সোনালী সমাজ ফাউন্ডেশন
Sonali Samaj Foundation
দারিদ্র দুরীকণ(ভিক্ষাবৃত্তি,গৃহহীনদের পূনর্বাসন)
সোনালী সমাজ একটি অ-রাজনৈতিক এবং অ-লাভজনক সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে সমগ্র বাংলাদেশে।সংগঠনের ভিশন: ধর্ম,বর্ণ,শ্রেনী ও জেন্ডার সমতাভিত্তিক একটি সমাজ গঠন করা।সংগঠনের মিশন/লক্ষ্য: সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সক্ষমতা বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যাতে তারা সামাজিক পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতসহ সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারে।দরিদ্র মানুষের মধ্যে যে কোন জনহিতকর বা দাতব্য কার্যক্রম পরিচালনা করা।স্কুল,কলেজ ও বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করে সাহিত্য,কলা ও বিঞ্জান শিক্ষার কার্যক্রম গ্রহণ। অবহেলিত দারিদ্রপীড়িত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ, অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানবগোষ্ঠীকে উন্নত পদ্দতিতে শিক্ষামুলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্বির উদ্দেশ্যে প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়া,জনসাধারণকে,দরিদ্র জনগোষ্ঠিকে,মানব সমাজকে উপযোগীতা মুলক,তাদের হিতকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে তাদেরকে সঞ্চয়ীমনোবাপন্ন হওয়ার জন্য উৎসাহিত করা। সাধারণ মানুষের (অশিক্ষিত ও অর্ধশিক্ষিত)মধ্যে পাঠাগার,পাঠকক্ষ প্রতিষ্ঠা করে পাঠাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা। দুস্প্রাপ্য,পুরাতন পান্ডলিপি দেশের মধ্যে হারিয়ে যাওয়া লোকগীতিসহ পুঁথি সংগ্রহ করে তা প্রকাশ করা, প্রদর্শনশালা,ভ্র্যম্যমাণ জাদুঘরের মাধ্যমে শিল্পকলা,চিত্রকর্ম প্রদর্শন করা, জনসাধারণের মধ্যে সাহিত্য বিষয়ক কার্যক্রম প্রচার করা। যান্ত্রিক ও বৈঞ্জানিক নকসা সংগ্রহণ ও সংরক্ষণ করে উহার উপকারিতা সম্পর্কে প্রচার চালানো। চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান স্থপন করে চিত্রাঙ্কন প্রতিযোগীতার ব্যবস্থা গ্রহণ করা,প্রতœতাত্তি¡ক ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে প্রচার বা শিক্ষামুলক গবেষনা কার্যক্রম গ্রহন।ইসলামিক শিক্ষার মান উৎকর্ষ সাধনের নিমিত্তে মসজিদ,মাদ্রাসা প্রতিষ্ঠা করে গরিব আলেম ও ওলামাদের মধ্যে বিনামূল্যে বই সরবরাহ করা। সুন্দর একটি সমাজ গঠন করা।
দারিদ্র দুরীকরণ/ বিনামূল্যে বই সরবরাহ করা।
দারিদ্র দুরীকরণ
মোঃ শহিদুল ইসলাম-সাধারণ সম্পাদক, মোঃ তৌফিক আহমেদ-ব্যবস্থাপক,মোছাঃ নূরুন্নাহার বেগম -সহকারী ব্যবস্থাপক,মোঃ শরিফ আহমেদ।
মোঃ আব্দুল গনি, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শহিদুল ইসলাম, সেলিম রেজা, মোঃ জুবাইর খান, মোছাঃ সালমা আক্তার, মোঃ নিজাম উদ্দিন, মোসাঃ বকুল বেগম।
মোবাইল-০১৭৪৫৩৫২২৬৩-০১৬২২১২৪১০১-০১৭৫৯৯৮০০১২
মোঃ তৌফিক আহামেদ
০১৭৪৫৩৫২২৬৩-০১৬২২১২৪১০১-০১৭৫৯৯৮০০১২
গ্রাম-গোহালাকান্দা, শ্যামগঞ্জ বাজার-ডাকঘর-শ্যামগঞ্জ, উপজেলা-পূর্বধলা,জেলা-নেত্রকোনা।
Sonalisomajfoundation@gmail.com