কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার

Report Abuse

codec
0 0 Reviews
Popular

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার

কোডেকের ভিশন ও মিশনঃ
ভিশনঃ বাংলাদেশের বসবাসরত নদী ও সমুদ্র উপকূলীয় জনগোষ্ঠী অগ্রগতির ধারায় নিজেদের সুখ-স্বাচ্ছন্দ উপলব্ধি করছে।
মিশনঃ বাংলাদেশের বসবাসরত নদী ও সমুদ্র উপকূলীয় জনগোষ্ঠী নিজেদের সংযুক্ত করতে পেরেছে, যেখানে জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে জীবিকার চ্যালেঞ্জসমূহ তাদের সক্ষমতা ও সামর্থ্য দিয়ে মোকোবেলা করছে ও জয়ী হচ্ছে।

এক নজরে কোডেকঃ .কোডেক ১৯৮৫ সালের অক্টোবরে চট্রগ্রামে এর কার্যক্রম শুরু করে মৎস্য মন্ত্রণালয় ও রয়েল ডেনিশ অ্যাম্বাসির ডানিডা বোট বিল্ডিং প্রজেক্ট এবং বোট রেন্টাল স্কীমের উত্তরসূরী হিসেবে। কোডেক গত ৩৮ বছর ধরে কাজের মাধ্যমে একটি জনঅংশগ্রহণমূলক সংগঠন হিসেবে কাজ করছে। কোডেকে এখন প্রায় ৫ হাজার নিবেদিত প্রাণ উন্নয়ন কর্মী কাজ করছেন এবং এদের মধ্যে ৪০ ভাগই নারী কর্মী। কোডেক এর পরিসেবার আওতায় আছে ২০ লক্ষ পরিবার। কোডেক শিক্ষা ও সুরক্ষা, দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্রঋণ, সামাজিক উদ্যোক্তা, ন্যায়-বিচারের অভিগম্যতা, পুষ্টি ও স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, কৃষি, মৎস্য, দুগ্ধ এবং উদ্যানতত্ত্ব, সরকারের সাথে সমন্বয় করে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য উন্নয়ন সেবাসহ বিভিন্ন কর্মপরিধিতে কাজ করছে।

বাংলাদেশের ৫টি বিভাগ (ঢাকা, চট্রগ্রাম, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ) ও ২০টি জেলায় (চট্রগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, শেরপুর ও কিশোরগঞ্জ) এবং ১০৭টি উপজেলা ও ৯১২টি ইউনিয়নে কোডেক কাজ করছে।

কোডেক শুরুতেই নন-ফরমাল এডুকেশন শুরু করেছেন চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর জেলে গ্রাম থেকে। শুধু শিক্ষা নয়, তাদের নানা ধরনের ব্যবহারিক জ্ঞান, যেমনঃ স্বাস্থ্য শিক্ষা, জীবন শিক্ষার ধারণা দেওয়া হয়। এসব উদ্যোগ দেখে মানুষের বিশ্বাস তৈরি হয়েছে এবং শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে। পরবর্তীতে মূলধারায় তাদের অংশগ্রহণ বেড়েছে। সত্যিকার অর্থে, ‘সবার জন্য শিক্ষা’ বাস্তবায়নে বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার পরিসর বেশ বৃহৎ এবং এ কারণে ইতোমধ্যে বিপুলসংখ্যক জনগণ শিক্ষার সুযোগ পেয়েছে। বাংলাদেশ যদিও প্রাথমিক স্তরে ভর্তিরক্ষেত্রে বেশ সাফল্য অর্জন করেছে, কিন্তু গবেষণা থেকে দেখা গেছে যে কিছু সংখ্যক শিক্ষার্থী প্রাথমিক স্তরে ভর্তি হয়, তাদের প্রায় অর্ধেকই পঞ্চম শ্রেণি পাশ করার আগে বিদ্যালয় থেকে ঝরে পরে। উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থা এসব শিক্ষার্থীদের দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাছাড়া যারা নানা কারণে বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, সেসব শিশু ও কিশোর-কিশোরী উপানুষ্ঠানিক শিক্ষার কারণেই পুনরায় শিক্ষার সুযোগ পেয়েছে।

কোডেক এর চলমান প্রকল্পসমূহ দাতা সংস্থাসহঃ
১. অতি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম- ইএমডিসি প্রজেক্ট; দাতা সংস্থা- ইউনিসেফ
২. কক্সবাজার শরণার্থী শিবির ও স্থানীয় জনগোষ্ঠী শিশু, কিশোর-কিশোরী এবং যুবদের জন্য সুরক্ষামূলক পরিবেশ শক্তিশালীকরণ প্রকল্প; দাতা সংস্থা-ইউনিসেফ
৩. রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য মানসম্পন্ন ECD, LCFA ও MC ভিত্তিক শিক্ষা প্রদান – ইউএমএন প্রকল্প; দাতা সংস্থা-ইউনিসেফ
৪. শরণার্থী শিশু শিক্ষা ও সুরক্ষা প্রকল্প - ইপিআরসি; দাতা সংস্থা-ইউএনইচআরসি
৫. এসো শিখি প্রকল্প; দাতা সংস্থা-ইউ এস এ আই ডি
৬. স্বপ্নের ঠিকানা প্রকল্প; দাতা সংস্থা-এরিকস ডেভেলপমেন্ট পার্টনার
৭. স্বপ্ন যাত্রা প্রকল্প; দাতা সংস্থা-এরিকস ডেভেলপমেন্ট পার্টনার
৮. স্কুল ফিডিং কর্মসূচি (কক্সবাজার, ভাসানচর ও টেকনাফ); দাতা সংস্থা-ডব্লিওএফপি
৯. সাধারণ খাদ্য সহায়তা প্রকল্প-জিএফএ; দাতা সংস্থা-ডব্লিওএফপি
১০. জীবনমান উন্নয়নের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ (প্রকৃতি ও জীবন) প্রকল্প; দাতা সংস্থা-ইউ এস এ আই ডি
১১. ব্লু-ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টস প্রকল্প; দাতা সংস্থা-অক্সফাম
১২. ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন প্রকল্প; দাতা সংস্থা-স্ট্রমী ফাউন্ডেশন
১৩. Pathways to Prosperity for the Extremely Poor People (PPEPP). দাতা সংস্থা-পিকেএসএফ ও ইউরিপিয়ান ইউনিয়ন
১৪. Recovery and Advancement of Informal Sector Employment (RAISE). দাতা সংস্থা-পিকেএসএফ ও বিশ্ব ব্যাংক
১৫. নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ – উপ প্রকল্প; দাতা সংস্থা-পিকেএসএফ, ডানিডা এবং ইফাদ
১৬. Microenterprise Financing and Credit Enhancement Project (MFCE Project). দাতা সংস্থা-পিকেএসএফ
১৭. সমন্বিত কৃষি ইউনিট; দাতা সংস্থা -পিকেএসএফ
১৮. BD Rural WASH For HCD. দাতা সংস্থা-পিকেএসএফ
১৯. সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর আওতায় – পরিবেশসম্মত ও টেকসই উপায়ে গরু মোটাতাজাকরণ; দাতা সংস্থা- পিকেএসএফ ও বিশ্ব ব্যাংক
২০. সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর আওতায় – পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ; দাতা সংস্থা-পিকেএসএফ ও বিশ্ব ব্যাংক
২১. The Project for Developing Inclusive Risk Mitigation Program for Sustainable Poverty Reduction (IRMP). দাতা সংস্থা-পিকেএসএফ ও জাইকা
২২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ইউনিট এর অধীন আর্থ-সামাজিক ও মানব সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় সুপেয় পানির প্ল্যান্ট; দাতা সংস্থা-পিকেএসএফ
২৩. সমৃদ্ধি এবং প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি; দাতা সংস্থা-পিকেএসএফ
২৪. কৈশোর, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি; দাতা সংস্থা-পিকেএসএফ

সম্মাননা এবং পুরষ্কারঃ
২০২৩ : বার্ষিক প্রতিবেদন ICAB ‘‘সার্টিফিকেট অব মেরিট পুরষ্কার” বাংলাদেশ।
২০২৩ : সমাজসেবামূলক কার্যক্রমের বিশেষ অবদানের জন্য সম্মানসূচক পুরষ্কার, বাংলাদেশ
২০২৩ : এশিয়া প্যাসিফিক হাউজিং ফোরাম সম্মানসূচক ইনোভেশন পুরষ্কার, দক্ষিণ কোরিয়া।
২০২১ : বার্ষিক প্রতিবেদনের জন্য ICAB পুরষ্কার, বাংলাদেশ।
২০২০ : বার্ষিক প্রতিবেদন ICAB পুরষ্কার, বাংলাদেশ।
২০১৮ : সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ‘শ্রেষ্ঠ এনজিও’ সম্মাননা অর্জন, বাংলাদেশ।
২০১৭ : সর্বোচ্চ কর প্রদানকারী সংস্থা হিসেবে পুরুষ্কার, বাংলাদেশ।
২০১৬ : সর্বোচ্চ কর প্রদানকারী সংস্থা হিসেবে পুরুষ্কার, বাংলাদেশ।
২০১৫ : সিটি মাইক্রো-এন্টারপ্রেনারশীপ পুরষ্কার, বাংলাদেশ।
২০১২ : বন পাহারার মাধ্যমে বন সংরক্ষণের জন্য “ওয়ানগারি মাথাই পুরষ্কার” ইতালী, রোম।
২০১২ : সহ-ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে বন সংরক্ষণের জন্য “ইকুয়েটর পুরষ্কার” ব্রাজিল।
২০০৩ : কোডেক ইউনিক প্রিমিয়ার “পড়ালেখা” ও চাঁদ সুলতানা সম্মাননা, বাংলাদেশ।

 

যোগাযোগ

ইমেইল
ওয়েবসাইট
ঠিকানা (বিস্তারিতভাবে)
ময়মনসিংহ সদর

আমাদের সংবাদ

ImageTitleCategoriesAuthorDate

নিম্নোক্ত ফরম পূরণপূর্বক মতামত জানান

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার 0 reviews

Login to Write Your Review

There are no reviews yet.