রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)

RURAL DEVELOPMENT SANGSTHA (RDS)

Committed to sustainable socio-economic development.

১৯৯৩ সালের ১ অক্টোবর শেরপুর জেলা শহরের গৃর্দ্দানারায়নপুর রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর জন্মলগ্ন সূচিত হয় এবং ১০ অক্টোবর প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে। বর্তমান নির্বাহী পরিচালক মোঃ নূরু উদ্দিন এর ঐকান্তিক প্রচেষ্ঠা ও সমমনা কিছু উদ্যোগী সমাজ কর্মীর আন্তরিক সহযোগিতায় আরডিএস এর শুভযাত্রা শুরু হয়। শুরুত্ আরডিএস ঋণ কর্মসূচি নিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে “আশা” আরডিএস কে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ফলে পুর্নোদ্দমে আরডিএস কাজ শুরু করে এবং কঠোর শ্রম, ত্যাগ ও আত্মসুদ্ধির মাধ্যমে আরডিএস একটি সুশৃঙ্খল অবস্থায় চলে আসে। ২০১০ সাল হতে বাংলাদেশের ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলির বৃহত্তর সহযোগী সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সকল আর্থিক ও কারিগরি সহযোগিতার বদৌলতে আরডিএস এর কার্যক্রমের পরিধি ও গন্ডি বিস্তৃত হতে থাকে। ক্ষুদ্রঋণ কার্যক্রম ছাড়াও আরডিএস ১৯৯৭ সাল থেকে পর্যায়ক্রমে ব্র্যাক, প্রশিকা, এনজিও ফোরাম, কেয়ার বাংলাদেশ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, সেভ দ্য চিলড্রেন অষ্ট্রেলিয়া, Bউরোপিয়ান কমিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলঅদেশ ব্যাংক, ডেভেলপমেন্ট হুBল, ট্রেডক্রাফট একচেঞ্জ, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও Bডিকল এর সাথে অংশিদারিত্বমূলক উন্নয়ন কর্মকান্ড সফল বাস্তবায়নের সুযোগ লাভ করে। বর্তমানে সংস্থাটি ১১টি জেলার ৩০টি উপজেলায় ৩৬৬৬৫ জন উপকারভোগীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। বর্তমানে এর কর্মকর্তা ও কর্মচারী সংখ্যা ২৮২ জন।  

ক্ষুদ্রঋণ,

কৃষিখাত,

শিক্ষা,

স্বাস্থ্য,

স্যানিটেশন।

১। ক্ষুদ্রঋণ,

২। সমৃদ্ধি,

৩। ক্ষমতায়ন,

৪। ভিজিডি,

৫। প্রবীন কর্মসূচি,

৬। সৌর বিদ্যুৎ,

৭। উন্নত চুলা।

৮। রেইজ।

১। মোঃ নূরু উদ্দিন, নির্বাহী পরিচালক।

২। মোহাম্মদ শামীম আজাদ-ঋণ সমন্বয়কারী

৩। রতন কুমার সাহা- প্রশাসনিক কর্মকর্তা

৪। পল্লব কর্মকার- ফাইন্যান্স ম্যানেজার

৫। গৌতম চক্রবর্তী- প্রোগ্রাম কো-অর্ডিনেটর

Sl.

Name

Sex

Designation

1

Ad. AKM Mosaddeq Ferdousi

Male

Chairman

2

Lutfunnahar

Female

Vice-Chairman

3

Md. Nour uddin

Male

General Secretary

4

Mr. Malay Mahon Ball

Male

Treasurer

5

Prodip Kumar Dey

Male

Member

6

Sahadat Hossain Bokul

Male

Member

7

Tarun Chawkraborty

Male

Member

8

Niru Samsunnahar

Female

Member

9

Ad. Nur-e-Alom Hira

Male

Member

রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)

দিঘারকান্দা, ঢাকা বাইপাস মোড়, (তিতাস গ্যাস অফিসের পেছনে) ময়মনসিংহ

ফোনঃ ০১৭১৭৭৮৩৮৯০, ০১৭০৯৯১৫১৫৮

ইমেইলঃ shofiqulislam0090@gmail.com

রতন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা, আরডিএস।

মোবাঃ নম্বরঃ ০১৭৬২৬৮৮৭০২

ফোনঃ ০৯৩১৬২৪০৪, মোবাঃ নম্বরঃ ০১৭৬২৬৮৮৭০০-০৫

rdssher@gmail.com

www.rds-bd.org

প্রধান কার্যালয়

রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)

৪৯, গৃর্দ্দানারায়নপুর, শেরপুর টা্উন, শেরপুর-২১০০।

আঞ্চলিক অফিসঃ

রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)

আকুয়া দরবার শরীফ রোড, ময়মনসিংহ।

ফোনঃ ০১৭১৭৭৮৩৮৯০, ০১৭৬২৬৮৮৭১৬-১৯

Opps!! You didn't enter any table data or CSV file