প্রথম পাতা
সেবা সমূহ
প্রকল্প সমূহ
কর্মকর্তাবৃন্দ
তথ্য
ফটোগ্যালারী
অর্গানোগ্রাম
পরিচালকবৃন্দ
যোগাযোগ
তথ্য প্রদানকারী কর্মকর্তা
The Glencoe Foundation |
“ক্লাবফুট কোন অভিশাপ নয়, সঠিক সময়ে ও সহজ পদ্ধতিতে অপারেশন ছাড়াই ক্লাবফুট শিশুরা সম্পূর্ণ সুস্থ হয়” |
হেলথ এন্ড হাইজিন |
দি গ্ল্যাংকো ফাউন্ডশেন একটি আন্তর্জাতিক অষ্ট্রেলিয়ান সংস্থা (রেজিঃ নং ২৬০৫ এনজিও বিষয়ক ব্যুরো)। কলিন ম্যাকফারলেন, একজন অষ্ট্রেলিয়ান ব্যবসায়ী এ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তার নিজস্ব অর্থায়নে এটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় সংস্থাটির চলমান প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
দি গ্ল্যাংকো ফাউন্ডশেন একটি আন্তর্জাতিক অষ্ট্রেলিয়ান সংস্থা কর্তৃক “ওয়াক ফর লাইফ” প্রকল্পের মাধ্যমে – বাংলাদেশে ক্লাবফুট (মুগুর পা) তথা বাঁকানো পায়ের পাতা নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রকল্পের আওতায় ৩ বছরের নীচের শিশুদের পনসেটি পদ্ধতিতে স্বল্পমূল্যে চিকিৎসা দিয়ে থাকে যেখানে বড় ধরনের কোন অপারেশনের প্রয়োজন হয় না।
সংস্থাটি ২০০২ সালে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটার চিকিৎসা কার্যক্রম (অপারেশন ক্লেফট) এর মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে।
২০০৯ সাল হতে সংস্থাটি ওয়াক ফর লাইফ প্রকল্পের (বিনামূল্যে ক্লাবফুট (মুগুর পা) বা পায়ের পাতা বাঁকার চিকিৎসা) কার্যক্রম চালু করে। বতমানে প্রকল্পটি সমগ্র দেশব্যাপী ২৯টি জেলায় ৩৩টি ক্লিনিক এর মাধ্যমে এ সেবা দিয়ে যাচ্ছে।
ওয়াক ফর লাইফ (Walk for Life)
ক্লাবফুট (মুগুর পা) বা জন্মগত পায়ের পাতা বাঁকা শিশুদের জন্য স্বল্পমূল্যে অত্যাধুনিক চিকিৎসাসেবা। দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য বিশেষ সুব্যবস্থা।
ওয়াক ফর লাইফ (Walk for Life)
বাংলাদেশে ক্লাবফুট (মুগুর পা) নিয়ে জন্মানো সকল শিশুদের যথাযথ সুযোগ-সুবিধা এবং অভিভাবক ও স্বজনদের তথ্যদানের মাধ্যমে শিশুর ৩ বছর বয়স পেরোনোর আগেই চিকিৎসা নিশ্চিত করা।
চিকিৎসক, অর্থোপেডিক সার্জন, নার্স ও মেডিকেল এসিস্ট্যান্টদের পনসেটি পদ্ধতিতে মুগুর পা চিকিৎসা করানোর প্রশিক্ষণ প্রদান।
এ ছাড়াও প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসহকারী, ধাত্রী ও জনগনের মধ্যে ক্লাবফুট (মুগুর পা) চিকিৎসার গুরুত্ব ও পরিণতি সর্ম্পকে সচেতনতা গড়ে তোলা।
ক্লাবফুট (মুগুর পা) বা পায়ের পাতা বাঁকা নবজাতক শিশুদের জন্মগত প্রতিবন্ধীত্বের মধ্যে অন্যতম। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৪০০০-৫০০০ শিশু ক্লাবফুট (মুগুর পা) নিয়ে জন্মায়, যার সঠিক সময়ে চিকিৎসা না করালে সারা জীবনব্যাপী প্রতিবন্ধীত্বের সৃষ্টি করে। কিন্তু পনসেটি মেথডের মাধম্যে এসব রোগীদের সহজ, সুলভ ও স্থায়ী চিকিৎসা সম্ভব। আর সেই লক্ষেই আত্মপীড়িত এসব ক্লাবফুট (মুগুর পা) নিয়ে জন্ম নেয়া শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দি গ্লেনকো ফাউন্ডেশনের সম্মিলিত প্রয়াসে হাতে নেয়া হয়েছে ওয়াক ফর লাইফ প্রকল্প।
প্রকল্পটি ২০০৯ সালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়। পরবতীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সমগ্র দেশব্যাপী সরকারী – বেসরকারী এবং এনজিও হাসপাতালে ৩৩ টি ক্লিনিক স্থাপন করে। ২০১২ সালে প্রকল্পটি সরকারের অপারেশন প্ল্যান এ অন্তভুক্ত হয়। এ র্কাযক্রমের দ্বারা ৩১ মে ২০২০ পর্যন্ত সমগ্র দেশব্যাপী ২৬৩২৪ জন ক্লাবফুট (মুগুর পা) শিশুর ৩৯৫৬৩ টি পায়ের পাতা চিকিৎসার আওতাভুক্ত করা হয়েছে ।
বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে সমগ্র বাংলাদেশে বেসরকারী ও এনজিও হাসপাতালে ৩৩ টি ক্লিনিকে স্বল্পমূল্যে সেবা দেয়া হচ্ছে। ওয়াক ফর লাইফ এর পনসেটি ক্লিনিক গুলোর মাধ্যমে এমন একটি নেটওয়ার্ক তৈরী করা হয়েছে যেন কোন শিশুকে চিকিৎসা নেওয়ার জন্য ৬০ কি.মি. এর বেশী দূরত্ব অতিক্রম করতে না হয়। ক্লাবফুট (মুগুর পা) – এর চিকিৎসার পাশাপাশি এ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ওয়াক ফর লাইফ ময়মনসিংহ জেলার উপজেলা সমূহে বিভিন্ন সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত করে।
এছাড়াও কমিউনিটির ডাক্তার, নার্স, অর্থোপেডিক সার্জন ও মেডিকেল এ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুরো কমিউনিটিকে সম্পৃক্ত করা হয়, যেন ক্লাবফুট (মুগুর পা) – এর চিকিৎসা ওই কমিউনিটিতে টেকসই হিসেবে থাকে।
মোঃ ইমরান আহমেদ, ফিজিওথেরাপিস্ট ও পনসেটি প্র্যাক্টিশনার
১. মোঃ শরিফুল ইসলাম খান, কান্ট্রি ডিরেক্টর
২. মোহাম্মদ মামুন হোসেন চৌধুরী, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর
৩. হীরু ক্লেমেন্ট গমেজ, ডিরেক্টর – ফিন্যান্স
প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল গেট, চরপাড়া, ময়মনসিংহ।
মোবাইল নাম্বারঃ ০১৮৪৭-০৬৭৭৪১, ০১৭১৫-০৬৬৪৮৮
মোঃ মঈনুদ্দীন খালেদ চৌধুরী, ম্যানেজার – কমিউনিকেশনস |
০১৮৪৭-০৬৭৭৪১ |
glencoeinfo@gmail.com |
www.walkforlife.org.au |
বাড়ী নং – ১১৪, ফ্ল্যাট – ১/বি, ব্লক – সি, রোড নং – ১৫, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ |