”আশা” এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা

ভিশন- দারিদ্র্মুক্ত সমাজ প্রতিষ্ঠা।

মিশন- সমাজের দরিদ্র, অনগ্রসর ও প্রান্তিক শ্রেণীর নারী ও পুরুষের আর্থিক ক্ষমতায়ন।

লক্ষ্য- আর্থিক সেবা তথা ঋণ কর্মসূচীর মাধ্যমে দরিদ্র, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসৃজন ও আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জীবনযাত্রার মান উন্নয়ন।

উদ্দেশ্য-লক্ষ্যিত জনগোষ্ঠীর উন্নয়নে নিন্মবর্ণিত কার্যক্রম পরিচালনাঃ-

  • আত্ন-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা,
  • পারিবারিক আয় বৃদ্ধি ও ক্রয়ক্ষমতা বাড়াতে সহায়তা করা,
  • জীবনযাত্রার মান উন্নয়ন করা,
  • নারীর ক্ষমতায়ন,
  • পরনির্ভরশীলতা হ্রাস করা,
  • প্রাকৃতিক দুর্যোগ/আপদ-বিপদের ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা,
  • উদ্যোক্ত বিকাশে সহায়তা করা,
  • নিজস্ব পুজিঁ বিকাশের সুযোগ সৃষ্টি করা,
  • আয়-ক্ষয় হ্রাসে সহায়তা করা (বিশেষ করে স্বাস্থ্য কাতে),
  • পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা,
  • রাসায়নিক সারের উপরে নির্ভরশীলতা কমিয়ে মাটির উর্বরতা রক্ষার্থে কৃষিতে জৈবসার/কেঁচো সার বৃদ্ধি করা,
  • স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটানো,
  • দরিদ্র মানুষদের নানাবিধ শারীরিক বৈকাল্যের চিকিৎসা ব্যয় কমিয়ে শরীর চর্চার মাধ্যমে চিকিৎসা করা এবং আমিষ জাতীয় খাদ্যের সরবরাহ বৃদ্ধি, বিদেশ হতে আমদানী হ্রাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণ,
  • দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রাপ্তিক কৃষকদের কল্যাণে কাজ করা,
  • মানসম্মত উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষার বিকাশ।

আশার কার্যক্রমকে মোট ৩(তিন) ভাগে চিহ্নিত করা যায়ঃ

1.আর্থিক (ফিন্যান্সিয়াল) সেবা কর্মসূচি

2.নন-ফিন্যান্সিয়াল (জন কল্যানসমাজ-উন্নয়ন মূলক) কার্যক্রম

3.সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে অংশগ্রহনআশার তিনটি সহযোগী প্রতিষ্ঠান আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি), আশা মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (আশা-ম্যাটস) ও হোপ ফর দ্য পুওরেস্ট (এইচপি) যথাক্রমে উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষার প্রসার এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যানে কাজ করছেএছাড়া আশা দেশের কৃষির উন্নয়নে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে

Exif_JPEG_420

অপারেশন টিম-এ

সুমন আহমেদ (৫৩৯৯৫), ইভিপি (প্রোগ্রাম), মো: আবু হাসনাত চৌধুরী (১৩০৯), ডিরেক্টর (প্রোগ্রাম)

অপারেশন টিম-বি

শাঁওলী ঝর্ণা (৫৩৮১৫), ইভিপি, (প্রোগ্রাম), মুহাম্মদ আবদুস সামাদ (১৩০৮)

 

 

অপারেশন টিম-সি

মোহাম্মদ ফজলুল হক (৫৪৩১০), ইভিপি (প্রোগ্রাম), মো: আবদুল মোতালিব(৫৩৭৮৭)

অপারেশন টিম-ডি

সাজ্জাদ হায়দার (৫৩৮১৬), ইভিপি (প্রোগ্রাম), মো: হামিদুল ইসলাম (৩৬৬৬৬), ডিরেক্টর (প্রোগ্রাম)

 

১।এ.কে.এম. আজাদ (১০৫৯)

সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার,

আশা-ময়মনসিংহ সদর জেলা

মোবাইল-০১৭১৪-০৮৮৫৯৮

২। মো: রেজাউল করিম (২৫৩০)

রিজওনাল ম্যানেজার,

আশা-ময়মনসিংহ সদর অঞ্চল

মোবাইল-০১৭৮৪-৩৬০৮০৫

৩। পিন্টু চন্দ্র পন্ডিত (২৪৫৭৯)

সাপোর্ট ইঞ্জিনিয়ার,

আশা-ময়মনসিংহ সদর জেলা।

মোবাইল-০১৭৩০-৩১৩৬৬৪

৪।মোহাম্মদ মনিরুজ্জামান (৮০৭৯)

সিনিয়র এসি:ব্রাঞ্চ ম্যানেজার,

আশা-ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চ

মোবাইল-০১৭৩৩-৩৭৯৩৭৬

১। পিন্টু চন্দ্র পন্ডিত (২৪৫৭৯)

সাপোর্ট ইঞ্জিনিয়ার,

আশা-ময়মনসিংহ সদর জেলা।

মোবাইল-০১৭৩০-৩১৩৬৬৪

২।মোহাম্মদ মনিরুজ্জামান (৮০৭৯)

সিনিয়র এসি:ব্রাঞ্চ ম্যানেজার,

আশা-ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চ

মোবাইল-০১৭৩৩-৩৭৯৩৭৬

Tab Content