চলমান প্রকল্পসমূহ
১। পার্টনারশিপ টু এডুকেট অল কিডস (প্রকল্পের মেয়াদঃ ১ আগস্ট ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ )
এই প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলাভিত্তিক ও আনন্দময় শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নানাবিধ শিক্ষা উপকরণ এবং মেন্টাল হেলথ কাউন্সিলিং সেন্টারের ব্যবস্থা করা হবে যার ফলে শিশুরা যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষণীয় বিষয়বস্তুকে বোঝা মনে না করে আনন্দ নিয়ে পড়াশুনা করতে পারে ।
২। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (প্রকল্পের মেয়াদঃ ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪)
এই প্রকল্পের মাধ্যমে একমাত্রা একাডেমির শিক্ষা অবকাঠামো উন্নত করতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সেবার মান বৃদ্ধি করতে সক্ষম হবে। এর আওতায় আইটি ল্যাবকে আধুনিক সরঞ্জাম দিয়ে আপগ্রেড করা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা এবং প্রযুক্তিগত শিক্ষার জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি, শিক্ষকদের এবং শিশু যত্ন প্রদানকারীদের (চাইল্ড কেয়ারগিভার) জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে যাতে তারা খেলা ভিত্তিক শিক্ষা এবং উন্নত শিশু সেবা প্রদানের কৌশল রপ্ত করতে পারেন । এই প্রকল্পটি শিক্ষণ প্রতিফলন কর্মশালারও আয়োজন করবে, যাতে কর্মীদের মধ্যে ধারাবাহিক জ্ঞান বিনিময় ও সহযোগিতা নিশ্চিত হয় এবং শিশুদের সার্বিক বিকাশ ও মঙ্গলার্থে অবদান রাখে।
সমাপ্তকৃত প্রকল্পসমূহ
পার্টনারশিপ টু এডুকেট অল কিডস (প্রকল্পের মেয়াদঃ ১ মার্চ ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৩)
এই প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলাভিত্তিক ও আনন্দময় শিক্ষা পদ্ধতি ব্যাবহারের মাধ্যমে শিশুদের আগ্রহসৃষ্টি পূর্বক একটি টেকসই মানসম্মত শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা হয়েছে । শিশুদের সার্বিক নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করবার লক্ষ্যে একটি কার্যকর সেফগার্ডিং পলিসি নিশ্চিত করা হয়েছে । এ ছাড়াও এলাকার অসহায় ও গরীব শিশু, পথশিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যুবক- যুবতি,অসহায় নারীদের স্বাবলম্বী ও অধিকার অর্জনে প্রকল্পটি অবদান রেখেছে।
প্রকল্পের অর্থায়নকারী দেশ/সংস্থাসমূহ
সংস্থার নামঃ গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন ( Global Fund for Children)
সংস্থার ঠিকানাঃ 1411 k Street, NW, Suite 1200, Washington DC, 20005,USA.