বেসিক ডেভেলপমেন্ট পাটনার্স (বিডিপি)

Report Abuse

BDP
0 0 Reviews
Popular

বেসিক ডেভেলপমেন্ট পাটনার্স (বিডিপি)

বেসিক ডেভেলপমেন্ট পার্টনার (বিডিপি) একটি দেশীয় উন্নয়নমূলক সংস্থা। এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধিত নং-১৩৮৩ তারিখ ১৬/০৫/১৯৯৯ ইং। এ সংস্থার কতগুলো উন্নয়নমূলক কর্মসূচীর মধ্যে হিয়ার প্রোগ্রাম একটি। এ সংস্থাটি ময়মনসিংহে ৫১/১ মেডিকেল কলেজ গেইট চরপাড়ায় অবস্থিত।
২-১৫ বছরের ছেলে-মেয়েরা যারা কানে না শোনার কারণে কথা বলতে পারে না তাদের কানে হিয়ারিং এইডের মাধ্যমে শোনার ব্যবস্থা করে বিশেষ শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদ্বারা কথা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দান করা হয়। কথা শিক্ষার পর সাধারণ স্কুলে প্রেরণ করা হয়।
২-১৫ বছরের স্লাইট অটিজম ও ডাউন সিমড্রম ছেলে-মেয়েরা যারা কথা বলতে পারে না তাদেরকেও কথা শিখানো হয়। আমরা ককলিয়ার ইমপ্লান্ট বাচ্চাদেরকে কথা শিখাই। ককলিয়ার ইমপ্লান্ট হল ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস। যার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুইটি অংশ থাকে। এই ডিভাইস ককলিয়ার নার্ভকে উদ্দীপ্ত করে তোলে শব্দের অনুভূতি জাগানোর জন্য।
ককলিয়ার ইমপ্লান্ট বাচ্চারা কানে ভালভাবে শুনতে পারে। শ্রবণ প্রতিবন্ধী বাচ্চাদের ৫ বৎসরের মধ্য ককলিয়ার ইমপ্লান্ট সার্জারী করতে হয়।
প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীগণ কথা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা লাভ করে সাধারণ ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে প্রাইমারী, হাইস্কুল, কলেজ, ইউনিভারসিটিতে পড়াশুনা করছে। আবার অনেকে কথা শিখে চাকুরী ব্যবসা করে নিজে স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। সমাজে তাদের গ্রহণ যোগ্যতা বাড়ছে। প্রতিবন্ধীতার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

যোগাযোগ

মোবাইল
ইমেইল
ওয়েবসাইট
ঠিকানা (বিস্তারিতভাবে)
ময়মনসিংহ সদর

আমাদের সংবাদ

ImageTitleCategoriesAuthorDate

নিম্নোক্ত ফরম পূরণপূর্বক মতামত জানান

বেসিক ডেভেলপমেন্ট পাটনার্স (বিডিপি) 0 reviews

Login to Write Your Review

There are no reviews yet.