Shuktara Kallyan Sangstha (SKS)

শুকতারা কল্যাণ সংস্থা

শুকতারা কল্যাণ সংস্থা ময়মনসিংহ যৌনপল্লীর যৌনকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত একটি স্ব-উদ্যোগী দল। ২০০১ সালে সংস্থাটির কার্যক্রম শুরু হয় এবং ২০০৪ সালে সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন লাভ করে। যার নিবন্ধন নং- ম০১৪৩১, তারিখ- ০২/০৬/০৪ ইং। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক উন্নয়নমূলক সংগঠন। সংস্থাটি যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও এইচআইভি/এইডস প্রতিরোধের লক্ষ্যে কাজ করছে। বর্তমানে প্রায় ৩৫০ জনের অধিক যৌনকর্মী এখানে বসবাস করছে।

ভিশন

“আমরা এমনি একটি সুশীল সমাজ দেখতে চাই যেখানে থাকবে না কোন শ্রেনী বৈষম্য, বিদ্যমান থাকবে সকলের সমান অংশগ্রহন, ন্যায়বিচার এবং নিরাপত্তা ও মর্যাদাপূন জীবন যাপনের সমান সুযোগ”।

মিশন

সাংগঠনিক দক্ষতার মাধ্যমে যৌনকর্মীদের অধিকার নিশ্চিত করা, যেন তারা সমাজের অন্য সাধারন মানুষের মতো বৈষম্যহীন ও অপবাদমুক্ত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে পারে এবং নির্যাতন প্রতিরোধে কার্যকরী ভুমিকা রাখতে পারে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

 বঞ্চিত জনগোষ্টীদের মধ্যে মানবিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের ম্যাধমে সামাজিক প্রতিষ্ঠা লাভ করা
 সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক স¤প্রীতি, সহযোগিতা ও অংশগ্রহনমূলক কর্মকান্ডের মনোভাব সৃষ্টি ও আত্ববিশ্বাস তৈরী করা।
 যৌনকর্মীদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করা।
 এইচ আই ভি/এইডস ও মানবাধিকার বিষয়ক কর্মসূচী গ্রহন ও সদস্যদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।
 এইচ আই ভি/এইডস প্রতিরোধে নিরাপদ যৌনচারনের জন্য কনডম প্রমোশন করা।
 সংস্থার সদস্যদের আপদকালীন সহযোগিতা প্রদান ।
 সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরী করা ।
 অ-প্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌনপেশায় আগমন রোধ করা ।
 সদস্যদের কারিগরী প্রশিক্ষন প্রদান এবং বিকল্প কর্মসংস্থানে নিয়োজিত করা ।
 সরকারি ও বেসরকারি সেবা পাওয়া নিশ্চিত করা।

সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ বৃদ্ধি করে সদস্যদের সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা নিশ্চিত করা এবং স্বল্প ও বিনা মূল্যে চিকিৎসা এবং কনডম সেবা নিশ্চিত করা।

বর্তমানে কোন প্রকল্প চলমান নেই

বর্তমানে সংস্থায় কোন প্রকল্প না থাকায় কর্মকর্তা ও কর্মচারি রাখা সম্ভব হচ্ছে না।

কার্য নির্বাহী পরিষদ
 মোসাঃ লাভলী হোসেন (সভাপতি)
 আনোয়ারা বেগম (সহ-সভাপতি)
 রুমানা আক্তার রুমা (সাধারন সম্পাদক)
 বেবী (যুগ্ন সম্পাদক)
 মনোয়ারা ( কোষাধ্যক্ষ)
 সাহিদা (সাংগঠনিক সম্পাদক)
 ফাতেমা আক্তার মিতু (দপ্তর সম্পাদক)
 জেসমিন (প্রচার সম্পাদক)
 আঁখি (কার্যনির্বাহী সদস্য)
 সুমিতা (কার্য নির্বাহী সদস্য)
 বিথী (কার্যনির্বাহী সদস্য)

মোসাঃ লাভলী হোসেন (সভাপতি)
০১৭১০৬৮৯১৬৬ (সভাপতি)

Sks_my@yahoo.com

৭৩/১ এবি গুহ রোড, শিববাড়ি, ময়মনসিংহ