Madaripur Legal Aid Association |
মামলা নয়, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করুন |
আইন সহায়তা ও মানবাধিকার |
‘সকল নাগরিক আইনের চোখে সমান এবং সকলেই সমান ভাবে এ অধিকার ভোগ করার অধিকারী’। সাংবিধানিক এ নিশ্চয়তা থাকার পরও আমাদের দেশের সিংহভাগ মানুষ সচেতনতার অভাবে এ অধিকার এর সুযোগ পাচ্ছে না। এসব অধিকার বঞ্চিত বৃহত্তর জনগোষ্ঠীকে আইনী অধিকার প্রাপ্তির সুযোগের আওতায় আনা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সকল নাগরিকের সুবিচার নিশ্চিত করা। এই উপলব্ধিই থেকেই প্রতিষ্ঠা হয় আইন ও মানবাধিকার প্রতিষ্ঠান মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন। জন্ম ১৯৭৮ সালের ২৩ মার্চ। শুরুতে নিজেদের অর্থ দ্বারাই এর কার্যক্রম চলতে থাকে । ১৯৮১ সালে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন নেওয়া হয়।
ভিশন : আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ভিত্তিক সমাজ।
মিশন : লিংগ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার প্রাপ্তির পথ সুগম করা।
প্রধান উদ্দেশ্য : অসহায় মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে সুবিচার
প্রাপ্তির পথ নিশ্চিত করা।
আইন সহায়তা দান : অসহায় দরিদ্র মানুষ, বিশেষ করে নারী ও শিশু যারা সহায়-সম্বল এর অভাবে আইনী অধিকার পাওয়ার সুযোগ পাচ্ছে না তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কোর্টের মামলা পরিচালনায় সহায়তা করা এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
সালিস ব্যবস্থা : কোর্টে মামলা দায়েরের মাধ্যমে গরীব মানুষের পক্ষে সুবিচার পাওয়া দূরুহ বিধায় সংস্থা স্থানীয় ভাবে বিরোধ নিস্পত্তি, বিশেষ করে সালিসীর মাধ্যমে বিরোধ নিস্পত্তির প্রতি গুরুত্ব দিয়েছে। অসহায় দরিদ্র মানুষ, বিশেষ করে নারীদের বিভিন্ন বিরোধ সালিসীর মাধ্যমে মীমাংসা করায় সহায়তা করা।
গ্রাম আদালত ও সালিশী পরিষদ : মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এবং গ্রাম আদালত আইন ২০০৬ এর আওতায় বিভিন্ন বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করার ইউনিয়ন পরিষদকে সার্বিক সহায়তা করা।
আইন ও অধিকার সচেতনতা এবং প্রশিক্ষণ : নারী পুরুষ নির্বিশেষে সম মর্যাদা ও সম অধিকারের কথা বিবেচনায় নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ, যৌতুকসহ প্রয়োজনীয় নিত্যনৈমিত্তিক আইন ও অধিকার সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।
- বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প
- সুবিচার প্রাপ্তির সুযোগ সৃষ্ঠি ও মানবাধিকার প্রকল্প
- প্রমোটিং পিস এন্ড জাস্টিস প্রকল্প
- ইমপ্রূভিং দি রিয়াল সিচুয়েশন অফ ওভারক্রাউডিং ইন প্রিজন ইন বাংলাদেশ প্রকল্প
একশন টু প্রটেক্ট রাইটস অফ ওমেন এন্ড গার্লস
মোঃ সেলিম মিয়া, মোঃ আব্দুল জলিল
এডভোকেট ফজলুল হক, সম্পাদক
মোঃ সেলিম মিয়া, জেলা সমন্বয়কারী, ময়মনসিংহ
মোঃ সেলিম মিয়া, জেলা সমন্বয়কারী, ময়মনসিংহ |
০১৭১৯-৬৪৭০৬৫ |
salimmiah1962@gmail.com |
https://mlaabd.org/ (Head office, Madaripur) Mymensingh District office : Nil. |
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন ময়মনসিংহ জেলা কার্যালয় ময়নারমোড় জ্যাসমীন ভবন (দ্বিতীয় তলা) ৪৮/০২/০১ কেওয়াটখালী পাওয়ার হাউজ রোড (বেলী মডেল স্কুলের উত্তর পার্শ্বে), ময়মনসিংহ। |