ব্র্যাক

Report Abuse

brac
0 0 Reviews
Popular

ব্র্যাক

ব্র্যাক চারটি মুল্যবোধের উপর ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে আসছে। সততা ও নিষ্ঠা, সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব, সার্জনীনতা, কার্যকারীতা।
এরই ধারাবাহিকতায় ব্র্যাক দেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের ভিশন ”এমন একটি পৃথিবী যেখানে কোন প্রকার শোষন বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে”। ব্র্যাক আজ একটি আন্তর্জাকি উন্নয়ন সংস্থা যা জনগোষ্ঠি এবং মানুষের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরী করে দেয়। ১৯৭২ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক একটি সমন্বিত উন্নয়ন মডেল গড়ে তুলেছে, যার আওতায় এন্টারপ্রাইজ, মাক্রোফাইন্যান্স ,উচ্চশিক্ষা ,বিনিয়োগ ,এবং উন্নয়ন কর্মসুচি। বর্তমানে ব্র্যাক এশিয়া এবং আফ্রিকার ১১ টি দেশে ১০০ মিলিয়নেরও বেশী মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এ ছাড়াও পৃথিবীর ৪৫ টি দেশে ব্র্যাকের মডেল সমূহ আংশিক বা পুরোপুরি অনুসরণ করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি বাংলাশের প্রতিটি জেলায় ব্র্যাক তার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান বলেছেন”
“ব্র্যাক নেতৃত্বদানে কখনও পিছপা হয় নি।সুতারাং ব্র্যাক কখনও গতি হারাবে না, কখনও উদ্ভাবন থেকে পিছিয়ে আসবে না, সবচাইতে জরুরী হলো লক্ষ্যচ্যুত হবে না কখনও।
আমাদের প্রধান লক্ষ্য হলো, যার প্রয়োজন সবচাইতে বেশি, তার প্রতি হাত বাড়িয়ে দেওয়া এবং তার সম্ভাবনার বিকাশ ঘটানো।”

যোগাযোগ

ইমেইল
ওয়েবসাইট
ঠিকানা (বিস্তারিতভাবে)
৯ উমেদ আলী রোড, ব্লক-১৩, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

আমাদের সংবাদ

ImageTitleCategoriesAuthorDate

নিম্নোক্ত ফরম পূরণপূর্বক মতামত জানান

ব্র্যাক 0 reviews

Login to Write Your Review

There are no reviews yet.