অ্যাসিস্টিভ ও মোবিলিটি ডিভাইস ক্যাম্পেইন

প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স (P&O) বিভাগের প্রধান জনাব সোহানুল নেয়াজ ইমরান এর নেতৃত্বে ও সিআরপি সাভার হেড অফিস এর সাপোর্টিভ সিটিং ইউনিট (SSU) এর কারিগরি সহায়তায় সিআরপি ময়মনসিংহ বিএইউ সেন্টার এ অনুষ্ঠিত হল অ্যাসিস্টিভ ও মোবিলিটি ডিভাইস ক্যাম্পেইন। এতে আরোও অংশগ্রহণ করেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (PCC), এসোসিয়েশন ফর ডিজ্যাবিলিটি ডেভেলপমেন্ট (ADD), BRAC ও Symbiosis Bangladesh সংস্থার প্রেরিত সেবাগ্রহীতারা।

gopal By gopal
ক্যাম্পেইন
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *