ডেভেলপমেন্ট হুইল (ডিউ)

Development Wheel (DEW)

“ন্যায্য বাণিজ্য, স্থায়িত্বশীল জীবিকায়ন ও মর্যাদাপূর্ণ সমতার সমাজ বিনির্মাণ”

 

·         World Fair Trade Organization-WFTO (Certified Guaranteed Member)

·         WFTO Asia (Ex-Board Secretary and Director)

·         Accredited CSO member of UNCCD (Country Focal Person)

·         UN Environment Programmer-Accredited Member

·         Accredited Observer Member of Green Climate Fund

·         Belt and Road International Forum on Public Cooperation and Ecological Remediation

·         World Alliance for Citizens Participation-CIVICUS

·         International Civil Society Forum for Democracy-ICSFD

·         Asia Solidarity Economy Forum-ASEF (Country Focal Person)

·         Fellow-International Network for Bamboo and Rattan-INBER

·         Climate Action Network South Asia-CANSA

·         Home based Workers in South Asia-HANSA, WFDA

·         Habitat International Coalition-HIC

·         AWED

·         Market Development Forum-MDF

·         We Can Campaign (Board Member)

·         Campaign for Sustainable Rural Livelihoods-CSRL

·         My Rights for Quality Primary Education Campaign

·         ADAB,

·         ECOTA Fair Trade Forum (Board Chair)

·         Banglacraft

·         Dignity Forum

·         Dhaka Development Forum-DDF

·         Coalition for Urban Poor-CUP (Board Member)

·         Habitat Council etc.

 

প্রতিষ্ঠাকালঃ সেপ্টেম্বর ১৯৯৬

প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকঃ জনাব শাহ আব্দুস সালাম।

প্রতিষ্ঠাতা সম্পর্কেঃ জনাব শাহ আব্দুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে ডেভেলপমেন্ট সেক্টরে যুক্ত হন। দীর্ঘ সময় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করার পর দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং উদ্যোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ডেভেলপমেন্ট হুইল (ডিউ) প্রতিষ্ঠা করেন।ডিউ মূলত মানুষের অধিকার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং হস্তশিল্পে নিয়োজিত উৎপাদকদের স্থায়িত্বশীল জীবিকায়ন, নারীর ক্ষমতায়নসহ সম্মান ও মর্যাদার সাথে মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।দারিদ্র্যতা দূরীকরনে ডেভেলপমেন্ট হুইল (ডিউ) দৃঢ়প্রতিজ্ঞ, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং রূপকল্প -২০২১ এর অন্যতম প্রধান লক্ষ্য হলো দারিদ্রমুক্ত দেশ তথা পৃথিবী গড়া। আর এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ডিউ দেশের প্রান্তিক কৃষক, প্রান্তিক হস্তশিল্প উৎপাদক, জনগোষ্ঠীর সর্বাধিক অবহেলিত অংশ নারী সর্বোপরি যুবকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে যা সময়োপযোগী ও যথার্থ বলে যৌক্তিকভাবে আখ্যায়িত করা যায়। ক্ষুদ্র অর্থনৈতিক কর্মকান্ডে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে নারীর অংশগ্রহন বৃদ্ধি করে তাদের সহজাত দক্ষতা দিয়ে ন্যায্য বানিজ্যের দ্বার উন্মোচন করে ডিউ তাদের জীবনমান উন্নয়ন ও স্থায়িত্বশীল  জীবিকায়ন নিশ্চিত করতে  চায়।

 

Registration: NGO Affairs Bureau under the Prime Minister’s Secretariat having registration # 1752 and

Ministry of Social Welfare having registration # DHA-03663.

ভিশন/লক্ষ্যঃ  একটি সমাজ যেখানে সকল মানুষ সমঅধিকার এবং কর্মসংস্থানের সমান সুযোগ ভোগ করবে, জীবন ধারনের জন্য প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের সমান সুযোগ পাবে এবং সমাজে মর্যাদার সাথে বসবাস করবে।

মিশন/উদ্দ্যেশ্যঃ সমাজে দরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ জীবন যাপন নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদ্র অর্থনৈতিক কর্মকান্ডে বিশেষতঃ ক্ষুদ্র ও হস্ত শিল্পে তাদের অংশগ্রহন (বিশেষ করে নারীর অংশগ্রহন) বাড়াতে , ব্যবসা এবং জীবনমূখী দক্ষতা ও উন্নয়ন সেবা নিশ্চিত কতে ডিউ প্রতিজ্ঞাবদ্ধ।

  • ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের কৃষি অধিকার বিষয়ে সচেতন করা।
  • ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের সংগঠিত ও সমবেত করা।
  • কৃষকদের সরকারী অফিসের সাথে লিংকেজ করে দেওয়া যাতে তারা বিভিন্ন তথ্য জানতে পারে এবং সেবা আদায় করতে পারে।
  • কৃষকদের মৃত্তিকা গবেষণা ইন্সস্টিটিউশনের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া যাতে তারা মাটি পরীক্ষা করতে পারে।
  • নারী কৃষকদের বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করা। যেমন- নকশীকাঁথা, ব্লক-বাটিকের কাজ, সেলাই কাজ এবং বিভিন্ন বাঁশের পণ্য তৈরি।
  • কৃষকদেরকে সরকারী- বেসরকারী বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত করে দেওয়া।যেমন- ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি, বাজার কমিটি, বিদ্যালয় পরিচালনা কমিটি ইত্যাদি।
  • একসেস টু ইনফরমেশনের আওতায় কৃষকদের আইসিটি উন্নয়নে সম্পৃক্ত করা যাতে বিভিন্ন এপস এর মাধ্যমে ঘরে বসেই কৃষি সেবা পেতে পারেন।
  • কৃষি বিষয়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান ও কৃষি প্রযুক্তি জ্ঞান শেয়ারিং।
  • বিভিন্ন দিবস উদযাপন।
  • কৃষকের কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরার জন্য স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত লিংকেজ করে দেওয়া ।
  • সমাজের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের জন্য চেঞ্জ মেকার গ্রুপ তৈরি করা।
  • কৃষকদের উঠোন বৈঠকের মাধ্যমে সরকারী ও বেসরকারী সেবাসমূহের বার্তা পৌছে দেওয়া।
  • এক্সচেঞ্জ ভিজিটের মাধ্যমে জ্ঞান শেয়ারিং করা।
  • সমাজে বাল্যবিবাহ, যৌতুক ও পারিবারিক নির্যাতন রোধ ।
  • টেকসই উন্নয়নে সচেতনতা তৈরি
  • স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মানের উপর ভিত্তি করে অংশীদারী বাণিজ্য নিশ্চিত করা।
  • Farmers’ Rights Project (FRP)
  • Digital literacy for Small Farmers
  • Community Mobilization Program to We Can End Violence against Women in Mymensingh
  • Climate Change & Sustainable livelihood
  • Enterprise development and BDS services
  • Promotion of Art & Crafts
  • Environmental Rights

Existing Market Chain in Handicraft Sector in Bangladesh

১। জনাব শাহ আব্দুস সালাম- নির্বাহী পরিচালক

২। জনাব মোঃ আশরাফুল ইসলাম মল্লিক- প্রকল্প সমন্বয়ক, এফআরপি

৩। জনাব প্রদীপ বিশ্বাস- একাউন্ট ও এডমিন অফিসার

৪। জনাব মোঃ আশরাফুল আলম- প্রকল্প কর্মকর্তা, এফআরপি

৫। মোঃ নায়েব আলী- কমিউনিটি মোবিলাইজার, এফআরপি

৬। আল আমিন- কমিউনিটি মোবিলাইজার, এফআরপি

৭। মোঃ ফজলুল হক- অফিস সহকারী

৮। মোছাঃ তাসলিমা আক্তার, অফিস সহকারী

৯। মোছাঃ লাইলী আক্তার, অফিস সহকারী

১০। মোঃ ইলিয়াস উদ্দিন, অফিস সহকারী

১১। মোঃ আব্দুর রাজ্জাক, ড্রাইভার

১। জনাব লুৎফুল কবীর – চেয়ারম্যান

২। জনাব প্রফেসর ড. সৈয়দ শরিফুল ইসলাম – ভাইস চেয়ারম্যান

৩। জনাব শাহ আব্দুস সালাম – নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা

৪। জনাব প্রফেসর ড. আইনুন্নাহার – কোষাধ্যক্ষ

৫। জনাব প্রফেসর ড. সিদ্দিকুর রহমান – সদস্য

৬। জনাব বার্থা গিটি বাড়ৈ  – সদস্য

৭। জনাব সেলিমা আক্তার – সদস্য

২৮৬,ঢোলাদিয়া (সিলভার ক্যাসেলের পার্শ্বে) খাগড়হর, ময়মনসিংহ

মোঃ আশরাফুল ইসলাম মল্লিক

প্রকল্প সমন্বয়ক

কৃষক অধিকার প্রকল্প (এফআরপি)

+৮৮০১৭১৫১২০১৪০

info@dewbd.org

dewsalam@gmail.com

www.dewbd.org

  • ময়মনসিংহ রিজিওনাল অফিসঃ

            ২৮৬,ঢোলাদিয়া,

            খাগড়হর, ময়মনসিংহ

  • হেড অফিসঃ

             ১৩-এ/ ৪-এ (৪র্থ তলা)

            বাবর রোড, ব্লক-বি

           মোহাম্মদপুর, ঢাকা-১২০৭