পূর্বাশা উন্নয়ন সংস্থা (পউস)
Purbasha Unnayan Songstha (PUS) |
ক) প্রতিষ্ঠা কালঃ ১০ সেপ্টেম্বর ২০০৮ (খ্রিঃ)
খ) প্রতিষ্ঠাতার নামঃ আব্দুল মোতালিব
গ) প্রতিষ্ঠাতার পরিচিতিঃ আব্দুল মোতালিব সাহেব ১৯৭০ সালে ১০ই নভেম্বর তারিখে নেত্রকোনা জেলার সদর উপজেলা ল²ীগঞ্জ ইউনিয়ন সানকিউড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন এবং তার পিতা নাম মৃত কিতাব আলী, মাতা নাম- মৃত রহিমা খাতুন। তিনি নেত্রকোনা সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন। প্রথম জীবনে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে চাকুরি করেছেন। পরবর্তী সময়ে উনার নিজ উদ্যোগে অক্লান্ত পরিশ্রম, মেধা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে পূর্বাশা উন্নয়ন সংস্থা (পউস) সেবামূলক প্রতিষ্ঠানটি নিজ হাতে গড়েছেন। তিনি সমাজের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান অদ্যাবধি রেখে যাচ্ছেন। অত্র প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধনকৃত যাহার নিবন্ধন নং-ম-১৮১৬, বর্তমানে ময়মনসিংহ জেলার সদর ও ত্রিশাল উপজেলার ইউনিয়ন ও গ্রাম অঞ্চলের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুনামের সহিত গ্রামীণ জনগোষ্ঠীকে সেবাদান করে যাচ্ছেন।
ঘ) মিশনঃ গ্রামীণ ও শহরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত শিশু, পশ্চাৎগত অবহেলিত নারী ও পুরুষদেরকে নাগরিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে পূর্বাশা উন্নয়ন সংস্থার লক্ষ্য।
ঙ) ভিশনঃ
ক্স শিক্ষার মানদন্ডকে আরও গতিশীল করার লক্ষে অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা। বিশেষায়িত শিশুকে শিক্ষার ক্ষেত্রে অগ্রধিকার ও শিক্ষার ব্যবস্থা করা।
ক্স কৃষকের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। গর্ভবতী ও শিশু পুষ্টির ব্যবস্থা করা।
ক্স অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
ক্স আধুনিক প্রযুক্তির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
ক্স কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
ক্স আয়বর্ধক ক্ষুদ্র প্রকল্প সৃষ্টি করা ও সাহায্য করা।
ক্স সামাজিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা।
ক্স বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদকে না বলা এবং সমাজ থেকে দূর করা।
ক্স ক্ষুদ্র উদ্যোক্ততাকে আর্থিক সহযোগিতা করা।
ক্স যুবক ও যুব মহিলাদের জন্য আর্ত্ম-কমসংস্থানমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
চ) সংস্থার উপকারভোগৗঃ
ক্স সংস্থার কার্যক্রমের নির্দিষ্ট এলাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠী।
ক্স দুঃস্থ অসহায় নারী ও পুরুষ।
ক্স সুবিধাবঞ্চিত নারী ও পুরুষ।
ক্স বিশেষায়িত শিশু ও হিজড়া জনগোষ্ঠী।
ক্স প্রান্তিক চাষী।
ক্স ক্ষুদ্র ব্যবসায়ী।
ছ) সংস্থাটি দেশীও সরকারি/বেসরকারি অনুদানে পরিচালিত হয়। সংস্থার কার্যকরী পরিষদ ও সদস্যাদের চাঁদার মাধ্যমে ব্যয় বহন করা হয়।
জ) সরকারি নির্ধারিত বিভিন্ন দিবস উদযাপিত করা হয়। সরকারি বিভিন্ন কার্যক্রমের সাথে সরাসরি কাজ করে থাকে।
ঝ) সংস্থাটি প্রতি বছর নিরীক্ষা প্রতিবেদন কমিটির সাধারণ পরিষদ ও কার্যকরী পরিষদদের নিকট উপস্থাপন করা।
ক) স্বাস্থ্যসেবা।
খ) আর্থিক অনুদান।
গ) প্রাক প্রাথমিক শিক্ষা।
ঘ) স্যানিটেশন।
ঙ) মৎস্য চাষ।
চ) প্রশিক্ষণ।
ছ) আয়বর্ধক প্রকল্প।
জ) বৃক্ষরোপন।
ঝ) বাল্য বিবাহ, মাদক।
ঞ) খাদ্য নিরাপত্তা।
ট) বৃত্তি প্রদান।
ক) প্রাথমিক স্বাস্থ্যসেবা।
খ) প্রাক প্রাথমিক শিক্ষা।
গ) স্যানিটেশন।
ঘ) প্রশিক্ষণ।
ঙ) বাল্য বিবাহ, মাদক।
চ) বৃক্ষরোপন।
ছ) আয়বর্ধক প্রকল্প।
ক) ম্যানেজার
মোমিন মিয়া
খ) সুপারভাইজার
মোঃ জসিম উদ্দিন
গ) ডাক্তার
জাকিয়া সুলতানা (বিনু)
ঘ) মাঠকর্মী
১. মোঃ সাইফুল ইসলাম
২. মোঃ মাইনউদ্দিন
৩. মিলি আক্তার
৪. খালেদা আক্তার
৫. রোকসানা কবীর
১. নির্বাহী পরিচালক
নামঃ আব্দুল মোতালিব
মোবাইলঃ ০১৭১০-৬০০৩৮৯
২. উপ-পরিচালক
নামঃ মোঃ ইমরান হাসান
মোবাইলঃ ০১৭১৭-০৯৪১৪২
৩. পরিচালক পরিচালক (ঐজউ)
নামঃ মোছাঃ রাফিয়া জাহান
মোবাইলঃ ০১৯২৫-২০৭২৬৫
৪. পরিচালক (প্রশাসন)
নামঃ মোঃ আক্তারুজ্জামান
মোবাইলঃ ০১৭৭২-৩৬৮২৭০
৫. পরিচালক (প্রকল্প)
নামঃ হিজড়া লিপি চৌধুরী
মোবাইলঃ ০১৭৬৮-২৮১৫৭৯
৬. পরিচালক (অর্থ/হিসাব)
নামঃ আবুল কালাম আজাদ
মোবাইলঃ ০১৭৫৪-৯০৮৮০০
মোঃ আব্দুল মোতালিব, নির্বাহী পরিচালক, পউস
মোবাইলঃ ০১৭১০-৬০০৩৮৯
মোঃ মাহবুব আলম রাসেল
মোবাইলঃ ০১৭১৯-৩৫৬৭১৫
০১৭১০-৬০০৩৮৯
purbashaus.2010@gmail.com
প্রযোজ্য নহে
পূর্বাশা উন্নয়ন সংস্থা (পউস)
দিঘারকান্দা, কবরস্থান রোড, উপজেলাঃ সদর,
জেলাঃ ময়মনসিংহ