Screenshot_10

সূর্যের হাসি ক্লিনিক

৩৬,জে সি গুহ রোডময়মনসিংহ

 

 

 

আপনাকে স্বাগতম !!!

USAID এর অর্থায়নে SHN পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক ময়মনসিংহসিটিকর্পোরেশনে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যক্রম করে থাকে।

 

 

 

 

অত্র ক্লিনিকে আপনারা যেসব সেবা পাচ্ছেন  :
১. প্রজনন স্বাস্থ্য সেবা:

  • পরিকল্পনা সেবা
  • ক্লিনিক্যাল পদ্ধতি: আই ইউ ডি(কপার টি) , ইনজেকশন
  • ননক্লিনিক্যাল পদ্ধতি:খাবারবড়ি কনডম
    ২.মাতৃ স্বাস্থ্য সেবা
  • গর্ভকালীন সেবা( এন সি)
  • প্রসব কালীন সেবা
  • জরূরী প্রসূতি সেবা
  • নিরাপদ প্রসব সেবা (নরমাল ও সিজারিয়ান ডেলিভারী )
  • প্রসব পরবর্তী(পি এন সি)
  • টিটি টিকা, ভিটামিন ,
  • আয়রন/ফলিক এসিড ট্যাবলেট
  • প্রজনন তন্ত্রের প্রদাহ/যৌন বাহিত রোগ(এসটি আইও আরটি সেবা)
    ৩. শিশু স্বাস্থ্য সেবা
  • শিশুর ইপিআই টিকা দান(রবিবার হইতে বৃহস্পতিবার প্রতিদিন)
  • ভিটামিনক্যাপসুল বিতরণ।
  • শ্বাসতন্ত্রের সংক্রমন নিয়ন্ত্রন
  • ডায়রিয়া প্রতিরোধ নিয়ন্ত্রণ
    আইওয়াইসিএফ,জিএমপি সেবা।
    ৪.সংক্রামক রোগ সমূহের নিয়ন্ত্রণ
  • হেপাটাইটিস বি সহ অন্যান্য প্রতিরোধক ভ্যাকসিন
    ৫. সাধারণ রোগের সেবা
  • চোখের প্রদাহ, খোচ-পাচড়া, কৃমি, সর্দি-কাশি ও প্রাথমিক
    ৬. আচরণ পরিবর্তন ও যোগাযোগ
  • স্বাস্থ্য বিষয়ে তথ্য,শিক্ষা ও উদ্ভোদ্ধকরন।

ল্যাব সেবা সমুহ :

১.ডায়াবেটিস পরীক্ষা (Blood Glocose/ RBS)

২. রক্তের গ্রূপ নির্ণয়(Blood Gruping)

৩.এইচ বি এস এজি পরীক্ষা (HBsAg)

৪.জন্ডিস পরীক্ষা(Serum Bilurobin)

৫.প্রেগনেন্সি পরীক্ষা(Pregnancy Test)

৬. হিমোগ্লোবিন পরীক্ষা(HB%,TC/DC/ESR,Platelet Count)

৭.কিডনী পরীক্ষা (Serum Creatinine)

৮.ম্যালেরিয়া জ্বরের পরীক্ষা(MP Test)

৯.টায়ফয়েড জ্বরের পরীক্ষা(Widal Test)

১০.কালা জ্বরের পরীক্ষা

১১.যৌন রোগের পরীক্ষা(VDRL/ TPHA)

১২. সিবিসি (CBC)

১৩. ইউরিন পরীক্ষা(Urine R/M/E)

১৪. আল্ট্রাসনোগ্রাফী সেবা (মহিলা ডাক্তারের মাধ্যমে )

১৫. সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স সার্ভিস 

AUHC , Advancing Universal Health Coverage.

 

Ajit R. Sarker (Manager)

Dr. Sunjida Siraj Badhan (Medical Specialist)

Dr. Rubya Tabussum Nitul (Medical Specialist)

Dr. B M Yahia (Medical Officer)

Dr. Moumita Saha Mou (Medical Officer)

Dipu Bhowmik (Customer Relations Officer)

প্রধান কার্যালয় ও ক্লিনিক –

সূর্যের হাসি ক্লিনিক,৩৬ জে সি গুহ রোড ( ষ্টেশন রোড) ময়মনসিংহ ।

শাখা সমূহ –

(১) সূর্যের হাসি ক্লিনিক,

১৫-খ, গোহাইল কান্দি, (জামতলা মোড়) ময়মনসিংহ ।

(২) সূর্যের হাসি ক্লিনিক

কলা বাগান , গৌরীপুর, ময়মনসিংহ ।

(৩) সূর্যের হাসি ক্লিনিক

কলতাপাড়া, গৌরীপুর,ময়মনসিংহ ।

প্রধান ক্লিনিক, ৩৬ জে সি গুহ রোড ( ষ্টেশন রোড) ময়মনসিংহ এর বহি-বিভাগ খোলা থাকে সকাল ৯ টা হইতে রাত ৮ টা পর্যন্ত ।  নরমাল ও সিজারিয়ান ডেলিভারী প্রতিদিন ২৪ ঘন্টা খোলা থাকে । 

ফোন- ০১৯৭৩-৬৩১০৬৩

শাখা ক্লিনিক গুলি খোলা থাকে সকাল ০৯ টা হইতে বিকাল ৫ টা পর্যন্ত ।

 

Manager

↓↓

Medical Specialist,

Medical Officer

Customer Relations Officer

↓↓

Medical Assistant, Nurse, Paramedic, Health Worker, Lab. Technologist 

↓↓

Service Promoter, Administrative Assistant. 

↓↓

Support Staff ( Messenger ,Guard, LRA, Cleaner, Driver)   

Mobile No- 01716-827490 (Manager)

Mobile No- 01973-631063 ( Clinic )

Email ID- Mymensingh.MNH@shnnetwork.org

(1) Dipu Bhowmik-→ Customer Relations Officer

(2) Sangram Bhattacharjee -→Service Promoter