বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি)

Family Planning Association of Bangladesh

প্রজনন স্বাস্থ্য সেবায় এফপিএবি।

এফপিএবি’র সংক্ষিপ্ত পরিচিতি, প্রকল্প ও কার্যক্রমঃ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি) একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অরজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৫৩ সালে মরহুম ডাক্তার হুমায়রা সাঈদের নেতৃত্বে এ সংগঠনের জন্ম হয়। প্রাথমিক অবস্থায় দুটি উদ্দেশ্যকে সামনে রেখে এ প্রতিষ্ঠান কাজ আরাম্ভ করে। উদ্দেশ্যগুলো নি¤œরুপঃ

প্রথমতঃ মা ও শিশুর স্বাস্থ্য কল্যাণের লক্ষ্যে ও পরিকল্পিত পরিবারের ধারনাকে জনপ্রিয় করা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে আগ্রহী দম্পতিদের প্রয়োজনীয় তথ্য সামগ্রী সরবরাহ করা।

দ্বিতীয়তঃ পরিবার পরিকল্পনাকে জাতীয় কর্মসূচীতে অন্তভর্’ক্ত করার লক্ষ্যে সরকারের নীতি নির্ধারক এবং জনপ্রিয় প্রতিনিধিদের উদ্ধুদ্ধ করা।

এফপিএবি’র একনিষ্ঠ প্রচেষ্টার ফলে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমকে নীতিগতভাবে গ্রহন করে এবং ১৯৫৭-৫৮ সালের বাজেটে প্রতীকি অনুদান বরাদ্দ করে। সরকার ১৯৬০ সালে পরীক্ষামূলক ৩টি জেলায় পরিবার পরিকল্পনা প্রকল্প কার্যক্রম গ্রহন করে। পরবর্তীতে ১৯৬৫ সালে দেশব্যাপী পরিবার পরিকল্পনা কর্মসূচী গৃহীত হয়। বর্তমানে সম্পূরক ও সহায়ক শক্তি হিসেবে বিভিন্ন উদ্ভাবনীমূলক প্রকল্প বাস্তবায়ন করছে এবং বিভিন্ন পদ্ধতি প্রদানের কাজে উল্লেখ্যযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৯০ সালে জাতীয়ভিত্তিক বেসরকারী সংস্থা হিসেবে এফপিএবি কে “রাষ্ট্রীয় জনসংখ্যা পুরস্কার ” প্রদান করা হয়।

ভিশনঃ এফপিএবি স্বপ্ন দেখে এমন একটি বিশ্বের যেখানে প্রতিটি নারী ,পুরুষ ও যুবক-যুবতীর চাহিদামত তথ্য ও সেবা পাওয়ার সুযোগ রয়েছে, যেখানে যৌনতা আমাদের সবার জীবনের একটি স্বাভাবিক ও মূল্যবান বিষয় এবং মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত , একটি বিশ্ব যেখানে সবার পছন্দের প্রতি সম্মান প্রদর্শন করা হয় এবং যেখানে বিভেদ ও বৈষম্যের কোন স্থান নেই।

মিশনঃ এফপিএবি’র লক্ষ্য হচ্ছে সকল মানুষ (বিশেষ করে হতদরিদ্র /চরবাসী,বস্তিবাসী/ মূক-বধির , প্রতিবন্ধি, হিজড়া ,বেদে সম্পদায় ,কামার-কুমার ,যৌনকর্মী ,বহুগামীতা, সমকামী ইত্যাদি। প্রান্তিক জনগোষ্ঠির মাঝে এডভোকেসী ও সেবা কার্যক্রম দ্বারা যৌন স্বাস্থ্য ও প্রজনন অধিকারের স্বপক্ষে প্রচারনার মাধ্যমে সকলের জীবন যাত্রার মান উন্নয়ন করা।
এফপিএবি যুব জনগোষ্ঠির জন্য শারীরিক অসুস্থতা ,অনাকাঙ্খিত গর্ভধারন ,সহিংসতা ও বৈষম্যমুক্ত যৌন জীবন উপভোগের অধিকার সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।

পরিবার পরিকল্পনা সেবা সমূহঃ
ক্রমিক নং সেবার নাম
১ রেজিষ্ট্রেশন ফি
২ পরিবার পরিকল্পনা কাউন্সিলিং

৩ খাবার বড়ি ৩ চক্র
৪ হাসি এক চক্র
৫ জরুরী জন্মনিয়ন্ত্রন পদ্ধতি(নরপিল)
৬ কনডম ৫ ডজন
৭ ইনজেকশন ডিপো(নতুন) (কাউন্সিলিং+ রেজিষ্ট্রেশন)
৮ ইনজেকশন ডিপো
৯ ইমপ্লানন খোলা মেয়াদপূর্ণ
প্রজনন স্বাস্থ্য
১০ স্থায়ী পদ্ধতি (এনএসভি ও টিউবেক্টমী)
১১ প্রজনন স্বাস্থ্য সেবা (রেজিষ্ট্রেশন সহ)
১২ সাধারন স্বাস্থ্য সেবা( প্রথম দেখানো)
১৩ গর্ভবতী চেকআপ ১ম বার
১৪ গর্ভবতী চেকআপ ২য় বার
১৫ প্রসবোত্তর সেবা
১৬ এম, আর সেবা
১৭ শিশু স্বাস্থ্য সেবা
১৮ ভায়া পরীক্ষা (রেজিষ্ট্রেশন সহ)
১৯ মুসলমানী (ঔষধ সহ)
২০ কান ফুড়ানো
২১ নেবুলাইজার ঔষধ সহ চিকিৎসা সেবা
প্যাথলজী পরীক্ষা
২২ হিমোগেøাবিন পরীক্ষা
২৩ রক্তের গ্রæপ
২৪ এইচবিএস পরীক্ষা
২৫ বøাড সুগার পরীক্ষা

আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা

ক্রমিক নং সেবার নাম
২৬ আল্ট্রাসনোগ্রাম(প্রেগনেন্সী প্রোফাইল)
২৭ আল্ট্রাসনোগ্রাম(লয়ার এবডোমেন)
২৮ আল্ট্রাসনোগ্রাম(হোল এবডোমেন)
২৯ ইপিআই(টিটি+শিশু) টিকা +রেজিষ্ট্রেশন ফি
ভ্যাকসিন
ক্রমিক নং সেবার নাম
৩০ রেজিষ্টেশন ফি
৩১ হেপা- এ(ছোটদের)
৩২ হেপা-এ(বড়দের)
৩৩ হেপা- বি
৩৪ ফিজিওথেরাপি রেজিষ্ট্রেশন সহ
সান্ধকালীন
ক্রমিক নং সেবার নাম
৩৫ মেডিসিন ডাক্তার ফি

ক্রমিক নং সেবার নাম
৩৬ এ্যাম্বুলেন্স সেবা ২৪ ঘন্টা

১.পরিবার পরিকল্পনা কার্যক্রম
২. পরিবার উন্নয়ন কেন্দ্র
৩.২১টি জেলায় “সুবিধাবঞ্চিত নারী ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান”
৪.যুব প্রকল্প

১.মিত্রা সরকার(জেলা কর্মকর্তা)
২. মুর্শিদা বেগম(সহকারী জেলা কর্মকর্তা)
৩. বাবন সরকার(কো-অর্ডিনেটর প্রোগ্রাম)
৪.মাসুদ রানা( কো-অর্ডিনেটর অর্থ)

মিত্রা সরকার(জেলা কর্মকর্তা)

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি)
ময়মনসিংহ শাখা
৪৪,সি,কে ঘোষ রোড
লাভনী ভিলা, ময়মনসিংহ
মিন্টু কলেজের পশ্চিম পাশে এবং রেল লাইনের দক্ষিন পাশে মসজিদ সংলগø