ভিশন- দারিদ্র্মুক্ত সমাজ প্রতিষ্ঠা।
মিশন- সমাজের দরিদ্র, অনগ্রসর ও প্রান্তিক শ্রেণীর নারী ও পুরুষের আর্থিক ক্ষমতায়ন।
লক্ষ্য- আর্থিক সেবা তথা ঋণ কর্মসূচীর মাধ্যমে দরিদ্র, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসৃজন ও আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জীবনযাত্রার মান উন্নয়ন।
উদ্দেশ্য-লক্ষ্যিত জনগোষ্ঠীর উন্নয়নে নিন্মবর্ণিত কার্যক্রম পরিচালনাঃ-
- আত্ন-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা,
- পারিবারিক আয় বৃদ্ধি ও ক্রয়ক্ষমতা বাড়াতে সহায়তা করা,
- জীবনযাত্রার মান উন্নয়ন করা,
- নারীর ক্ষমতায়ন,
- পরনির্ভরশীলতা হ্রাস করা,
- প্রাকৃতিক দুর্যোগ/আপদ-বিপদের ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা,
- উদ্যোক্ত বিকাশে সহায়তা করা,
- নিজস্ব পুজিঁ বিকাশের সুযোগ সৃষ্টি করা,
- আয়-ক্ষয় হ্রাসে সহায়তা করা (বিশেষ করে স্বাস্থ্য কাতে),
- পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা,
- রাসায়নিক সারের উপরে নির্ভরশীলতা কমিয়ে মাটির উর্বরতা রক্ষার্থে কৃষিতে জৈবসার/কেঁচো সার বৃদ্ধি করা,
- স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটানো,
- দরিদ্র মানুষদের নানাবিধ শারীরিক বৈকাল্যের চিকিৎসা ব্যয় কমিয়ে শরীর চর্চার মাধ্যমে চিকিৎসা করা এবং আমিষ জাতীয় খাদ্যের সরবরাহ বৃদ্ধি, বিদেশ হতে আমদানী হ্রাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণ,
- দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রাপ্তিক কৃষকদের কল্যাণে কাজ করা,
- মানসম্মত উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষার বিকাশ।
আশার কার্যক্রমকে মোট ৩(তিন) ভাগে চিহ্নিত করা যায়ঃ
1.আর্থিক (ফিন্যান্সিয়াল) সেবা কর্মসূচি
2.নন-ফিন্যান্সিয়াল (জন কল্যান ও সমাজ-উন্নয়ন মূলক) কার্যক্রম ও
3.সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে অংশগ্রহন। আশার তিনটি সহযোগী প্রতিষ্ঠান আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি), আশা মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (আশা-ম্যাটস) ও হোপ ফর দ্য পুওরেস্ট (এইচপি) যথাক্রমে উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষার প্রসার এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যানে কাজ করছে। এছাড়া আশা দেশের কৃষির উন্নয়নে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অপারেশন টিম-এ
সুমন আহমেদ (৫৩৯৯৫), ইভিপি (প্রোগ্রাম), মো: আবু হাসনাত চৌধুরী (১৩০৯), ডিরেক্টর (প্রোগ্রাম)
অপারেশন টিম-বি
শাঁওলী ঝর্ণা (৫৩৮১৫), ইভিপি, (প্রোগ্রাম), মুহাম্মদ আবদুস সামাদ (১৩০৮)
অপারেশন টিম-সি
মোহাম্মদ ফজলুল হক (৫৪৩১০), ইভিপি (প্রোগ্রাম), মো: আবদুল মোতালিব(৫৩৭৮৭)
অপারেশন টিম-ডি
সাজ্জাদ হায়দার (৫৩৮১৬), ইভিপি (প্রোগ্রাম), মো: হামিদুল ইসলাম (৩৬৬৬৬), ডিরেক্টর (প্রোগ্রাম)
১।এ.কে.এম. আজাদ (১০৫৯)
সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার,
আশা-ময়মনসিংহ সদর জেলা
মোবাইল-০১৭১৪-০৮৮৫৯৮
২। মো: রেজাউল করিম (২৫৩০)
রিজওনাল ম্যানেজার,
আশা-ময়মনসিংহ সদর অঞ্চল
মোবাইল-০১৭৮৪-৩৬০৮০৫
৩। পিন্টু চন্দ্র পন্ডিত (২৪৫৭৯)
সাপোর্ট ইঞ্জিনিয়ার,
আশা-ময়মনসিংহ সদর জেলা।
মোবাইল-০১৭৩০-৩১৩৬৬৪
৪।মোহাম্মদ মনিরুজ্জামান (৮০৭৯)
সিনিয়র এসি:ব্রাঞ্চ ম্যানেজার,
আশা-ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চ
মোবাইল-০১৭৩৩-৩৭৯৩৭৬
১। পিন্টু চন্দ্র পন্ডিত (২৪৫৭৯)
সাপোর্ট ইঞ্জিনিয়ার,
আশা-ময়মনসিংহ সদর জেলা।
মোবাইল-০১৭৩০-৩১৩৬৬৪
২।মোহাম্মদ মনিরুজ্জামান (৮০৭৯)
সিনিয়র এসি:ব্রাঞ্চ ম্যানেজার,
আশা-ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চ
মোবাইল-০১৭৩৩-৩৭৯৩৭৬