ইনস্টিটিউট ফর এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) একটি বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। একদল সমাজ-উন্নয়নকর্মী, বিশেষত সক্রিয়জনদের মাধ্যমে গণতন্ত্রায়ন এবং জন ও পরিবেশ সহায়ক সমাজ রূপান্তরের লক্ষ্যে সংস্থা ১৯৯৪ থেকে কাজ করছে। আইইডির কর্মপরিধি বর্তমানে দেশের বিভিন্ন জেলায় চলমান। আইইডির অভীষ্ট কর্মসহযোগী হচ্ছে সকল পর্যায়ের নাগরিক, বিশেষত্ব যুব, নারী, দারিদ্র ও পিছিয়েপড়া জনগণ এবং সংঘ, সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। আইইডি ৩টি ইস্যূ নিয়ে কাজ করে। নারীর ক্ষমতায়ন, পরিবেশ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার। আইইডি নারীদল, উদ্যোক্তা দল, পুরুষ দল, কমিউনিটি ফোরাম, কিশোরী দল, নারী ফোরাম, যুব ও সাংস্কৃতি ফোরাম, জনউদ্যোগ প্লার্টফর্ম সহ সকলের সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে। আইইডি অনলাইনে কুতথ্য প্রতিরোধও কাজ করে। দ্বন্দ্ব রূপান্তর এবং শান্তি স্থাপনেও আইইডি কাজ করে।
Image | Title | Categories | Author | Date |
---|
There are no reviews yet.