একমাত্রা সোসাইটি

Report Abuse

Ekmattra-Society
0 0 Reviews
Popular

একমাত্রা সোসাইটি

একমাত্রা সোসাইটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সুবিধাবঞ্চিত শিশুরা যেন পিছিয়ে না পড়ে বাকি শিশুদের মতো সমানভাবে সকল অধিকার ও সুযোগ- সুবিধা ভোগ করে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং দেশের জন্য একটি সম্পদে পরিণত হতে পারে সেই লক্ষ্যেই একমাত্রা যাত্রা শুরু করে। ঢাকা এবং ময়মনসিংহ  জেলায় রয়েছে একমাত্রা সোসাইটির বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য হল একমাত্রা-ডাচ- বাংলা ব্যাংক একাডেমি। যেখানে শিশুদের জন্য আবাসন, খাবার, চিকিৎসা, শিক্ষাসহ সার্বিক সুবিধা রয়েছে। খোলা আকাশের ক্লাস এর মাধ্যমে শিশুদের জীবনদক্ষতা এবং মৌলিকশিক্ষা, শিশুদের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রিসার্চ, এছাড়া গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে কর্ম সংস্থানের সুযোগ প্রদান করে আসছে একমাত্রা সোসাইটি।

প্রকল্পের তথ্যাদি

চলমান প্রকল্পসমূহ
১। পার্টনারশিপ টু এডুকেট অল কিডস (প্রকল্পের মেয়াদঃ ১ আগস্ট ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ )
এই প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলাভিত্তিক ও আনন্দময় শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নানাবিধ শিক্ষা উপকরণ এবং মেন্টাল হেলথ কাউন্সিলিং সেন্টারের ব্যবস্থা করা হবে যার ফলে শিশুরা যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষণীয় বিষয়বস্তুকে বোঝা মনে না করে আনন্দ নিয়ে পড়াশুনা করতে পারে ।

২। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (প্রকল্পের মেয়াদঃ ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪)

এই প্রকল্পের মাধ্যমে একমাত্রা একাডেমির শিক্ষা অবকাঠামো উন্নত করতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সেবার মান বৃদ্ধি করতে সক্ষম হবে। এর আওতায় আইটি ল্যাবকে আধুনিক সরঞ্জাম দিয়ে আপগ্রেড করা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা এবং প্রযুক্তিগত শিক্ষার জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি, শিক্ষকদের এবং শিশু যত্ন প্রদানকারীদের (চাইল্ড কেয়ারগিভার) জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে যাতে তারা খেলা ভিত্তিক শিক্ষা এবং উন্নত শিশু সেবা প্রদানের কৌশল রপ্ত করতে পারেন । এই প্রকল্পটি শিক্ষণ প্রতিফলন কর্মশালারও আয়োজন করবে, যাতে কর্মীদের মধ্যে ধারাবাহিক জ্ঞান বিনিময় ও সহযোগিতা নিশ্চিত হয় এবং শিশুদের সার্বিক বিকাশ ও মঙ্গলার্থে অবদান রাখে।
সমাপ্তকৃত প্রকল্পসমূহ
পার্টনারশিপ টু এডুকেট অল কিডস (প্রকল্পের মেয়াদঃ ১ মার্চ ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৩)

এই প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলাভিত্তিক ও আনন্দময় শিক্ষা পদ্ধতি ব্যাবহারের মাধ্যমে শিশুদের আগ্রহসৃষ্টি পূর্বক একটি টেকসই মানসম্মত শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা হয়েছে । শিশুদের সার্বিক নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করবার লক্ষ্যে একটি কার্যকর সেফগার্ডিং পলিসি নিশ্চিত করা হয়েছে । এ ছাড়াও এলাকার অসহায় ও গরীব শিশু, পথশিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যুবক- যুবতি,অসহায় নারীদের স্বাবলম্বী ও অধিকার অর্জনে প্রকল্পটি অবদান রেখেছে।
প্রকল্পের অর্থায়নকারী দেশ/সংস্থাসমূহ
সংস্থার নামঃ গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন ( Global Fund for Children)
সংস্থার ঠিকানাঃ 1411 k Street, NW, Suite 1200, Washington DC, 20005,USA.

পরিদর্শন

স্থানীয় প্রশাসন কর্তৃক সর্বশেষ এনজিও পরিদর্শনের তারিখ
September 25, 2024
পরিদর্শনকারীর নাম
মো: দেলোয়ার হোসাইন
পদবী
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
পরিদর্শনকারীর অফিস/ কার্যালয়ের নাম
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস , হালুয়াঘাট, ময়মনসিংহ

অন্যান্য তথ্যাদি

এনজিও প্রধানের নাম
শুভাশীষ রায়
এনজিও প্রধানের মোবাইল নম্বর
01700802080
এনজিও প্রধানের ইমেইল
shuvo.ekmattra@gmail.com
পার্টনার এনজিও হলে মূল এনজিও বিষয়ক তথ্যাদি
প্রযোজ্য নয়

এনজিও / সংস্থার ভিডিও

যোগাযোগ

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম
রাজীব কুমার বণিক
পদবী
ম্যানাজার, এডমিন
ইমেইল
ওয়েবসাইট
ঠিকানা (বিস্তারিতভাবে)
একমাত্রা-ডাচ- বাংলা ব্যাংক একাডেমি, গ্রাম - পশ্চিম গোবড়াকুরা, পোঃ অঃ - শাপলা বাজার, উপজেলা - হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ

আমাদের সংবাদ

ImageTitleCategoriesAuthorDate

নিম্নোক্ত ফরম পূরণপূর্বক মতামত জানান

একমাত্রা সোসাইটি 0 reviews

Login to Write Your Review

There are no reviews yet.

Search

সাইডবার