এডাব (এ্যসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজন্সিস ইন বাংলাদেশ) |
ADAB (Association of Development Agencies in Bangladesh) |
|
নেটওয়ার্কিং ও সমন্বয় |
এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। মূলত অল্পসংখ্যক বিদেশি সংস্থার উদ্যোগে সীমিত পরিষরে যাত্রা শুরু করলেও স্বল্প সময়ের ব্যবধানে এডাব উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত বেসরকারী সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এডাব সরকার, দাতা সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যমসহ অন্যান্য উন্নয়ন অংশিদারদের সাথে সমন্বয় কার্যক্রম অত্যন্ত দৃঢ়তা ও সাফল্যের সাথে সম্পাদন করে আসছে। পাশাপাশি এনজিওদের কাজের সহায়ক পরিবেশ তৈরী এবং সদস্য সংস্থাসমূহের দক্ষতা উন্নয়নেও বিশেষ ভূমিকা পালন করছে। সদস্য সংস্থাসমূহের বিভিন্ন সমস্যাবলি নিয়ে সরকারের সংশিস্নষ্ট বিভাগের সাথে আলোচনা করার পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যানমুখি কার্যক্রমকে সদস্য সংস্থার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়া এডাবের অন্যতম কাজ। এছাড়া সংস্থাটি এনজিওদের স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি এবং কৌশলগত সহায়তা প্রদানের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। সুদীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে ‘এডাব’ দূর্যোগ মোকাবেলা, দারিদ্র্য বিমোচন, সরকারি সেবায় জনগণের অভিগম্যতা বৃদ্ধি ও কৃষি উন্নয়নসহ নানা বিষয়ে সরকারও অন্যান্য অংশিজনদের অর্থবহ সহায়তা দিয়ে আসছে।
মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে আস্থাশীল একটি প্রতিষ্ঠান হিসেবে এডাব বরাবরই গণতন্ত্র ও সুশাসনের বিকাশে সক্রিয় ভূমিকা পালন করে এসেছে। সর্বোপরি, এনজিওদের স্বার্থ সুরক্ষা এবং এই সেক্টরটিকে দারিদ্র্য বিমোচন ও দরিদ্রদের ক্ষমতায়নের উপযোগী গতিশীল একটি খাত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এডাব-এর ভূমিকা দেশ-বিদেশে ব্যাপকভাবে স্বীকৃত ও প্রশংসিত।
লক্ষ্য: একটি ন্যায় ভিত্তিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মান যা হবে পরিবেশগত ভাবে নির্মল এবং দারিদ্র, নারী-পুরুষসহ সকল প্রকার বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্ত।
উদ্দেশ্য: একটি টেকসই ও শক্তিশালী এনজিও সেক্টর প্রতিষ্ঠায় সহায়তা করা যা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও নারী-পুরুষ সমতা ভিত্তিক সমাজ বির্নিমানে কার্যকর ভূমিকা রাখবে।
আইনগত অবস্থা: এডাব ১৭ নভেম্বর ১৯৮১ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধনভূক্ত হয়, যার নিবন্ধন নম্বর ১১৩। এছাড়া এডাব ‘‘দ্যা রেজিষ্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিস্ এন্ড ফার্মস্’’ এর নিবন্ধন ভূক্ত। নিবন্ধন নম্বর এস-১১৭১৪, তারিখ ২১ জুলাই ২০১৩ ইং।
বিভিন্ন কমিটিতে ‘এডাব’-এর অন্তর্ভূক্তি: সমন্বয়কারী সংস্থা হিসেবে এডাব-এর ভূমিকা স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে সম্পৃক্ত বিভিন্ন গুরম্নত্বপূর্ণ কমিটি ও ফোরামে এডাব এনজিও’দের প্রতিনিধিত্ব করছে। বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে এডাব-এর অংশগ্রহন রয়েছে এমন কয়েকটি উল্লেখযোগ্য কমিটি ও ফোরাম:
জাতীয় পলস্নী উন্নয়ন কাউন্সিল উপদেষ্টা কাউন্সিল ‘একটি বাড়ী একটি খামার’ জাতীয় কৃষি কারিগরি সমন্বয় কমিটি উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড কারিগরী কমিটি-বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এনজিও সমন্বয় কমিটি পার্বত্য চট্টগ্রাম এনজিও কার্যক্রম তত্ত্বাবধান ও মূল্যায়ন কমিটি ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রনয়ণ গ্রুপ ফরেন ডোনেশন এ্যাক্ট কন্সালটেশন গ্রুপ লোকাল কন্সালটেটিভ গ্রুপ (এলসিজি) গভর্নেন্স ওয়ার্কিং গ্রুপ (জিডব্লিউজি) |
এনজিও কার্যক্রমের সমন্বয়: বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের কার্যক্রম, সরকার ও বিভিন্ন দাতা সংস্থার সাথে কার্যকর যোগাযোগ ও সমন্বয়সাধনই এডাব-এর প্রাথমিক কাজ। বর্তমানে সরকার, দাতা সংস্থা, সুশীল সমাজ ও বিভিন্ন সেক্টোরাল নেটওয়ার্কের সাথে খাতভিত্তিক সমন্বয়সাধন ও সম্পর্ক জোরদার করার পাশাপাশি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে আমত্ম:এনজিও সমন্বয় সাধনের লক্ষ্যে বিভিন্ন ইস্যুতে গোলটেবিল আলোচনা, সংলাপ, মতবিনিময় সভা ও সেমিনার কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এ্যাডভোকেসি ও ক্যাম্পেইন: বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এডাব, এনজিওসমূহের স্বার্থ সংশিস্নষ্ট বিভিন্ন ইস্যুতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে এনজিওদের সহায়ক পরিবেশ তৈরীতে ভূমিকা রাখছে। একই সাথে এডাব তার সদস্য সংস্থাসমূহের মাধ্যমে সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন জনকল্যানমূলক পদক্ষেপ ও নীতিমালা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সরকার কর্তৃক গৃহিত ‘প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’, জাতীয় শুদ্ধাচার কৌশল, মাদকের ভয়াবহতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, এসডিজি বাস্তবায়নে এনজিও’দের ভূমিকা ইত্যাদি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সূশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করে থাকে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরম্নদ্ধে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন জেলায় মতবিনিময় সভাও করা হয়ে থাকে।
অধিকার বিষয়ে প্রচারণা: জাতি ধর্ম নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় সচেতন এবং সোচ্চার থাকা এডাবের মূল কাজের একটি অন্যতম অংশ। এডাব-এর সকল কাজেই এ বিষয়টি অবধারিতভাবে বিবেচিত হয়। এবিষয়ক বিভিন্ন আত্মর্জাতিক সনদকে ধারন ও সমুন্নত রেখে এডাব সকল কার্যক্রম বাসত্মবায়ন করে থাকে। তারই ধারাবাহিকতায় এডাব দেশের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সম-নাগরিকত্ব বিষয়ক সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজন করে থাকে এবং দেশে-বিদেশে নারীর প্রতি সহিংসতা ও মানবাধিকার লংঘনের বিষয়ে তাৎক্ষনিক সাড়া দিয়ে থাকে।
সদস্য সংগঠনের দক্ষতা উন্নয়ন: সূচনালগ্ন থেকে এডাব সদস্য সংস্থসমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারীগরি ও কৌশলগত সহায়তা প্রদান করে আসছে। বর্তমানে ‘‘নারী-পুরুষ সমতার ধারনাগত স্বচ্ছতা ও নারী নেতৃত্ব উন্নয়ন’’, ‘‘প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট’’ এবং ‘‘আর্থিক ব্যবস্থাপনা’’ বিষয়ের উপর সদস্য সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপশি সাম্প্রতিক সময়ের চাহিদা বিবেচনা করে প্রকল্প প্রসত্মাবনা তৈরী ও ইলেকট্রনিক কমিউনিকেশন বিষয়েও প্রশিক্ষণ উদ্যোগ নেয়া হচ্ছে।
উপরোক্ত কর্মসূচির পাশাপাশি এডাব, বিভিন্ন জাতীয় ও আমত্মর্জাতিক গুরম্নত্বপূর্ণ দিবসসমূহ যথাযথ মর্যাদায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে পালন করে থাকে। যার মধ্যে; মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, আমত্মর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমত্মর্জাতিক নারী দিবস উলেস্নখযোগ্য। নারীর প্রতি সহিংসতা রোধে জেলা ও উপজেলা পর্যায়ে ১৫ দিন ব্যাপী ‘‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’’ পালন করা হয়ে থাকে। এছাড়াও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা ও গঠনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এডাব তার সাংগঠনিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে থাকে। |
স্ট্রেনদেনিং দ্যা রোল অফ এনজিওস এন্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশন ফর পিপল সেন্ট্রার্ড এন্ড সাস্টেইনএবল ডেভেলপমেন্ট, কন্টিইশন।
পদ | নাম | মোবাইল নম্বর |
পরিচালক | একেএম জসীম উদ্দিন | ০১৭১২-১৭১৪৩৬ |
কর্মসূচি পরিচালক | কাউসার আলম কনক | ০১৭১২-৮৮৭৭১৫ |
যোগাযোগ কর্মকর্তা | তুষার শিকদার | ০১৬৭৮-০২২৭২২ |
অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা | জুয়েল হোসেন | ০১৬২০-২৮৯৩১৬ |
পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা | সমাপিকা হালদার | ০১৭১৩-০৬৫০২৬ |
বিভাগীয় সমন্বয়কারী (ঢাকা) | মো: নূরুল আমিন | ০১৭১৬-৪৫১৬৮০ |
বিভাগীয় সমন্বয়কারী (বরিশাল) | কে.এম. জাহাঙ্গীর আলম | ০১৭১১-৪৪২০৩২ |
বিভাগীয় সমন্বয়কারী (চট্টগ্রাম) | এস.এম. আনিছুর রহমান | ০১৭১৮-২৩৬০১২ |
বিভাগীয় সমন্বয়কারী (খুলনা) | মো: রেজাউল করিম | ০১৭১৬-৯০৫১৯১ |
বিভাগীয় সমন্বয়কারী (রাজশাহী) | কে.এম. ওবায়দুর রহমান | ০১৭১৯-৮৪৭০০৬ |
বিভাগীয় সমন্বয়কারী (রংপুর) | বঙ্কিম চন্দ্র রায় | ০১৭১৭-৪৪২১৪৭ |
বিভাগীয় সমন্বয়কারী (সিলেট) | বাবুল আখতার | ০১৮১৯-৪৫১৬৯৩ |
পদ | নাম | সংস্থা |
চেয়ারপারসন | জনাব জয়ন্ত অধিকারী | নির্বাহী পরিচালক, সিসিডিবি |
ভাইস-চেয়ারপারসন | জনাব রফিকুল আলম | নির্বাহী পরিচালক, দ্বীপ উন্নয়ন সংস্থা |
ট্রেজারার | ড. লায়লা আরজুমান্দ বানু | প্রধান নির্বাহী, আইপিডি |
সদস্য | জনাব জেসমিন সুলতানা পারু | প্রধান নির্বাহী, ইলমা |
সদস্য | জনাব কেএমএকে আজাদ | নির্বাহী পরিচালক, এওয়ার্ড |
সদস্য | লায়ন মো: আব্দুর রশিদ | নির্বাহী পরিচালক, আসপাডা |
সদস্য | জনাব লোকমান হাকিম | নির্বাহী পরিচালক, পেইজ ডেভ. সেন্টার |
সদস্য | জনাব এম আব্দুস সালাম | নির্বাহী প্রধান, গণ উন্নয়ন কেন্দ্র |
সদস্য | জনাব এম মাহবুবুল আশরাফ | নির্বাহী পরিচালক, আশরাফ ফাউন্ডেশন |
সদস্য | জনাব মাহবুবা বেগম | নির্বাহী পরিচালক, বাউশি |
সদস্য | জনাব মাজেদা শওকত আলী | নির্বাহী পরিচালক, নড়িয়া উন্নয়ন সমিতি |
সদস্য | জনাব মো: আকবর হোসেন | নির্বাহী পরিচালক, রংপুর প্রতিবন্ধি ফাউন্ডেশন |
সদস্য | জনাব হাছিনুল ইসলাম চুন্নু | নির্বাহী পরিচালক, সচেতন |
সদস্য | জনাব মো: নাছির উদ্দিন | নির্বাহী পরিচালক, গ্রামীন বিকাশ ফাউন্ডেশন |
সদস্য | জনাব মো: রবিউল ইসলাম | নির্বাহী পরিচালক, দিশা |
সদস্য | জনাব রহিমা সুলতানা কাজল | নির্বাহী পরিচালক, আভাস |
সদস্য | জনাব সুরেশ চন্দ্র হালদার | নির্বাহী পরিচালক, আভা |
সদস্য-সচিব | জনাব একেএম জসীম উদ্দিন | পরিচালক, এডাব |
ফোনঃ +৮৮-০২-৯১২৬৩৫৮, ৯১০৩৩৩৫
খন্দকার ফারুক আহম্মদ সভাপতি, এডাব ময়মনসিংহ জেলা। মোব: ০১৭১২-৯৯০১৭৩ মোঃ নুরুল আমিন বিভাগীয় সমন্বয়কারী, এডাব। মোব: ০১৭১৬-৪৫১৬৮০ |
|
এডাব ময়মনসিংহ ৬১ ডি বি রোড, উথারা মঞ্জিল, শেহড়া, ময়মনসিংহ।
হেড অফিসঃ বাড়ী-১/ই (২য় তলা), উত্তর আদাবর, আদাবর, ঢাকা-১২০৭।
|