শিশুরা পেল অপারেশন জেনারেশন‘র গিফট বক্স
শিশুরা পেল অপারেশন জেনারেশন‘র গিফট বক্স ‘দেখ, সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার, গর্ভের ফল তাঁহার দত্ত পুরস্কার’ স্লোগানের আলোকে সোমবার (১০ জুলাই) সকালে ময়মনসিংহের ফুলাড়িয়ায় অপারেশন জেনারেশন’র উদ্যোগে গিফ্ট বক্স বিতরণ করা হয়। ফুলবাড়িয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ভিক্টোরী এজি চার্চ গৌরিপুর আয়োজিত বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম। চার্চের সভাপতি পাস্টর স্টিফেন সেন্টু মীর এর সভাপতিত্বে ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস, পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর চান মাহমুদ সরকার, ফুলবাড়িয়া এপি প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং প্রমুখ বক্তব্য রাখেন। পবিত্র বাইবেল পাঠ করেন পাস্টর ডেভিড এস চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাস্টর মতিলাল দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর (ইপজিয়া) প্রজেক্টের প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারদার। আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫শ শতাধিক শিশুকে গিফ্ট বক্স প্রদান করা হবে। ওয়ার্ল্ড ভিশনের ধর্মীয় নের্তৃবৃন্দ কমিটির পক্ষ থেকে তাদের নিজেদের উদ্যোগে একজন প্রতিবন্ধিকে একটি হুইল চেয়ার দেওয়া হয়। বৃক্ষরোপন কর্মসূচী কে আরও উৎসাহিত করতে প্রধান অতিথি স্কুল আঙিনায় ফলজ গাছের চারা রোপন করেন। এ কার্যক্রম জুন এবং জুলাই মাসব্যাপী কর্ম এলাকায় চলমান রয়েছে। তথ্যসূত্র : ফুলবাড়ীয়া নিউজ
Leave a comment