বুরো বাংলাদেশ
BURO Bangladesh
আমাদের দেশের নাম বাংলাদেশ।
বুরো বাংলাদেশ দুই ধরনের পদ্ধতি অবলম্বন করে সেবা প্রদান করে যথাঃ
(১) গ্রুপ/কেন্দ্র ভিত্তিক সেবা প্রদান প্রদ্ধতি
(২) ব্যক্তি কেন্দ্রিক/ভিত্তিক সেবা প্রদান প্রদ্ধতি
১. প্রান্তিক কৃষক সহায়তা ২.ওয়াটার ক্রেডিট ৩.দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ৪. ডিজিটাল ফাইনান্সিয়াল সার্ভিসেস ৫.বিজনেজ এন্ড ফাইনান্সিয়াল লিটারেসী |
জাকির হোসেন- প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এম মোশাররফ হোসেন – পরিচালক,অর্থ মোঃ সিরাজুল ইসলাম-পরিচালক,বিশেষ কর্মসূচী প্রানেশ চন্দ্র বণিক-পরিচালক,ঝুকি ব্যবস্থাপনা ফারমিনা হোসেন-অতিরিক্ত পরিচালক, অপারেশনস |
জাকির হোসেন । বিশিষ্ট সমাজ কর্মী । প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বুরো বাংলাদেশ। ১৯৫৫ সালে ২রা জুলাই টাংগাইল শহরের আমঘাট রোডে, পৈত্রিক নিবাসে তার জন্ম। তার পিতা ছিলেন মোঃ চান মিয়া। তিনি ছিলেন ব্যবসায়ী। ছিলেন স্বশিক্ষিত, সংস্কৃত মনস্ক ও উদার দৃষ্টি ভঙ্গির মানুষ। মাতা রাবেয়া খাতুন ছিলেন গৃহিনী। ১৯৭৬ সালে তার মাতা এবং ১৯৮৭ সালে তার পিতা ইন্তেকাল করেন।
জাকির হোসেন, ১৯৯০ সালে বুরো বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। শুরুতে বুরো বাংলাদেশের শাখা অফিস ছিল ৫টি। ১৯৯০ সালে এর জন্ম লগ্ন থেকেই বুরো এ দেশের দরিদ্র মানুষের টেকসই উন্নয়নের লক্ষ্যে চাহিদা মাফিক সামাজিক ও আর্থিক সেবা প্রদান করে চলেছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিকল্পিতভাবে সকল কর্মকান্ড বাস্তবায়ন এবং এর নিবেদিতপ্রাণ কর্মীবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় বুরো বাংলাদেশ ইতোমধ্যে লক্ষ্যণীয় সাফল্য অর্জনের পাশাপাশি নিজে একটি আর্থিক ভাবে স্বনির্ভর এবং টেকসই প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। বর্তমানে বুরো মাইক্রোফিন্যান্স শিল্পে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে এবং স্বীকৃত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
লক্ষ্য ঃ বাংলাদেশের গণমানুষের সার্বিক উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সূখী সমৃদ্ধ স্বাবলম্বী সমাজ গড়ে তোলা।
উদ্দেশ্য ঃ “অতিদরিদ্র, দরিদ্র ও মধ্যস্বত্ব গ্রহকদের জন্য স্বাধীন, টেকসই, কার্যকর ও সাশ্রয়ী ক্ষদ্র অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে তাদেরকে ন্যায় সংঘত মূল্যে বহুমুখী, কার্যকর এবং গ্রাহক চাহিদামুখী গুনগত মান সম্পন্ন আর্থিক এবং সামগ্রীক সামাজিক ও ব্যবসায়ীক উন্নয়ন সেবা প্রদান করা”
জাকির হোসেন তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরুপ শিপ্লাচার্য জয়নুল আবেদীন পুরস্কার-২০০৩, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চবিদ্যালয়ের ১২৫ বছরপুর্তি সম্মাননা-২০০৫, কারক সম্মাননা-২০০৬ ও নজরুল পদক-২০১৭ অন্যতম । Life Time Achievement Award, Lions Clubs Int: Dist:315 A2 BD.
জাকির হোসেনের ক্যারিশম্যাটিক নেতৃত্বে ‘বুরো বাংলাদেশ’ উন্নয়নের নতুন দিগন্ত সৃষ্টি করেছে। এরই স্বীকৃতিস্বরুপ ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট পাবলিশড রিপোর্ট এন্ড অ্যাকাউন্টস পুরস্কার’ লাভ। এতে ২০০৪,২০০৬,২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত ধারাবাহিকভাবে ICAB (Institute of Chertered Accountants of Bangladesh) পুরস্কারে ভুষিত। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস থেকে ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত ৩ বার আন্তর্জাতিক পুরস্কার অর্জন। শুধু তাই নয়, জাকির হোসেনের যোগ্য নেতৃত্বে ‘ বুরো বাংলাদেশ’ ওয়ার্ল্ড ব্যাংকের CGAP থেকে ২০০৫ এবং ২০০৬ সালে Tansparancy Award লাভ করে। তাছাড়া, Mix Composite Ranking এ সারা বিশ্বের ১০০টি MFI –এর মধ্যে ২০০৯ সালে বুরো বাংলাদেশের অবস্থান ছিল ৬ নম্বরে। যা প্রতিষ্ঠানের জন্য অনেক বড় একটি স্বীকৃতি।
সমন্বয়কারী
অফিসার
সহকারী অফিসার
এলাকা ব্যবস্থাপক
ব্যবস্থাপক
হিসাবরক্ষক
উর্ধ্বতন কর্মসূচী সংগঠক
কর্মসূচী সংগঠক
সহকারী কর্মসূচী সংগঠক
জাকির হোসেন- প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক
এম মোশাররফ হোসেন – পরিচালক,অর্থ
মোঃ সিরাজুল ইসলাম-পরিচালক,বিশেষ কর্মসূচী
প্রানেশ চন্দ্র বণিক-পরিচালক,ঝুকি ব্যবস্থাপনা
ফারমিনা হোসেন-অতিরিক্ত পরিচালক, অপারেশনস
বুরো বাংলাদেশ, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়, তালতলা মোড়, খাগডহর, ময়মনসিংহ। মোবাইল – ০১৭৩৩ ২২০৫১৩ |
মোঃ আরিচ হোসেন
০১৭৩৩ ২২০৫১৩
z_mymensingh@burobd.org
বুরো বাংলাদেশ, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়, তালতলা মোড়, খাগডহর, ময়মনসিংহ।