৌহার্দ্য আনয়নের মাধ্যমে মানবিক ন্যায় ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখা।
|
১. কলেজ-বিশ্ববিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীদের জন্য মাসিক শিক্ষাবৃত্তি
২. মানবাধিকার
৩. প্রশিক্ষণ-কর্মশালা
১. শান্তি শিক্ষা (Peace Education):
শান্তি শিক্ষা মূল্যবোধ অর্জন, জ্ঞান ও মনোভাবের উন্নয়ন, দক্ষতা ও আচরনের ইতিবাচক উন্নয়ন যা নিজের সাথে, অন্যের সাথে এবং স্বাভাবিক পরিবেশের সাথে সৌর্হাদ্যের মাধ্যমে বসবাসের প্রক্রিয়া। শান্তি শিক্ষা প্রকল্প শান্তির বার্তা ছড়িয়ে দিতে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে(বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প প্রাথমিক বিদ্যালয়, চরবীনপাড়া প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আজিজ মুন্সী প্রাথমিক বিদ্যালয়) চতুর্থ ও পঞ্চম শ্রেনীর প্রায় ৩০০ জন শিশুকে মাসিক শান্তি ক্লাশ প্রদান করে থাকে।
২. উইমেন্স পিস বিল্ডিং প্রজেক্ট (ডব্লিউপিবি):
শান্তি স্থাপনে নারী বা উইমেন্স পিস বিল্ডিং প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে নারীদের অবস্থার উন্নয়ন ও শান্তি স্থাপনকারী হিসেবে গড়ে তোলা। এই প্রকল্পে শান্তিমিত্র ময়মনসিংহ সদরের তিনটি কমিউনিটির (কাঠগোলা, রবিদাস পাড়া, এন এন সরকার রোড এবং বাঁশবাড়ি কলোনী) ৭০ জন নারীর সাথে কাজ করছে। এই ৭০ জন নারীকে শান্তি স্থাপন ও দ্বন্দ্ব রুপান্তর, পারিবারিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্নতা এবং জীবন দক্ষতার উপর নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া এই প্রকল্পের আওতায় প্রতিটি কমিউনিটিতে উইমেন্স ক্লাব প্রতিষ্ঠা এবং প্রায়োগিক শান্তি কাজ করা, বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবস উদযাপন এবং শান্তি ও ন্যায্যতা উৎসব আয়োজন করা হয়ে থাকে।
৩. প্রমোটিং এন্ড প্রটেকটিং হিউম্যান রাইটস অব মাইনরিটিস (পিপিএইচআরএম):
শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হরিজন, বিহারী এবং বীন কমিউনিটির মানবাধিকার সুরক্ষায় কাজ করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষা ও অধিকার উন্নয়ন। এই প্রকল্পের মাধ্যমে ৬০ জন কিশোরীকে মাসিক শিক্ষাবৃত্তি, অধিকার, মানবাধিকার, শিশুঅধিকার ও জীবন দক্ষতার উপর মাসিক ৪টি কর্মশালা, সাংবাদিক-এডভোকেট-কমিউনিটির জনগনের সাথে সংলাপের মাধ্যমে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বাল্যবিবাহ রোধসহ আরো বিভিন্ন সমাজ সচেতনতামুলক কাজ করা হয়। এই প্রকল্পটি মূলত প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের কিন্তু বাস্তবায়ন করে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা।
৪. প্রমোটিং ইন্টাররিলেজিয়াস হারমোনি থ্রো ডায়ালগ (পিএইচআইডি):
সংলাপের মাধ্যমে আন্ত:ধর্মীয় সৌর্হাদ্য উত্তরণ প্রকল্প বিভিন্ন ধর্মের যুবক-যুবতীদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি, সৌহার্দ্য আনয়ন এবং বিভিন্ন ধর্মীয় নেতা ও মানুষদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে। এই প্রকল্পের কার্যক্রমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাসিক আন্ত:ধর্মীয় সংলাপ, আন্ত:ধর্মীয় সৌহার্দ্য যাত্রা, আন্ত:ধর্মীয় সৌহার্দ্য ক্যাম্পেইন, আন্ত:ধর্মীয় সঙ্গীত উৎসব ইত্যাদী।
৫. শান্তি প্রকাশনা (Peace Publication):
শান্তি মিত্র শান্তি বিষয়ক বিভিন্ন প্রকাশনা প্রকাশ করে থাকে যা নিম্নরূপ-
১. শান্তির আদর্শ সিরিজ
২. সাদা পায়রা (ছোট কাগজ)
৩. প্রশিক্ষণ মেনোয়াল/মডিউল
৪. শিশুদের জন্য অনুপ্রেরণামুলক গল্পের বইসমূহ
১. সুবর্ণা পলি দ্রং
নির্বাহী পরিচালক
২. মো: হাবিবুল্লাহ
ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার
৩. বন্যা জাম্বিল
প্রোগ্রাম কো-অর্ডিনেটর
৪. মো: আসাদুজ্জামান
পাবলিক রিলেশন এন্ড কালচারাল অফিসার
৫. মো: মেহেদী হাসান
ডায়ালগ এন্ড রিসার্চ অফিসার
৬. রওশনারা বেগম
অফিস সহকারী
অরণ্য চিরান,
সভাপতি
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
মোহাম্মদ সফিকুর রহমান খান
সহ-সভাপতি
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
সুবর্ণা পলি দ্রং
সাধারণ সম্পাদক
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
মো: শাকিল আহমেদ
কোষাধক্ষ্য
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
বিলন রুগা
সদস্য
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
আশিষ ঘোষ অভি
সদস্য
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
খোশনাহার বেগম
সদস্য
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
এরশাদ হোসাইন
সদস্য
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
রফিকুল ইসলাম সাগর
সদস্য
কার্যনির্বাহী পরিষদ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা
সুবর্ণা পলি দ্রং
নির্বাহী পরিচালক
মোবাইল: ০১৭৪৬-০৯৭৬১৮
অথবা,
মো: হাবিবুল্লাহ
ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার
মোবাইল: ০১৭১৮৬২১৫৩২
মো: আসাদুজ্জামান পাবলিক রিলেশন এন্ড কালচারাল অফিসার মোবাইল: ০১৮২৭২৬৬৭৬১ |
০১৭৪৬০৯৭৬১৮ |
|
অয়নিকা বিলি্ডিং, আই/৫, কাঁচিঝুলি খ্রিষ্টান পাড়া, কাঁচিঝুলি, ময়মনসিংহ
|