সোসাল এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট (সারা) একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, সরকারের উন্নয়নের পাশাপাশি ১৯৮৩ সাল থেকে তার নিজস্ব কর্মএলাকার নারী পুরুষকে সংগঠিত করে সমঅংশিদারিত্বের ভিত্তিতে সচেতনতার মাধ্যমে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে ।
সংস্থার ভিশন: জেন্ডারের আলোকে দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন ।
সংস্থার মিশন: লক্ষ্য শ্রেনীর মানুষকে উন্নয়নের অংশীদারিত্বে সচেতন ও সংগঠিত করে তোলা ।
প্রকল্পের লক্ষ্য : লক্ষ্যিত কর্ম এলাকার জনগোষ্ঠির মানসম্মত জীবন, নারী পুরুষের সমতায়ন, মানবাধিকার চর্চা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দূর্যোগ ব্যবস্থাপনার উন্নয়ন ।
প্রকল্পের উদ্দেশ্য : প্রকল্প কর্মএলাকায় লক্ষ্যিত জনগোষ্ঠির মাঝে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও গোঁড়ামি হ্রাসকরণ, নতুত্ব আনয়ন এবং সম্পদ ও অর্থনৈতিক কর্মকান্ডে প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে জেন্ডার সমতা উন্নিতকরণ ।
০১. লক্ষ্যিত জনগোষ্ঠির মাঝে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও গোড়ামি হ্রাসকরণ, নতুত্ব আনয়ন এবং সম্পদ ও অর্থনৈতিক কর্মকান্ডে প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে জেন্ডার সমতা উন্নিতকরণ ।
০২. কর্ম এলাকার লক্ষ্যিত জনগোষ্ঠিকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা ।
০৩. প্রকল্প এলাকার লক্ষ্যিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগণের অধিকার উন্নতি করণ ।
০৪. কর্ম এলাকার লক্ষ্যিত জনগোষ্ঠিকে সুশাসন ও গণতন্ত্র চর্চার প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি ।
০৫. জলবায়ু পরির্বতন, পরিবেশ বিপযর্য় এবং মানবিক সংকটের প্রতিকূল প্রভাব মোকাবেলায় সামাজিক স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ ।
সংস্থার কর্মসূচির ফলাফলের আলোকে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে যেমন :
চার্ট আলোচনা,
উঠান বৈঠক,
প্রশিক্ষণ,
অরিয়েন্টেশন,
বিভিন্ন দিবস উদযাপন,
সভা,
স্কুল বিতর্ক প্রতিযোগিতা/রচনা প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ,
কমিউনিটি লাইব্রেরিতে বই বিতরন,
বাইসাইকেল রাইডিং ফর স্কুল গালর্স,
আইনি সহায়তা প্রদান,
নারী নির্র্যাতনের উপর বাৎসরিক প্রতিবেদন প্রকাশ,
স্টুডেন্ট ফোরাম গঠন,
কাউন্সেলিং,
প্রবীন সমাবেশ,
কর্মশালা,
প্যারালিগ্যাল প্রশিক্ষণ,
সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপন,
সিবিও গঠন,
ইউনিয়ন পরিষদ উন্মক্ত বাজেট ঘোষণায় সহায়তা,
ভার্মি কম্পোস্ট প্লান স্থাপন,
কোভিড-১৯ বিষয়ক অরিয়েন্টেশন,
বৃক্ষরোপন কর্মসূচি,
পোষ্টার লিফলেট তৈরি,
নারী যোগাযোগ কেন্দ্র,
বার্ষিক ভিডিসি সমাবেশ ইত্যাদি কর্মসূচীর মাধ্যমে উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে ।
- কমিউনিটি অ্যাকশন ফর জাস্টিস এমপাওয়ামেন্ট এন্ড রাইটস ( CAJER-II)
জনাব তুষার দারিং – নির্বাহী পরিচালক
জনাব অরন্য ই. চিরান – প্রেগ্রাম কো অর্ডিনেটর
জনাব রফিকুল আজাদ – ফাইনান্স অফিসার
জনাব রওশন আরা বেগম প্রশাসনিক কর্মকর্তা
মনিটরিং, ডকু. এন্ড ইনফরমেশন অফিসার
জনাব সুলতানা রাজিয়া – জেন্ডার ও উন্নয়ন কর্মকর্তা
জনাব ফেরদৌসি বেগম – চাইল্ড এন্ড এডুলিসেন্ট ডেভেলপমেন্ট অফিসার
জনাব মজিবর রহমান – এরিয়া ম্যানেজার
জনাব মুক্তার হোসেন -এরিয়া ম্যানেজার
জনাব দিপংকর সাংমা -এরিয়া ম্যানেজার
জনাব আ. আলিম – এরিয়া ম্যানেজার
জনাব তিলোত্তমা কুবি -এরিয়া ম্যানেজার
সুনির্দিষ্ট উদ্দেশ্য-০১ : প্রকল্প কর্ম এলাকায় লক্ষ্যিত জনগোষ্ঠির মাঝে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও গোঁড়ামি হ্রাসকরন, নতুনত্ব আনয়ন এবং সম্পদ ও অর্থনৈতিক কর্মকান্ডে প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে জেন্ডার সমতা উন্নীতকরণ ।
সুনির্দিষ্ট উদ্দেশ্য-০২ : প্রকল্প কর্ম এলাকায় লক্ষ্যিত জনগোষ্ঠিকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা ।
সুনির্দিষ্ট উদ্দেশ্য-০৩ : প্রকল্প কর্ম এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মানুষের অধিকার সমুন্নতকরণ ।
সুনির্দিষ্ট উদ্দেশ্য-০৪ : প্রকল্প কর্ম এলাকার মধ্যে সুশাসন ও গণতান্ত্রিক চর্চার প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধিকরণ ।
সুনির্দিষ্ট উদ্দেশ্য-০৫ : জলবায়ু পরিবর্তন, পরিবেশের বিপর্যয় এবং মানবিক সংকটের প্রতিকূল প্রভাব মোকাবেলায় সামাজিক স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ ।
সুনির্দিষ্ট উদ্দেশ্য-০৬ : প্রকল্প কর্ম এলাকায় সাংগঠনিক সক্ষমতা সম্প্রসারন করা ।
Int. Women’s Day observance 2022Girls for Bi Cycle Riding, Char Durlovha, Mym.
সারা সং¯’ার পরিচালক বৃন্দের নাম :
নাম পদবী
০১ জনাব শফি উদ্দিন- সভাপতি
০২ জনাব শিউলি রানী পাল- সহসভাপতি
০৩ জনাব তুষার দারিং – সাধারন সম্পাদক
০৪ জনাব লৎফর রহমান আকন্দ – সহ সাধারণ সম্পাদক
০৫ জনাব ইলস তালুকদার – কোষাধ্যক্ষ
০৬ জনাব সাধনা মন্ডল – সদস্য
০৭ জনাব এড. মির্জা নাজমুল হক – সদস্য
০৮ জনাব উজ্ঝলা ডি. সিলভা – সদস্য
০৯ জনাব মোঃ শহীদউল্লাহ – সদস্য
যোগাযোগ ঠিকানা:
সারা অফিস
রঘুরামপুর, নেত্রকোনা রোড,
শম্ভূগঞ্জ, সদর, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৬-৬৬৬৭৭৫
তথ্য কর্মকর্তার নাম :
পদবী : মনিটরিং, ডকুমেন্টেশন এন্ড ইনফরমেশন অফিসার
মোবাইল :
বিকল্প তথ্য কর্মকর্তার নাম : রওশন আরা বেগম
পদবী : প্রশাসনিক কর্মকর্তা
মোবাইল নং : ০১৭১৬-৬৬৬৭৭৫
ই মেইল :sararoushanara@gmail.com