১। প্রাথমিক শিক্ষা কর্মসূচী: গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের গরীব, হতদরিদ্র, স্কুল থেকে ঝরে পড়া পথ কলি শিশু/কিশোরদের প্রাথমিক শিক্ষা (শিশু শ্রেণী হইতে ৫ম শ্রেণী পর্যন্ত) প্রদান করা হয়। পাঠদান করানোর জন্য এলাকায় ২৭ ফুট দৈর্ঘ্য ১৩/১৪ ফুট প্রস্থ্য একটি ঘর এবং সংস্থার নিজ খরচে প্রশিক্ষণ করানো এইস এস সি পাশ একজন শিক্ষিকাদ্বারা ৩০/৩৩ জন ছাত্র/ছাত্রীকে পাঠদান করানো হয় এবং এক ঐ শিক্ষিকাদিয়ে দ্বারাবাহীক ভাবে ৫ম সমাপনী পর্যন্ত পাঠদানের কাজ সম্পর্ণ করা হয়।
২। প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচী: গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল স্তরের ছাত্র/ছাত্রীকে শিক্ষার মান উন্নয়ন কল্পে শিশু, ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা ক্লাস রোম- আলাদা সংস্থার নিজ খরচে প্রশিক্ষণ করানো এস. এস. সি/এইস এস সি পাশ একজন শিক্ষিকাদ্বারা ৩০/৩৩ জনকে পাঠদান করানো হয়। প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাসের দ্বারাবাহিকতা ঠিক রেখে শিক্ষারমান উন্নয়ন ও সম্পন্ন করা হয়।
৩। শিক্ষা সহযোগী কার্যক্রম: আল-আমীন জনকল্যাণ সংস্থা কর্তৃক গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকায় গরীব ও দুস্থ পথকলি শিশু/কিশোর, মেধাবী সহ সকল স্তরের ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন কল্পে বিনা মূল্যে, অর্ধ মূল্যে এবং সল্প মূল্যে শিক্ষা উপকরণ, পাঠ্যবয়ের অনুশীলন মূলক বই বিতরণ কার্যক্রম করিয়া আসিতেছে। আল-আমীন জনকল্যাণ সংস্থার এই শিক্ষাসেবা মূলক কার্যক্রম সফলতার সাথে চার বছর যাবৎ পরিচালনা করিয়া আসিতেছে। কারণ গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে ছাত্র/ছাত্রীদের এই সকল শিক্ষা উপকরণ সংগ্রহ করা দৃসাধ্য এবং ব্যয়বহুল হওয়াতে ছেলে মেয়েদের লেখাপড়ার বিশাল ক্ষতি হচ্ছে। তাই বই সহ শিক্ষা উপকরণ বিতরণের জন্য প্রতিনিধি নিয়োগ করাতে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কমে আসছে সেই সাথে শিশু শ্রম কমছে এবং উচ্চ শিক্ষার হার বাড়বে।
৪। প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা মূলক কর্মসূচী সংস্থার স্বাস্থ্য শিক্ষা দানের পদ্ধতি হলো- প্রত্যন্ত অঞ্চলের জনগনের মাঝে বিনামুল্যে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া অত্র সংস্থার উদ্দেশ্য ও লক্ষ্য। অত্র সংস্থার মাধ্যমে যে সমস্ত রোগের চিকিৎসা দেওয়া হইবে তাহা যথাক্রমে উল্লেখ করা হইল:- উচ্চ রুক্ত চাপ, প্রেসার, জ্বর, সর্দ্ধি কাশি, ডায়াবেটিস পরিমাপ করা এবং পাশাপাশি দাঁতের প্রাথমিক চিকিৎসা, ডায়রিয়া, আমাশয়, শারিরীক দুর্বলতা কিশোরী ও মহিলাদের শারীরিক ও গৌণ রোগের চিকিৎসা সেবা দান করা অতপর জটিল রোগীর সন্ধান পাইলে সাথে সাথে নিকস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া। এছাড়াও আল-আমীন জনকল্যাণ সংস্থা একটি বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান হিসাবে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা, শিশু ও মাতৃ স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তাছাড়া আল-আমীন জনকল্যাণ সংস্থা গরীব ও দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ চালু রহিয়াছে।
৫। কারিগরী প্রশিক্ষণ কর্মসূচী এলাকার বেকার, মধ্যবিত্ত, গরীব, অসহায় ও প্রতিবন্ধী যুব মহিলাদের কে স্বাবলম্বি করার লক্ষে দর্জি প্রশিক্ষণ, বিউটিফিকেশন প্রশিক্ষণ, হস্ত শিল্প ও কুটির শিল্প প্রশিক্ষণ কার্যক্রম এবং জাতীয় দিবস উৎযাপন অন্যান্য জনহিতকর কার্যক্রম পরিচালনা সহ বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রতিবন্ধিদের কে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশ ও জাতীর উন্নতি সাধন কল্পে ডিজিটাল বাংলাদেশ গঠণের প্রত্যয় নিয়ে অত্র এলাকার ছাত্র/ছাত্রীরা অনায়াশে কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ভাবে কর্মের মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি দক্ষ জনশক্তিও দেশে বিদেশে সরবরাহ করে কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করবে। কার্যক্রম চালু রহিয়াছে।
Image | Title | Categories | Author | Date |
---|
There are no reviews yet.