ভার্মি কম্পোষ্ট তৈরির কারখানা পরিদর্শন
২৮/০৩/২০২৩ মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), ময়মনসিংহ জনাব মাহ্ফুজুল আলম মাসুম, এ্যাড্রা বাংলাদেশ, গৌরীপুর, ময়মনসিংহ এর অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন সহকারী কমিশনার জনাব আমির সালমান রনি এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা জনাব মুহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি পরবর্তীতে 'চুরালি মহিলা উন্নয়ন সমিতি' চাঁন্দের সাটিয়া ২নং গৌরীপুর ইউনিয়ন, গৌরীপুর, ময়মনসিংহ এর কার্যক্রম দেখতে যান। সেখানে এ্যাড্রা বাংলাদেশ কর্তৃক ভার্মি কম্পোষ্ট এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত মো: আরিফুজ্জমান জুয়েল তার ভার্মি কম্পোষ্ট তৈরির কারখানা পরিদর্শন করেন। এছাড়া প্রকল্পের ৩৬টি কংক্রিটের রিং এ ভার্মি সার চাষ, সবজির জমি, বারোমাসি ব্লাক তরমুজ (জাত: কারিশমা), বেগুনের মাঠ এবং বডার ক্রপ্স সিহাবে সূর্য্যমুখী চাষ পরিদর্শনে মুগ্ধতা প্রকাশ এবং এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করেন। সর্বশেষ অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা),ময়মনসিহ 'চুরালি মহিলা উন্নয়ন সমিতি' এর সদস্যদের নবজাতক শিশুর যত্ন বিষয়ক স্বাস্থ্য সেশন পরিদর্শন করেন। তিনি মি: যোয়েল শিকদার, প্রকল্প ব্যবস্থাপক এ্যাড্রা বাংলাদেশ, সহকর্মী লাক্সমী শিকদার, ফিল্ড মনিটরিং অফিসার, নাসরীন আক্তার, ট্রেইনার, সন্জিব সরকার, এম.আই.এস. সুব্রত সরকার, সিডিও, হাপিজা খাতুন, সিডিও, হাওয়া আক্তার, সিডিও, মৌশুমী সাহা, সিডাও, এবং যোয়েল সরকার সহ সবাইকে আন্তরিকতার সাথে কার্য বাস্তবায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চলমান কার্যক্রম অব্যাহত রাখার জন্য পরামর্শ প্রদান করেন।
Leave a comment