তৃণমূল উন্নয়ন সংস্থা

Trinamool unnayn sangstah

উন্নয়নে অংশীদার, জিও এনজিও প্রাইভেট সেক্টর 

তৃণমূল উনন্নয়ন সংস্থা। একটি অলাভজনক, অরাজনৈতিক, উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা : ৫ই মে ১৯৯৮

নিবন্ধন : সমাজসেবা অধিদপ্তর –ময়মনসিংহ রেজি: ম-০১২৪৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর –ময়মনসিংহ- রেজি নং ডিএনসি -০০৫২

যুব উন্নয়ন অধিদপ্তর –ময়মনসিংহ- রেজি নং ম -৩২৪ সদর-৪৪৯

সংস্থার লক্ষ্য : তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, দরিদ্র,বিত্তহীন, ভূমিহীন ও অসহায় নারী –পূরুষ, যুবক, কিশোর-কিশোরী ও শিশুর আথ সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দরিদ্র বিমোচন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা।

সংস্থার উদ্দেশ্য :

*মরণঘাতক ব্যাধী এইচআইভি/এইডস ও মাদকাসক্তি প্রতিরোধ কাযক্রম গ্রহণ ও বাস্তবায়ন

* শিশু নির্যাতন, শিশু যৌন  নির্যাতন ও পাচার প্রতিরোধে মাধ্যমে ‍শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা এবং নারী ও কিশোর –কিশোরীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আয়ববধক কর্মসুচীর কমসংস্থান সৃষ্টি করা।

*স্বাস্থ্য সেবার লক্ষ্যে চিকিৎসা সেবা কার্যক্রম গ্রহণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা

*হত দরিদ্রের আয়  কাজসূচীর মাধ্যমে অবস্থার পরিবতন উন্নয়ন করা।

*দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সঞ্চয়ী মনোভাব সৃষ্টি ও আয়বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করা।

* বেকার যুবক-যুবতী বয়স্ক পরিবারের সদস্য এবং দুঃস্থ মহিলাদের কর্মসংস্থান ও পূণর্বাসন কেন্দ্র।

*নার্সারি উন্নয়ন, বৃক্ষরোপন, সামাজিক বনায়ন, বসতবাড়ীর আঙ্গিনায় শাক-সবজি চাষ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক কার্যক্রম গ্রহন। সরকারী উন্নয়ন কার্যক্রম সমূহ সমন্বয়ের মাধ্যমে অবস্থার পরিবর্তন ও উন্নয়ন করা।

* সরকারি উন্নয়ন কার্যক্রম সমূহ সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন ও বিস্তার করা।

*ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের মাধ্যমে ধর্মশিক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা।

*উপানুষ্ঠানিক শিশু, কিশোর-কিশোরী ও বয়স্ক শিক্ষা কার্যক্রম গ্রহণ করা।

 

   

 

শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইত্যাদি

হতদরিদ্র নারী, ও কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও দারিদ্র বিমোচন প্রকল্প, কর্মাজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্প ও পার্টিসিপেটরী অ্যাডভোকেসি রাইটস পকল্প

 

মোঃ আল আজীজ, মোঃ নাসিম,আকাশ, সুকতারা খাতুন, দিলারা বেগম

 

খন্দকার ফারুক আহমেদ, নির্বাহী পরিচালক ও আইনুন্নাহার, উপ- পরিচালক

০১৯৭২-৯৯০১৭৩

মোঃ আল আজীজ

০১৭১২-৯৯০১৭৩

faruque.tus2003@gmail.com

www.trinamool.bd.org

৬০ ডিবি রোড, সেহড়া, ময়মনসিংহ