নারীকে স্বাবলম্বী করে তোলার মানসিকতা নিয়ে শক্তি ফাউন্ডেশন কাজ শুরু করে ১ লা এপ্রিল ১৯৯২ সালে। শুরুটা ছিল রাজধানীকেন্দ্রিক, পরে সেটি সারা দেশে ছড়ায়।শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম পিএ্ইচডি বলেন, ‘ধীরে ধীরে শক্তি ফাউন্ডেশন সত্যিকার অর্থেই নারীর শক্তিতে পরিণত হয়ে উঠেছে। আমাদের দেয়া ক্ষুদ্র ঋণ অর্থায়ন বা প্রমাণ করেছে তার কার্যকর ব্যবহার হলে মানুষের জীবন বদলাতে পারে। তাই নারীর শক্তিকে জাগ্রত করে নারীর জীবনে পরিবর্তন আনার এই অব্যাহত প্রচেষ্টা যুগ যুগ ধরে অব্যাহত রাখবে শক্তি ফাউন্ডেশন।
শক্তি ফাউন্ডেশন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ-এ ফরেন ডোনেশন রেগুলেশন রুলস 1978 এবং সোসাইটি অ্যাক্ট 1860-এর অধীনে জয়েন্ট স্টক কোম্পানি লিমিটেডের রেজিস্টারে নিবন্ধিত। শক্তি ফাউন্ডেশন তার ক্ষুদ্রঋণ পরিচালনার জন্য 2007 সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাক্টের মাধ্যমে সার্টিফিকেশনও পেয়েছে যার নিবন্দন নং-০০১৭৬-০০০৫৯-০০০১৮। কার্যক্রম.
বাংলাদেশে মোট ৫৫ টি জেলায় ৫১৮ শাখা অফিস এর মাধ্যমে কার্যক্রম চলমান ।
আমাদের লক্ষ্য
শক্তি ফাউন্ডেশন শক্তিশালী অর্থনৈতিক ও সামাজিক সম্পদের ভিত্তি তৈরি করে দরিদ্র মহিলাদের ক্ষমতায়নের জন্য নিবেদিত।আমরা বিশ্বাস করি নারীরা উদ্যোক্তা, পরিবর্তনের নির্মাতা এবং নেতা।
আমাদের উদ্দেশ্য:
আর্থ-সামাজিক স্বাধীনতার সুবিধা দিয়ে সুবিধাবঞ্চিত নারীর ক্ষমতায়ন;
শক্তি ফাউন্ডেশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সংহতি
কার্যকর, লিঙ্গ-প্রতিক্রিয়াশীল অভিযোজন কৌশলগুলির মাধ্যমে একটি জলবায়ু-স্থিতিস্থাপক জাতি গঠনে অবদান রাখুন।
উদ্যোক্তা, সিদ্ধান্ত গ্রহণকারী, নেতা এবং তাদের পরিবার এবং সম্প্রদায়ের পরিবর্তন এজেন্ট হিসাবে মহিলাদের বিকাশ;
শক্তিফাউন্ডেশন:-০১/মাইক্রোফাইন্যান্স;০২/স্বাস্থ;০৩/জলবায়ু সুরক্ষা; ও ০৪/নারীর ক্ষমতায়ন ;নিয়ে মোটা দাগে কাজ করে থাকে,এছাড়া শিক্ষাকার্যক্রমও চলমান রয়েছে ।
Image | Title | Categories | Author | Date |
---|
There are no reviews yet.