বাংলাদেশ কাথলিক বিশপ সম্মীলনী কর্তৃক প্রতিষ্ঠিত কারিতাস বাংলাদেশ হচ্ছে একটি জাতীয় প্রতিষ্ঠান, যা সমন্বিত সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে। সাধারণ পরিষদ (General Body) সংস্থার নীতিমালা প্রণয়ন করে এবং নির্বাহী পরিষদের (Executive Board) তত্ত্বাবধানে কারিতাস ম্যানেজমেন্ট নির্বাহী পরিচালকের নেতৃত্বে ও অন্যান্য পরিচালকদের সহযোগিতায় সংস্থার সার্বিক কর্মকান্ড পরিচালনা করে থাকে।
কারিতাস ১৯৬৭ খ্রীষ্টাব্দে কারিতাস পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ খ্রীষ্টাব্দের নভেম্বর মাসে প্রলংয়কারী ঘূর্ণিঝড় আঘাত হানার পর এ সংস্থা পুনর্গঠিত হয়ে খ্রিস্টিয়ান অরগানাইজেশন ফর রিলিফ এ্যান্ড রিহ্যাবিলিটেশন অর্থাৎ কোর (CORR) নামে কার্যক্রম শুরু করে এবং ১৯৭১ খ্রীষ্টাব্দের ১৩ই জানুয়ারি এটি একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। এ সংস্থাটি ১৯৭৬ খ্রীষ্টাব্দে পুনরায় কারিতাস নাম ধারণ করে।
কারিতাস বাংলাদেশ-এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এ সংস্থা বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে অবস্থিত আটটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ভালবাসাপূর্ণ সেবা, সমন্বিত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমন্বিত মানব সম্পদ উন্নয়ন বিষয়ক কর্মকান্ড পরিচালনা করে থাকে।
কারিতাস ময়মনসিংহ অঞ্চল বর্তমানে ময়মনসিংহ জেলার ভালুকা, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় মোট ১১টি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।
Image | Title | Categories | Author | Date |
---|
There are no reviews yet.