(ক) এনজিও সম্পর্কে ঃ– সামাজিক অনুসন্ধানে মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষকে সামনে রেখে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এবং তাদেরকে সমাজের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে অ-লাভজনক অ-রাজনৈতিক সমাজ ও মানবকল্যাণমূলক সে”ছাসেবী সংস্থা  হিসেবে ১৯৯৭ সালে সেবা ফাউন্ডেশন নামক সংগঠনটি এলাকার সম্মনা ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। সেবা ফাউন্ডেশনটি ১৯৯৭ইং সনে ৭ই জুলাই ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নিজ বানাইল গ্রামে প্রতিষ্ঠা লাভের পর ১৯৯৯ খ্রিষ্টাব্দে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত। ২০০০ খ্রিষ্টাব্দে যুব উন্নয়ন অধিদপ্তর এবং ২০১৪ খ্রিষ্টাব্দে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে সেবা দান কারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি লাভ করে। প্রতিষ্ঠকাল থেকেই ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ করে নান্দাইল উপজেলায় নারীদের অধিকার প্রতিষ্ঠিা, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন কার্যক্রম, আয়বর্ধক প্রশিক্ষন, স্বাস্থ্য ও স্যানেটেশন, বৃক্ষ রোপণ কার্যক্রম, উপানুষ্ঠানিক শিক্ষা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে প্রায় ৬৫ কি.মি রাস্তায় সামাজিক বনায়ন সৃজনের আওতায় ৩১০ জন যুব ও মহিলা উপকারভোগী রয়েছে এবং ভোগীকে বিভিন্ন ধরনের আয়বর্দ্ধক মূলক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এছাড়াও সেবা ফাউন্ডেশন জাতীয় যুব দিবস ২০১৮ সালে দেশের সেরা যুব সংগঠক হিসেবে প্রথম স্থান অর্জন করে। যাহা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পুরুষ্কার গ্রহন করা হয়। সেবা ফাউন্ডেশনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর হতে বিভিন্ন ট্রেডে যেমনঃ হাস-মুরগী পালন, সেলাই প্রশিক্ষন, গরু মোটাতাজাকরন, কম্পিউটার প্রশিক্ষন ইত্যাদি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় ময়মনসিংহ জেলার সদর উপজেলাতে সমাজের অবহেলিত নারীদেরকে বিভাগীয় পর্যায়ে মোবাইল সার্ভিসিং, কম্পিউটার প্রশিক্ষন ও ড্রাইভিং প্রশিক্ষন প্রদান করা হয়েছে। যার মাধ্যমে নারীরা তাদের আয়ের পথ খুজে পায় এবং সংসারে স”ছলতা ফিরে আসে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় দরিদ্র মানুষকে বিনামূল্যে ল্যাট্রিন ও টিউবওয়েল প্রদান করা হয়েছে। যার ফলে স্বাস্থ্য  ও স্যানিটেশনের ব্যাপক উন্নতি সাধিত হয় এবং কম্পিউটার প্রশিক্ষন পরিচালনা করা হয়েছে। এছাড়াও ২০০৯ সালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহায়তায় পিএলসিইএইচডি-২ প্রকল্পের আওতায় বিবাড়ীয়া জেলার বানছারামপুর উপজেলায় প্রায় ২৫০০ যুব ও যুব মহিলাদেরকে উপানুষ্ঠানিক শিক্ষা বয়স্ক শিক্ষা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন ধরনের ১৬টি ট্রেডে আইজএ প্রশিক্ষন প্রদান করা হয়েছে এবং বয়স্ক মহিলাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে। তাছাড়াও ৫টি উপজেলায় প্রতিবন্ধীদের উন্নয়নে ৬টি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও সেবা ফাউন্ডেশন প্রায় অর্ধশতাধিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন সহ উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় এবং আন্তর্জাতিকমানের ভিত্তিক বিভিন্ন সংস্তার/নেটওয়ার্কের সদস্যপদ লাভ করতে সক্ষম হয়েছে।


(খ) প্রতিষ্ঠাতা সম্পর্কে ঃ মো: ইউসুফ আকন্দ মজিবুর (প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সেবা ফাউন্ডেশন), পিতা: মো: হাবিবুল্লাহ আকন্দ, মাতা: আয়েশা আক্তার, গ্রাম: নিজবানাইল, ডাকঘর: নিজবানাইল, উপজেলা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ। বিদ্যালয়ে অধ্যয়নরত অব¯’াতেই নিজেকে যুব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে। বিজ্ঞানী ডেল কার্নেগীর মতে, ‘ সফল হতে হলে নিজেকেই মনে করতে হবে একজন সফল যুবক। একজন যুবক যা করতে চায় তা করতে পারে। তার মনের ই”ছাই যথেষ্ট’। এরকম চিন্তা থেকে ১৯৮৭ খ্রিষ্টাব্দে বিশ্বের শ্রেষ্ঠ যুব পুরষ্কার প্রাপ্ত যুব সংগঠন জাতীয় তরুণ সংঘের সাথে জড়িত হয়। পরবর্তী সময়ে ¯’ানীয়, জাতীয় ও আন্তর্জাতিক একাধিক যুব সংগঠনের সদস্য পদ লাভ করে। ১৯৮৮ খ্রিষ্টাব্দে গ্রামীণ সাংবাদিকতা শুরু করে এবং ১৯৯৬ খ্রিষ্টাব্দে নিজ গ্রামে একটি শাখা ডাকঘর প্রতিষ্ঠা করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দে একই এলাকায় সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। তার পিতা-মাতার নামে ১৯৮৯ সালে আয়েশা-হাবিবুল্লাহ পাঠাগার ও নিজ বানাইল বায়তুল রহমত জামে মসজিদ পাঠাগার প্রতিষ্ঠা করে। সেবা ফাউন্ডেশনটি ১৯৯৯ খ্রিষ্টাব্দে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত। ২০০০ খ্রিষ্টাব্দে যুব উন্নয়ন অধিদপ্তর এবং ২০১৪ খ্রিষ্টাব্দে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে সেবা দান কারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি লাভ করে। সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে ৬৫ কি.মি. রাস্তায় সামাজিক বনায়ন সৃজনের আওতায় প্রায় প্রায় ৩১০ জন যুব ও যুব মহিলা উপকারভোগীকে বিভিন্ন ধরনের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করে। উক্ত সংগঠনের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর হতে হাঁস-মুরগি পালন, সেলাই, গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ, মাশরুম চাষ, ব্লক-বাটিক, নার্সারী ¯’াপন, কম্পিউটারসহ নানাবিধ বিষয়ে প্রায় ৫ শতাধিক যুব ও যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০০৭-২০০৮ খ্রিষ্টাব্দে যুব উন্নয়ন অধিদপ্তর, পপুলেশণ কাউন্সিল ও সেবা ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে যুব সমাজে এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ক কর্মসূচীর আওতায় প্রায় ২৫০০ যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২০০৯ খ্রিষ্টাব্দে পিএলসিইএইচডি-২ প্রকল্পের আওতায় প্রায় ২৫০০ যুব মহিলাকে বিভিন্ন ধরনের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে শতাধিক প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মী হিসেবে সফল হয়েছে। তার প্রচেষ্টায় নান্দাইলে ‘সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠাসহ ময়মনসিংহ সেন্ট্রাল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা ক্লাইমেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এসিআর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা অর্থসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও প্রায় অর্ধশতাধিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠন, সাংবাদিক সংগঠনসহ উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয়ভিত্তিক বিভিন্ন এনজিও নেটওয়ার্ক-এর সদস্যপদ লাভ করে।

* শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন
* আয়বর্দ্ধক মূলক প্রশিক্ষন
* সচেতনতা
* ত্রান বিতরণ/বিশেষ সহয়তা
* নিরাপদ পানি ব্যবস্থাপনা
* অর্থনৈতিক উন্নয়ন
* কৃষি ও সামাজিক বনায়ন, পরিবেশন
* নিরাপদ অভিবাসন
* নারীর ক্ষমতায়ন
* নারী ও শিশু পাচার প্রতিরোধ।
* বাল্য বিবাহ প্রতিরোধ।
* ধুমপান ও মাদক বিরোধী কার্যক্রম।

* আত্মকর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন নারীদের জন্য ড্রাইভিং প্রশিক্ষন ও মোবাইল সার্ভিসিং।
* বেকার নারীদের ওএঅ প্রশিক্ষন
* সেইফ মাইগ্রেশন/নিরাপদ অভিবাসন প্রকল্প
* ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি
* প্রতিবন্ধী উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রশিক্ষন কার্যক্রম।
* মাতৃত্বকালীন ভাতা, কর্মজীবী নারীদের ল্যাকটেটিং মাদার সহয়তা কর্মসূচি।
* সামাজিক বনায়ন/বৃক্ষ রোপন কর্মসূচী
* পুষ্টি ও স্বাস্থ্য সেবা কর্মসূচী
* ত্রান/বিশেষ সহায়তা কর্মসূচী
* বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপন।
* ধুমপান, মাদক ও জঙ্গী বিরোধী কার্যক্রম।
* নারীর ক্ষমতায়ন।

সেবা ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে প্রায় ৯০ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী রয়েছে।সেবা ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে প্রায় ৯০ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

মো: এটি এম নুরুল্লাহ, তথ্য প্রদান কারী কর্মকর্তা, মোবাইল নং-০১৭৩৬৪১৬০১১

মো: ইউসুফ আকন্দ মজিবুর

নির্বাহী পরিচালক

মোবাইল নং-০১৭১৬৪০১৯৭৯

 

 

মো: রিয়াদ সরকার

পরিচালক প্রশাসন

মোবাইল নং-০১৭৩৬০৭৩৩৯৫

নান্দাইল অফিস: তিশা নিশা হাউজ, আঠারবাড়ী রোড, চন্ডিপাশা, নান্দাইল, ময়মনসিংহ। মোবাইল নং-০১৭১০৭৬১৭৬৯ ময়মনসিংহ অফিস: ২০ জুবেদ আলী রোড, কাচিঝুলী, সদর, ময়মনসিংহ।