সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান)

Social Unity for Nursing (SUN)

“স্বপ্ন দেখি কাজ করি, সুন্দর জীবন ও দেশ গড়ি”

প্রতিষ্ঠাকাল : 2006 সাল

প্রতিষ্ঠাতা সম্পর্কে : এনজিওর প্রতিষ্ঠাতা জনাব এইচ.এম খায়রুল বাসার 30 জন উদ্যেমী তরুণকে ((বন্ধু) ও সমাজকর্মী, শিক্ষাবিদ ও দানকারীদের একত্রিত করে একটি অরাজনৈতিক, অলাভজনক, ধর্মনিরপেক্ষ এবং স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা হিসেবে গড়ে তোলেন। স্থানীয় সম্পদ বিশেষত জনশক্তি ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণের উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসেবা, সচেতনমূলক কার্যক্রমসহ সাংস্কৃতিক কার্যর্ক্রমের উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়েই প্রতিষ্ঠা করা হয়েছিলো। জনাব এইচ. এম খায়রুল বাসার একজন ইতিবাচক মানুষ। যার ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় পনের বছর যাবত প্রতিষ্ঠানটি  শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্যসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষ বিশেষত মহিলা, শিশু, কিশোর, পথশিশু, প্রতিবন্ধী মানুষের উন্নয়ন, এবং মাদকাসক্তদের আর্থ-সামাজিক বিকাশের জন্য কাজ করে আসছে। এখন তিনি গৌরীপুর থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য এবং সংস্থার চেয়ারম্যান।

মিশন : দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি, পরিবেশগত সমস্যাগুলির উপর দক্ষতা বিকাশের প্রশিক্ষণের মাধ্যমে এবং টেকসই উন্নয়নের জন্য তৃণমূল স্তরের দুস্থ নারী, শিশু, পথশিশু, যুবক, কৈশোর ও মাদকাসক্তদের জন্য আয়বর্ধিত কার্যক্রম পরিচলনা করা।

ভিশন : গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য, মাদকাসক্তদের পুনর্বাসনের মাধ্যমে প্রতিরোধ, নারী ও শিশু অধিকার, মানবাধিকার, এইচআইভি/ এইডস প্রতিরোধ, এ্যাসিড সন্ত্রাস নির্মূল করা, সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলা।

সরকার ও অন্যান্য মাধ্যমের সাথে আলোচনা ও সহযোগিতায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সান বিশেষ ভূমিকা পালন করে। সান’র প্রধান সেবাসমূহ হলো-

  • গণনাটক, যাত্রা উৎসব, কেচ্ছা, বাউল গানসহ লোকজ সংস্কৃতি ও সাংস্কৃতিক কার্যক্রম।
  • গ্রাম পাঠাগার আন্দোলন, গ্রাম সমবায় আন্দোলন ও গ্রাম পর্যায়ে আইসিটি ক্লাব।
  • দরিদ্র্যদের মাঝে বিনামূল্যে আইনগত সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান।
  • বাল্যবিয়েমুক্ত সমাজ গঠন, মাদক, দুর্নীতি নির্মূলের লক্ষ্যে কার্যক্রম।
  • উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ও শ্রমজীবীদের শিক্ষাসেবা।
  • শিশু ও নারী নির্যাতনরোধ, যৌতুক, ইভটিজিং বিরোধী ও মানবাধিকার কার্যক্রম।
  • এ্যাডভোকেসি ও ক্যাম্পেইন।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন।

  • সান আইসিটি ক্লাব
  • উপ-আনুষ্ঠানিক শিক্ষা
  • নারী উন্নয়ন (সেলাই শিখানো ও বুটিকস)
  • বৃক্ষরোপন কার্যক্রম
  • সান আইনগত সহায়তা কেন্দ্র
  • বাল্যবিয়ে নিরোধ
  • মাদকবিরোধী সচেতনমূলক সভা
  • গ্রাম পাঠাগার আন্দোলন
  • গ্রাম সমবায় আন্দোলন

লোকজ সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি।

1. ইসমতা আরা রানো

2. সাইফুল ইসলাম

3. উম্মে সালমা উর্মী

4. রূপা সরকার

5. সুমি আক্তার

নির্বাহী পরিচালক- ওবায়দুর রহমান

অর্থ পরিচালক- ইলোরা শারমিন ইলা

সাংস্কৃতিক ও সচেতনতা বিষয়ক পরিচালক- আবুল ফজল মোঃ আজাদ

প্রকল্প পরিচালক- মোহাইমিনুল ইসলাম কংকন

সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান)

হাতেম আলী সড়ক, কালীখলা

গৌরীপুর, ময়মনসিংহ।

ওবায়দুর রহমান

01911808222, 01791929353

Sunbd.org@gmail.com

www.sunbd.org

হেড অফিস : সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান)

                 হাতেম আলী সড়ক, কালীখলা

                 গৌরীপুর, ময়মনসিংহ।

প্রকল্প অফিস : শিমুলতলী মোড়, চরহোসেনপুর

                  ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

                 : রহমান ভিলা (5ম তলা)

                   পাটগুদাম, ময়মনসিংহ-2200।

                  : গিধাঊষা, পাছার বাজার, সহনাটি

                    গৌরীপুর, ময়মনসিংহ।