নিরাপদ মৎস্য উৎপাদনে পোনা অবমুক্তকরণ

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। ২৫/০৭/২০২৩ খ্রি: গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস), ময়মনসিংহ এনজিও এর কার্যক্রম পরিদর্শনকালে পোনা অবমুক্ত করেন। এ সময় তিনি নিরাপদ মৎস্য উৎপাদনে মৎস্য চাষীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান, দ্রুত বর্ধনশীল মাছ (হালদা নদী উৎস, সুবর্ণ রুই ও জি-৩ রুই) ও গলদা চিংড়ির পিএল নার্সিং-এর জন্য নার্সারদের সহায়তা প্রদান, বাণিজ্যিক মৎস্য খাবারের বিকল্প হিসেবে কালো সৈনিক পোকার উৎপাদন বিষয়ক প্রদর্শনী প্লট স্থাপনে সহায়তা প্রদান, রেডি টু কুক মৎস্য পণ্য উৎপাদনের জন্য উদ্যোক্তাদের বাজারজাতকরনের জন্য (প্যাকেজিং, বিপণন, কেন্দ্র স্থাপন, পণ্যের ব্রান্ডিং ) সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।

gopal By gopal
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *